মুম্বই: সোমবার মুক্তি পেল সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' ট্রেলার। জন গ্রিনের উপন্যাস, 'ফল্ট ইন আওয়ার স্টার' নিয়ে তৈরি ছবিটি নিয়ে শুরু থেকেই আগ্রহী ছিলেন অভিনেতা। অবশেষে, ৬ই জুলাই প্রকাশ্যে এল সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'র পয়লা ঝলক। কিন্তু আজ আর সুশান্ত নেই। মায়ানগরী ছেড়ে দিল্লি চলে গিয়েছেন অভিনেত্রী সঞ্জনা।
২ মিনিট ৪৪ সেকেন্ডের ট্রেলারে আগাগোড়া নজর কাড়ল সুশান্ত ও নবাগতা সঞ্জনার রসায়ন। মনে দাগ কেটে গেল প্রতিটি সংলাপ। 'জন্ম-মৃত্যু তো আমাদের হাতে নেই, কিন্তু কীভাবে বাঁচব সেটা ঠিক করতে পারি'। এই একটি কথাতেই মন ভার হয়ে গেছে নেটিজেনদের।
সুশান্তের শেষ ছবির ট্রেলার দেখে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। ছবিটি কোনও সাবস্ক্রিপশন ছাড়াই দেখা যাবে হটস্টারে। তাই ছবিটি 'যতবার খুশি' দেখার অনুরোধ জানিয়েছেন পরিচালক মুকেশ ছাবরা। এক আবেগাপ্লুত পোস্টে তিনি লিখেছেন, গত ২ বছরে অনেক ওঠা-পড়া, অনেক আনন্দ-দুঃখ অতিক্রম করে অবশেষে মুক্তি পেতে চলেছে 'বন্ধু' সুশান্ত ও তাঁর স্বপ্নের প্রজেক্ট। সুশান্ত তাঁর মধ্যে শেষ নিঃশ্বাস অবধি বেঁচে থাকবেন, লিখেছেন মুকেশ।
পরিচালককে তাঁর প্রথম কাজের জন্য শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মনোজ বাজপেয়ী।
আবেগপ্রবণ পোস্ট রীতেশ দেশমুখেরও। লিখেছেন, এই ছবি তিনি দেখবেন। সুশান্ত থাকবেন হৃদয়ে, আকাশে ঝকঝক করবে ওঁর উপস্থিতি।
সাদা হার্ট ইমেজি দিয়ে পোস্ট করেছেন অনুষ্কা শর্মাও।
ট্রেলারটি পোস্ট করেছেন অভিনেতা কার্তিক আরিয়ানও।
'দিল বেচারা'র ট্রেলার দেখে আবেগী পোস্ট করেছেন শ্রদ্ধা কপূর, কৃতী শ্যাননও।