কলকাতা: ৬০ কোটি টাকা প্রতারণার মামলা রয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) আর তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)-র ওপর। এই মামলার তদন্ত চলছে আর তার ফলে একাধিক বিধিনিষেধ রয়েছে রাজ এবং শিল্পার ওপর। তবে সদ্যই বিদেশে যাওয়ার আবেদন করেছিলেন তাঁরা। জানা যাচ্ছে, আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। এখানেই শেষ নয়, শিল্পা শেট্টি আবেদন করেছিলেন, একটি ইউটিউব ইভেন্টের জন্য তাঁর কলম্বো যাওয়া প্রয়োজন। এই কথা শুনে আদালত বলেন, আগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা ৬০ কোটি টাকা জমা করুন, তারপরে আদালত তাঁদের বিদেশযাত্রার বিষয়টি ভেবে দেখবে।
শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে EOW LOC জারি করা হয়েছে। সেই কারণেই, এখন তাঁরা তদন্তকারী সংস্থা বা আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। শিল্পা শেঠির আইনজীবী আদালতে বলেছিলেন যে শিল্পা শেঠির একটি ইউটিউব ইভেন্টের জন্য কলম্বো যাওয়ার কথা। এই ইভেন্টটি ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। যখন আদালত আইনজীবীকে জিজ্ঞাসা করে - 'তাঁদের কাছে কোনও আমন্ত্রণপত্র আছে?' শিল্পার আইনজীবী বলেন, 'যতক্ষণ না ভ্রমণের অনুমতি পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমন্ত্রণপত্র পাওয়া যাবে না, শুধুমাত্র ফোনে কথা হয়েছে।' এর উত্তরে আদালত জানায়, 'প্রথমে প্রতারণার অভিযোগে ৬০ কোটি টাকা দিন, তারপর এই বিষয়ে বিবেচনা করা হবে।'
প্রসঙ্গত, এই মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর ধার্য করা হয়েছে। কিছু দিন আগে EOW রাজ কুন্দ্রার বয়ান প্রায় ৫ ঘণ্টা ধরে রেকর্ড করেছে। নিজের বয়ান রেকর্ড করার পরে রাজ কুন্দ্রা একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি বলেছেন যে 'আমি সম্প্রতি অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) দ্বারা নথিভুক্ত FIR সম্পর্কে অবগত। আমি এটা স্পষ্ট করতে চাই যে, তদন্তের প্রতিটি পর্যায়ে আমি কর্মকর্তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং কোম্পানির ডিসেম্বর ২০১৬-এ অবসানে যাওয়ার পরেও সমস্ত প্রয়োজনীয় নথি সরবরাহ করেছি।' ব্যবসায়ী দীপক কোঠারীর অভিযোগের ভিত্তিতে ৬০ কোটি টাকার প্রতারণা নিয়ে মামলা দায়ের হয়েছে শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রার ওপর। ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে, তিনি শেঠি এবং কুন্দ্রার দ্বারা পরিচালিত বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ব্যবসার প্রসারের জন্য ৬০.৪৮ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।