মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক জনি বক্সী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অসুস্থ হয়ে পড়ায় গতকাল সকালে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা পরীক্ষা করা হয়। তবে সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকদের পক্ষে এই পরিচালক ও প্রযোজককে বাঁচানো সম্ভব হল না। আজ মুম্বইয়ের একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রয়াত চিত্রনির্মাতার মেয়ে প্রিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গতকাল শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল রাত দেড়টা থেকে দুটোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।’

দীর্ঘ কেরিয়ারে ‘মেরা দোস্ত মেরা দুশমন’, ‘মঞ্জিলেঁ অউর ভি হ্যায়’, ‘ফির তেরি কাঁহানি ইয়াদ আয়ে’-র মতো ছবি প্রযোজনা করেন জনি। তাঁর প্রযোজিত ‘মঞ্জিলেঁ অউর ভি হ্যায়’ ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হয় মহেশ ভট্টর। ‘রাবণ’, ‘ডাকু অউর পুলিশ’, ‘খুদাই’-এর মতো ছবি পরিচালনাও করেন জনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অনুপম খের, শাবানা আজমি, কবীর বেদী, কুণাল কোহলির মতো বলিউড তারকারা।