কলকাতা: ২৫ বছরের শাপমুক্তি। ২৫ বছর ধরে যে যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে, মরুশহরে তার থেকে মুক্তি দিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ২০০০ সালে যে নিউজ়িল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হারাতে হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়াকে, সেই প্রতিপক্ষকে হারিয়েই শাপমোচন হল। নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। রেকর্ড তৃতীয়বারের জন্য। ভেঙে দিল অস্ট্রেলিয়ার নজির। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অজিরা। ভারত জিতল তিনবার। আর সেই জয়ের ছোঁয়া বিনোদন দুনিয়ায় লাগবে না.. তাও কী হয়? টলিউড থেকে বলিউড.. লাইটস, ক্যামেরা, অ্যাকশন থামিয়ে বিনোদন দুনিয়া মিলে গেল ২২ গজে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ম্যাচ চলাকালীন শ্যুটিং করছিলেন তাঁরা। কিন্তু শেষ কয়েক ওভারের টান টান ম্যাচকে উপভোগ করার জন্য থেমে গিয়েছিল শ্যুটিং। মেক আপ নিয়েই ম্যাচ দেখতে বসে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আর শেষ বলটা যখন বাউন্ডারি ছাড়াল, আনন্দে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন ঋতুপর্ণা। শ্যুটিংয়ের বাকি সবাই ও তখন ফেটে পড়েছেন উচ্ছ্বাসে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন খোদ ঋতুপর্ণাই। সঙ্গে শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়াকে।
একই ছবি মুম্বইয়ে। আরব সাগরের তীরেও। বাইরে সেট লাগিয়ে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)। তবে শ্যুটিংয়ে যাওয়া থেকে শুরু করে, কাজের ফাঁকে ফাঁকে তিনি নজর রেখেছিলেন টিম ইন্ডিয়ার ম্যাচের দিকে। সেটে টিভির ব্যবস্থা নেই, ফলে ম্যাচ দেখা হল মোবাইলেই। শেষ ওভার দেখতে শ্যুটিং থামিয়ে ভিড় জমিয়েছিল গোটা ইউনিট। চোখ রেখেছিল একটা মোবাইলেই। শেষ বল বাউন্ডারি বেরোতেই হুল্লোড় করে ওঠে সব্বাই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, 'শ্যুটিং থেমে যায়, যখন ভারত জিতে যায়।'
সোশ্যাল মিডিয়ায় কাজলের 'কভি খুশি কভি গম' ছবির একটি দৃশ্য শেয়ার করে নিয়েছেন অজয় দেবগণ। কাজলের ভারতের পতাকা নিয়ে উচ্ছ্বাসের ভিডিও রয়েছে সেখানে। অজয় দেবগণ লিখেছেন, 'আজও আমাদের ঘরে এই একই পরিবেশ।'
আরও পড়ুন: Sougata Roy On Rohit: প্রলোভনে পা দিয়ে স্টাম্পড হয়েছে, রোহিতকে অভিনন্দন জানিয়েও খোঁচা সৌগত রায়ের