নয়াদিল্লি: সোমবার রাতে মায়ের জন্মদিন উদযাপন করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী (former Miss Universe)। গোটা পরিবারের সঙ্গে শুভ্রা সেনের (Shubhra Sen) জন্মদিন পালন করলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে লাইভও করলেন অভিনেত্রী। অনুরাগীরা ভরালেন শুভেচ্ছায়। আর তার মাঝেই এক বিশেষ ব্যক্তি নজর কাড়লেন অনুরাগীদের। কাকে দেখা গেল?
সুস্মিতা সেনের পার্টিতে কার দেখা মিলল?
মায়ের জন্মদিন উপলক্ষ্যে ইনস্টাগ্রাম লাইভ করছিলেন সুস্মিতা ও তাঁর মা। সেই লাইভের পিছনেই কয়েক ঝলক দেখা মিলল সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমান শলের (Rohman Shawl)। প্রসঙ্গত, গত ডিসেম্বরেই রহমনের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী।
দিন কয়েক আগেই ফের শিরোনামে আসেন অভিনেত্রী সুস্মিতা সেন। সৌজন্য বেটার হাফ বলে প্রাক্তন বিশ্ব সুন্দরীর ঘনিষ্ঠ ছবি পোস্ট আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদির (Lalit Modi)। তবে লক্ষ্য করার বিষয় হল ললিত মোদি প্রসঙ্গে এখনও প্রকাশ্যে সেভাবে কিছুই বলেননি অভিনেত্রী। আর তার মাঝেই সুস্মিতার ঘরোয়া পার্টিতে রহমানের উপস্থিতি নিয়ে ফের তৈরি হয়েছে জল্পনা।
প্রসঙ্গত, সুস্মিতার বড় মেয়ে রেনি (Renee) দিদাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানে দেখা মিলল, সুস্মিতার ছোট ভাই রাজীব সেন, তাঁর স্ত্রী চারু আসোপা, ছোট মেয়ে আলিশা এবং অনেকেরই। ক্যাপশনে রেনি লেখেন, 'শ্রেষ্ঠ দিদা, যাঁকে আমরা সকলে নান্না বলে ডাকি, শুভ জন্মদিন। তুমি সাহসী, সহৃদয়, ক্ষমা করতে জানো এবং তোমার হৃদয় সবচেয়ে বড়। আমরা খুব সৌভাগ্যবান যে তোমাকে আমাদের জীবনে পেয়েছি।' রেনির পোস্ট করা ছবির মধ্যে রাজীব ও চারুকেও দেখা যাচ্ছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই তাঁদের পুনরায় মিলিত হওয়ার খবরও মিলেছে।
আরও পড়ুন: Taapsee Pannu: 'দোষ সবসময় অভিনেতাদেরই হয়', পাপারাৎজিদের সঙ্গে বিবাদে জড়ালেন তাপসী পান্নু
ওয়েব সিরিজে 'আরিয়া'র হাত ধরে ডেবিউর পর ললিত মোদির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে ফের শিরোনামে উঠে আসেন সুস্মিতা। এখনও সেই ব্যাপারে অভিনেত্রী মুখ না খুললেও ট্রোলারদের তীব্র প্রতিবাদ করেছেন তিনি।