নয়াদিল্লি: শুক্রবারে ছবি মুক্তি, তারপর শনি ও রবিবারের উইকেন্ড (Weekend)। সোমবার বাদ দিয়ে মঙ্গলবার স্বাধীনতা দিবস (Independence Day), জাতীয় ছুটির দিন। ফলে গত শুক্রবার যে সকল সিনেমা মুক্তি পেয়েছে তাদের ব্যবসা ভাল হওয়াই উচিত। উল্লেখ্য, এই ১৫ অগাস্ট মনোরঞ্জনের মাধ্যমেই উদযাপন করলেন বেশিরভাগ দেশবাসী। বিপুল জনজোয়ার বক্স অফিসে (Box Office Collection) তুলল ঝড়। কোন ছবি কত আয় করল স্বাধীনতা দিবসে?
স্বাধীনতা দিবসে রেকর্ড আয় 'গদর ২' ছবির, কত ব্যবসা করল 'ওহ মাই গড ২'?
গতকাল হল মালিক, প্রযোজকদের জন্য বেশ সুখেরই দিন ছিল। বিপুল সংখ্যায় দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করেন এদিন। সবচেয়ে বেশি ভিড় হয়েছে 'গদর ২' (Gadar 2), 'জেলার' (Jailer) ও 'ওএমজি ২' (OMG 2) দেখতে। তবে অনেক দর্শক আবার ভিড়ের মাঝেও বেছে নিয়েছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani), 'ভোলা শঙ্কর' (Bholaa Shankar) বা 'ওপেনহাইমার'কে (Oppenheimer)। প্রথম তিন ছবি কেবলমাত্র ১৫ অগাস্টেই ১২৭ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে, আগে মুক্তি পাওয়া ছবিগুলি তাদের সীমিত স্ক্রিন সংখ্যা দিয়েও ১৩ কোটি টাকার মতো আয় করেছে।
বক্স অফিসে ঝড় তোলার দৌড়ে সর্বাগ্রে অবশ্যই সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। ১৫ অগাস্ট তারা সিংহ ও সাকিনাক জুটি একাই ৬৫ কোটি টাকা আয় করেছে। হিন্দি বাজারে সমস্যার কারণে কমেছে আসন সংখ্যা, অ্যানালিস্টদের মত, এমন না হলে মঙ্গলবার সহজেই ৮৫ কোটি আয় করে ফেলত এই ছবি। প্রথম পাঁচ দিনের মোট করলে 'গদর ২' ছবি ২৬৩ কোটি টাকার ব্যবসা করেছে। 'অলটাইম ব্লকবাস্টার' হওয়ার পথে এই ছবি।
সানি দেওলের ছবির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে রজনীকান্তের 'জেলার'। এই ছবি মুক্তি পায় ১০ অগাস্ট। অর্থাৎ মুক্তির ষষ্ঠ দিনে দাঁড়িয়ে ছবিটি ৪২ কোটি টাকা আয় করেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিও ব্লকবাস্টার। শেষ কিছু ছবির হতাশাজনক ফলের পর রজনীকান্তের 'কামব্যাক' হল এই ছবির হাত ধরে। 'জেলার' ছবির প্রথম ৬ দিনের মোট আয় হল ২৩৪ কোটি টাকা।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার, ইয়ামি গৌতম ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২'। মঙ্গলবার এই ছবিও ভালই ব্যবসা করেছে। স্বাধীনতা দিবসে ২০ কোটি টাকা করেছে এই ছবি। প্রথম ৫ দিনে 'OMG 2' ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮০ কোটিতে।
অন্যদিকে, কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' আয় করেছে ৪ কোটি, চিরঞ্জীবী অভিনীত 'ভোলা শঙ্কর' আয় করেছে মাত্র ৩ কোটি, 'ওপেনহাইমার' আয় করেছে ২ কোটি টাকা। এছাড়া 'মিশন ইম্পসিবল ৭', 'মেগ', 'বার্বি', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মিলিয়ে প্রায় ৩ কোটি টাকা মতো আয় হয়েছে বক্স অফিসে।
প্রসঙ্গত, উপরোক্ত সমস্ত ছবি একসঙ্গে স্বাধীনতা দিবসে, বক্স অফিসে মোট ১৪০ কোটি টাকা আয় করেছে। এটি 'গ্রস আয়' হিসেব অর্থাৎ দর্শক মোট যত টাকা ব্যয় করেছেন টিকিট কিনতে তার পরিমাণ। অন্যদিকে, 'নেট আয়' হচ্ছে সরকারি কর বাদ দিয়ে সিনেমা হল মালিকেরা, প্রযোজকেরা বা ডিস্ট্রিবিউটরেরা যত আয় করেন তার পরিমাণ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন