মানুষী ছিল্লারের এই ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
যদিও মানুষীর বলিউড অভিষেক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। (Photo: manushi_chhillar)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুষীর এই গ্ল্যামারাস ফটোশ্যুটের ছবি সামনে আসার পর তাঁর বলিউডে অভিষেক নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে। (Photo: manushi_chhillar)
ফটোশ্যুটে মানুষীকে প্লেন থেকে নামতে দেখা গিয়েছে। (Photo: manushi_chhillar)
ফটোগ্রাফার পঙ্কজ আনন্দও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। (Photo: pankaj_anand)
সামার লুক সাপোর্টের জন্য ফটোশ্যুটে মানুষী ফ্ল্যাট স্লিপার পরেন। (Photo: manushi_chhillar)
জলের মধ্যেও ফটোশ্যুটের ছবিও মানুষী ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন। (Photo: manushi_chhillar)
ফটোশ্যুটের ছবিতে আকর্ষণীয় ভঙ্গিমায় দেখা গিয়েছে মানুষীকে। ফুল ছাপ হাই স্লিট পোশাকে দেখা গিয়েছে তাঁকে। (Photo: manushi_chhillar)
এই ফটোশ্যুটের পর তাঁকে ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। এর ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। (Photo: manushi_chhillar)
প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার সম্প্রতি একটি ফটোশ্যুট করেছেন। এই ফটোশ্যুটের বেশ কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জন্য শেয়ার করেছেন। (Photo: manushi_chhillar)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -