মুম্বই: বন্ধুত্বের থেকে ভালো সম্পর্ক বোধহয় গোটা পৃথিবীতে আর পাওয়া যায় না। শুধু স্কুল, কলেজের বন্ধু নয়, বিয়ের পর ছাড়াছাড়ি হয়ে গেলেও বহু দম্পতিকে আমরা একসঙ্গে খুব ভালো বন্ধু হিসেবে সারাজীবন থেকে যেতে দেখি। এমন উদাহরণ শুধু সেলেবদের মধ্যেই নয়, বাস্তব জীবনেই অনেক দেখা যায়। বন্ধুত্বের সম্পর্কে প্রয়োজন হয় না বয়সের, প্রয়োজন হয় না টাকা-পয়সার। বন্ধুত্বের ক্ষেত্রে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর তাই তো সিনেমাজগতে একের পর এক ছবি তৈরি হয় এই বন্ধুত্বের সম্পর্ককে কেন্দ্র করেই। ফ্রেন্ডশিপ ডে-তে দেখে নিন বলিউডের সেরা ৭টা ছবি, যা বন্ধুত্বের প্রেক্ষাপটে তৈরি হয়েছে।


১. শোলে - বন্ধুত্বের কথা বলবেন আর 'শোলে' ছবির নাম নেবেন না, তা কি কখনও হয় নাকি! ছবির জনপ্রিয় গান 'ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে। তোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে।' অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র অভিনীত 'শোলে' ছবির এই গানের যেন কোনও বয়স হয় না। বন্ধুত্বের গান বললে সবার আগে আপনার এই গানই মনে পড়বে। জয় আর বীরুর বন্ধুত্ব তাই চিরসবুজ হয়ে থাকবে আমাদের মনে। তাই আজও আমরা বন্ধুত্বের সংজ্ঞা দিতে জয় আর বীরুর উদাহরণ দিয়ে থাকি।


২. থ্রি ইডিয়টস - পরিচালক রাজকুমার হিরানির ছবি 'থ্রি ইডিয়টস' বলিউডে বন্ধুত্বের উপর তৈরি ছবির মাইলস্টোন হয়ে থাকবে। রাঞ্চো, ফারহান আর রাজুর চরিত্রে অভিনয় করা আমির খান, মাধবন আর শরমন যোশীর এই ছবির জনপ্রিয়তা যে কতটা তা বলাই বাহুল্য। টানটান উত্তেজনাপূর্ণ এই ছবি দেখতে বসলে পুরোটা না দেখে ওঠা সম্ভব হয় না।


৩. কুছ কুছ হোতা হ্যায় - 'পেয়ার কেয়া হ্যায়'? 'পেয়ার দোস্তি হ্যায়'। শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবির ডায়গল আজও মানুষের মুখে মুখে ফেরে। বন্ধুত্বকে খুব সুন্দরভাবে পর্দায়ে ফুটিয়ে তুলেছেন পরিচালক কর্ণ জোহর। আর বন্ধুর জন্য কত কী যে করা যেতে পারে, তার উদাহরণ হিসেবে থেকে যাবে এই ছবি।


৪. মুন্নাভাই এম.বি.বি.এস - সদ্যই জন্মদিন গেল বলিউের মুন্নাভাই সঞ্জয় দত্ত-র। 'মুন্নাভাই এম.বি.বি.এস' ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় পৌঁছে গিয়েছে সার্কিট এবং মুন্নাভাই চরিত্র দুটি। এই ছবিতেও সেই রাজকুমার হিরানি ম্যাজিক। আর এই ছবি সম্পর্কে যেটা না বললে বাকি থেকে যাবে, তা হল 'জাদু কি ঝাপ্পি'। তাই ফ্রেন্ডশিপ ডে-তে আপনিও আপনার বন্ধুকে 'জাদু কি ঝাপ্পি' দিতে ভুলবেন না যেন!


৫. দিল চাহতা হ্যায় - বন্ধুত্বের উপর তৈরি বলিউড ছবিগুলির মধ্যে বিশেষ জায়গা করে নেবে আমির খান, অক্ষয় খান্না এবং সইফ আলি খান অভিনীত ছবি 'দিল চাহতা হ্যায়'। শুধু আজকের দিনেই এই ছবি যে গুরুত্বপূর্ণ তাই নয়, যেকোনও সময়েই আপনি এই ছবি দেখতে পারেন। উল্লেখযোগ্য, অভিনেতা ফারহান আখতারের প্রথম পরিচালিত ছবি এটি। পরিচালনার পাশাপাশি ছবিটি লিখেছেনও তিনি।


৬. জিন্দেগি না মিলেগি দোবারা - আবারও ফারহান আখতারের ছবি উল্লেখযোগ্য হয়ে থাকবে বন্ধুত্বের উপর তৈরি ছবি হিসেবে। তবে, এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ফারহান আখতারকে। আর তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন বলিউডের হার্টফ্রব অভিনেতা হৃত্বিক রোশন এবং অভয় দেওল। 


৭. কাই পো চে - প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনীত ছবি এটি। লেখক চেতন ভগতের 'দ্য থ্রি মিসটেকস অফ মাই লাইফ' গল্পের উপর নির্ভর করে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও অভিনয় করেছেন অমিত সাধ ও রাজকুমার রাও। ফ্রেন্ডশিপ ডে-তে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মনে করে তাঁর ভক্তরা এই ছবি দেখে নিতেই পারেন।