কলকাতা: আজ টলিপাড়ায় শ্যুটিং বন্ধের বিষয় নিয়ে সারাদিন ধরেই চলেছে দফায় দফায় বৈঠক। অন্যদিকে আজ সারাদিনই শ্যুটিং বন্ধ রয়েছে টলিপাড়ায়। পরিচালকেরা এর আগেই মিটিং করে জানিয়ে দিয়েছিলেন, তাঁরা কাজ করতে চান। টেকনিশিয়ান্সদের থেকে নিজেদের আলাদা না করার বার্তাও দিয়েছিলেন তাঁরা। কিন্তু আজ ফেডারেশনের সাংবাদিক বৈঠকে উঠে এল পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ। সেই সঙ্গে তাঁরা সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee) যদি ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার থাকেন, তাহলে টেকনিসিয়ান্সদের কাজ করতে কোনও সমস্যা নেই। পরিচালনার দায়িত্ব সামলাতে হবে সৌমিক হালদারকে। কিন্তু রাহুল মুখোপাধ্যায় যদি পরিচালকের আসনে থাকেন, তাহলে জারি থাকবে টেকনিসিয়ান্সদের কর্মবিরতি।
আজ টেকনিসিয়ান্সদের তরফ থেকে জানানো হয়, পরিকল্পনা করেই শ্যুটিং বন্ধ করা হয়েছে আজ। ফেডারেশনের তরফ থেকে আজ বলা হয়, 'এটা আমাদের মৌ চুক্তিতেই রয়েছে যে আমরা যদি রাত ১০টা পরে শ্যুটিং করি তাহলে ২৪ ঘণ্টা আগে মেল করে যেন জানানো হয়। গতকাল ৯টা সেকেন্ড ইউনিটের রাত্রি ১০টার পরে শ্যুটিং হয়েছে। আজকে সকালে বেলা ১০ টা, ১১টা ১২টার পর সেগুলো প্যাক আপ হয়েছে। আমরা তো অনুমতি দিয়েছি। তাহলে এই কথা উঠছে কেন যে আমরা শ্যুটিং বন্ধ করতে চাইছি বা সাহায্য করছি না? ঠোকাঠুকি লাগলেও আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই। কেউ কাজ না করলে শুধু পরিচালক একা কাজ করতে পারবে? পরিচালকদের এত অহঙ্কার কিসের? আমরা সমস্ত পরিচালকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। শ্যুটিং বন্ধ করা প্রবল ষড়যন্ত্র, আমরা চাই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক। যারা সমস্যার সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে আলোচনা করব। আলোচনায় সমস্যার সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।'
আজ স্বরুপ বিশ্বাস বলেন, 'আমাদের কাছে শেষ যে কমিউনিকেশন এসেছে, সেখানে আমরা জানি রাহুল মুখোপাধ্যায় ক্রিয়েটিভ প্রোডিউসার ও সৌমিক হালদার ছবির ডিরেক্টর। আমাদের কাছে এরপরে আর কোনও কমিউনিকেশন করা হয়নি। শ্যুটিং বন্ধ করা হবে সেটাও জানানো হয়নি। একটা সাদা কাগজে সই সংগ্রহ করা হয়েছে, বিজ্ঞপ্তি লেখা হয়েছে, সেটাও অফিসিয়ালি জানানো হয়নি। রাহুলকে যদি পরিচালকের পদেই রাখা হয়, তাহলে ফেডারেশন কী সিদ্ধান্ত নেবে তা ভেবে দেখবে। কিন্তু রাহুল যে পরিচালকের আসনে থাকছেন, ফেডারেশনের তরফে এমন কোনও অফিসিয়াল নোটিশ নেই।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।