নয়াদিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ড নিয়ে নির্মিত সিনেমা অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। দীর্ঘ চারমাসের টানাপোড়েনের পর সেন্সর বোর্ড '৩১ অক্টোবর'- কে ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। সিনেমার ৯ দৃশ্য বাদ দিতে হয়েছে বলে জানা গেছে।
সিনেমার প্রযোজক তথা চিত্রনাট্যকার হরি সচদেবা বলেছেন, নটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দিতে হয়েছে। সেন্সর বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, সিনেমার কিছু দৃশ্য ও সংলাপ বিশেষ একটি সম্প্রদায়কে ক্ষুব্ধ করতে পারে। তাই ওই দৃশ্যগুলি বাদ দেওয়া প্রয়োজন।
সচদেবা আরও বলেছেন, ছবির দৃশ্য কেটে একাধিকবার তা জমা দিতে হয়েছে রিভাইজিং কমিটির কাছে। সিনেমার ছয়-সাত মিনিটের অংশ নিয়ে কমিটির আপত্তি ছিল। বেশ কিছু দৃশ্যের সংলাপে গালিগালাজের ব্যবহার বিপ করা হয়েছে। এমনকি বেশ কিছু ক্ষেত্রে ‘শালা-র মতো শব্দও বিপ করতে হয়েছে।
এই সিনেমায় অভিনয় করেছেন সোহা আলি খান ও বীর দাস। দুই শিখ দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গাঁধীর হত্যা ও দেশজুড়ে তার প্রভাব অবলম্বনেই সিনেমাটি তৈরি হয়েছে।
৯ টি দৃশ্য ছেঁটে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘৩১ অক্টোবর’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 09:38 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -