মুম্বই: কয়েকমাস আগে কফি উইথ কর্ণ অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী সারা আলি খান বলেছিলেন যে, কার্তিক আরয়ানের সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক তিনি। পরে একই অনুষ্ঠানে কর্ণ জোহরের প্রশ্নের উত্তরে কার্তিক বলেছিলেন যে, আমি আরও বেশি বেশি অর্থ উপার্জনের চেষ্টা করছি। কারণ, ও তো রাজকুমারী, তাই ওকে ডেটে যেতে ডাকতে ভালো ব্যাঙ্ক ব্যালেন্স দরকার। এরইমধ্যে ইমতিয়াজ আলির আগামী সিনেমায় সারা ও কার্তিককে নেওয়া হয়। সিনেমার শ্যুটিংয়ের জন্য উভয়েই সম্প্রতি দিল্লিতে ছিলেন। আর এরই ফাঁকে তাঁরা ডেটেও বেরোলেন। আর ডেটে বেরিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করলেন তাঁরা। তাঁদের এই বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ছবিতে দুজনকে দিল্লির একটি হোটেলে নৈশভোজ সারতে দেখা গিয়েছে। অন্য ছবিগুলিতে তাঁদের অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। ছবি- সৌজন্যে ইনস্টাগ্রামছবি- সৌজন্যে ইনস্টাগ্রামছবি- সৌজন্যে ইনস্টাগ্রাম দিল্লির শ্যুটিং চলাকালে সারা ও কার্তিকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। প্রথম পর্বের শ্যুটিংয়ের শেষে পুরো টিমই উত্সবে মাতে।