হলিউডে জোর জল্পনা, আবার নাকি প্রাক্তন স্ত্রীর প্রতি মন মজেছে হলিউড তারকা ব্র্যাড পিটের। ব্র্যাডের প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টনের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে দেখা যায় অভিনেতাকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। ৫৫ বছর বয়সী ব্র্যাডের সঙ্গে দ্বিতীয় স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদও হয়ে গিয়েছে। তারপর থেকেই ব্র্যাডের নতুন জীবনসঙ্গী কে হবেন, তাই নিয়ে চলছিল জল্পনা।
এ-বিষয়ে ব্র্যাডকে সরাসরি প্রশ্ন করেন এক চিত্রগ্রাহক। তিনি কি ফের জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন ? প্রশ্ন শুনে হেসে ফেলেন ব্র্যাড। উত্তর দেন, ‘ওহ, মাই গড!’
অ্যানিস্টনের সঙ্গে ব্র্যাডের বিয়ে হয় ২০০০ সালে। ২০০৫ এ আলাদা হয়ে যান তাঁরা। তারপর ২০১৪য় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহসূত্রে বাঁধা পড়েন তিনি। ২০১৬ সালে সেই সম্পর্কেও ইতি টানেন তাঁরা।