বাটলা হাউস পরিচালনা করেছেন নিখিল আডবাণী। এতে জন ডিসিপি সঞ্জীবকুমার যাদবের ভূমিকায়। ২০০৮ সালে দিল্লির জামিয়া নগরের বাটলা হাউস এনকাউন্টারের নেতৃত্ব দেন তিনি। নানা বিতর্কে বাটলা হাউস এনকাউন্টার উঠে আসে খবরের শিরোনামে। বাটলা হাউস এনকাউন্টারের আসল অভিযুক্তরা ছবির ওপর স্থগিতাদেশ আনার চেষ্টা করেন। দাবি করেন, ছবিটি এখন মুক্তি পেলে তা আদালতে মামলার শুনানিতে প্রভাব ফেলবে। কিন্তু কিছু পরিবর্তনের পর দিল্লি হাইকোর্ট ছবি মুক্তির নির্দেশ দেয়। প্রথম দিনেই বক্স অফিসে সাড়ে চোদ্দ কোটির ওপর রোজগার করল বাটলা হাউস, লড়াই চলছে মিশন মঙ্গল-এর সঙ্গে
ABP Ananda, Web Desk | 16 Aug 2019 01:22 PM (IST)
নানা বিতর্কে বাটলা হাউস এনকাউন্টার উঠে আসে খবরের শিরোনামে।
মুম্বই: গতকাল মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের মিশন মঙ্গল ও জন আব্রাহামের বাটলা হাউস। তারকা হিসেবে অক্ষয়ের সঙ্গে জনের কোনও তুলনাই হয় না। কিন্তু দুই ছবির দৌড়ে দেখা যাচ্ছে, প্রথম দিনের হিসেবে দিব্যি ব্যবসা করেছে বাটলা হাউস। ১৪.৫৯ কোটি টাকা রোজগার করেছে ছবিটি। বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেছেন, প্রথম দিন রোজগার ভাল করেছে বাটলা হাউস কিন্তু একই দিনে দুটি বড় প্রযোজনা সংস্থার ছবি মুক্তি পাওয়ায় রোজগার তুলনামূলকভাবে কমেছে। যদিও স্বাধীনতা দিবসের ছুটির সুবিধেও পেয়েছে ছবিটি। শুক্রবার থেকে রবিবার বাটলা হাউস-কে ভাল ব্যবসা করতে হবে।