মুম্বই: বেতন নিয়ে বচসার জেরে ড্রাইভারকে ছুরি মারার অভিযোগ জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই বেতন বকেয়া ছিল সেই ড্রাইভারের আর তা নিয়ে বচসা হতেই চিত্র পরিচালক মণীশ গুপ্তা নাকি তাঁকে রান্নাঘরের ছুরি নিয়ে কোপ বসাতে যান। পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ নিশ্চিত করেছে মুম্বই পুলিশ। শুক্রবারই পরিচালকের (Manish Gupta) বিরুদ্ধে মামলা দায়ের হয় ভারসোভা থানায়। জানা গিয়েছে শুক্রবার দুপুর দুটো নাগাদ মণীশ গুপ্তার অফিসে এই ঘটনা ঘটে আর তারপরেই সেই ড্রাইভার এসে থানায় অভিযোগ জানান।
ভারসোভা থানার কর্তব্যরত পুলিশের মতে, সাগর সংযোগ বিল্ডিংয়ে মণীশ গুপ্তার বাড়িতে বৃহস্পতিবার রাতে ড্রাইভারকে ছুরি মারার (Manish Gupta) চেষ্টা করেন তিনি। বিগত তিন বছর ধরে মণীশ গুপ্তার সঙ্গে ড্রাইভার হিসেবে কাজ করছিলেন অভিযোগকারী রাজিবুল ইসলাম লস্কর (বয়স ৩২)। মণীশ গুপ্তার বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১১৮(২), ১১৫(২) ও ৩৫২ নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, শান্তিভঙ্গ, উস্কানি দেওয়ার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে। বর্তমানে তিনি পলাতক। চলছে তদন্ত।
কুপার হাসপাতালে চলছিল ড্রাইভারের চিকিৎসা
রাজিবুল ইসলাম লস্কর ছুরিকাহত হওয়ার পরে কুপার হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য। তাঁর পেটের নিচে ছুরির আঘাত লেগেছিল। তিনি মণীশ গুপ্তার (Manish Gupta) কাছে তাঁর বকেয়া বেতন চাইতে গিয়েছিলেন। আর তখনই তাঁর অফিসে এই বেতন নিয়ে তর্ক শুরু হয় যা বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে রূপ নেয়। অবস্থা আরও খারাপ হয় যখন মণীশ গুপ্তা ছুরি নিয়ে সেই ড্রাইভারকে আক্রমণ করতে উদ্যত হন।
রাজিবুল ইসলাম লস্করের আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ জানিয়েছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে তারা দ্রুত মণীশ গুপ্তাকে গ্রেফতার করেন। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, লস্করের রক্তে-ভেজা জামাটিও উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে বেতন হিসেবে প্রতি মাসে মণীশ গুপ্তার কাছ থেকে ২৩ হাজার টাকা করে পেতেন। বেশ কয়েক মাস ধরেই বেতন দিতে দেরি হচ্ছিল। এই থেকেই সমস্যার সূত্রপাত। বকেয়া বেতন থাকা সত্ত্বেও মণীশ গুপ্তা তা দিতে অস্বীকার করেন, ৩০ মে লস্করকে কাজ থেকে বহিষ্কার করেন।
'দ্য স্টোনম্যান মার্ডারস', '৪২০ আইপিসি'-র মত ছবির পরিচালনা ও চিত্রনাট্য লেখার জন্য পরিচিত ছিলেন মণীশ গুপ্তা। পরিচালনার আগে রাম গোপাল ভার্মার কাছে চিত্রনাট্যকারের কাজ করতেন মণীশ। 'ডি' ও 'সরকার'-এর চিত্রনাট্য লিখেছিলেন তিনি।