কলকাতা: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে রাজনীতি। ভারতে একাধিক পাকিস্তানি সঙ্গীতশিল্পীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি পাকিস্তানি শিল্পীরা কাজ করেছেন, এমন সিনেমাও ভারতে মুক্তি পাওয়ার অনুমতি পায়নি। তবে শোনা যাচ্ছিল, অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নাকি পাকিস্তানের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। প্রধান অতিথি হিসেবে। পাকিস্তানের 'আজাদি উৎসব'-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল কার্তিক আরিয়ান। তবে এই খবর ছড়িয়ে পড়ার পরেই, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতাটিকে একটি চিঠি লিখে সতর্ক করে যে তিনি যেন এই অনুষ্ঠানে অংশ না নেন। আর সদ্য এই বিষয়ে মুখ খুলেছেন কার্তিক আরিয়ান। তিনি জানিয়েছেন, তাঁর এই ধরনের কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। 

সদ্যই কার্তিক আরিয়ানের টিমের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কার্তিক আরিয়ান এই ধরনের কোনও ইভেন্টের সঙ্গে যুক্ত নন। তিনি পাকিস্তানের কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। আমাদের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের বারণ করা হয়েছে তাঁরা যেন কার্তিক আরিয়ানের কোনও ছবি ব্যবহার না করেন। এই অনুষ্ঠান এমনকি এই ধরনের অনুষ্ঠানের কোনও প্রচারমূলক কাজের সঙ্গে যুক্ত নয়। ফলে অনুষ্ঠানের আয়োজকেরা যেন কার্তিক আরিয়ানের কোনও নাম বা ছবি ব্যবহার না করেন।

 

FWICE-এর থেকে সতর্কবার্তা পেলেন কার্তিক আরিয়ান

FWICE-এর তরফ থেকে, প্রথমে কার্তিক আরিয়ানকে একটি চিঠি লিখে সতর্ক করা হয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল- 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ' (FWICE) গভীর উদ্বেগ এবং দায়িত্বের সঙ্গে আপনাকে জানানো হয়েছে, ১৫ আগস্ট, ২০২৫-এ হিউস্টন, আমেরিকাতে যে আজাদি উৎসব আয়োজিত হচ্ছে - পাকিস্তানের একটি রেস্তোরাঁর আয়োজিত অনুষ্ঠান। সেখানে আপনার অংশগ্রহণের খবর শোনা গিয়েছে। শোনা গিয়েছে আপনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যাবেন। এই পোস্টটি সর্বত্র ছড়িয়ে পড়েছে। চিঠিতে আরও লেখা ছিল, 'যদিও এই ধরনের অনুষ্ঠানগুলি বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য গর্ব এবং সাংস্কৃতিক প্রকাশের মাধ্যম, তবে আমরা আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই বিশেষ ইভেন্টটি একটি পাকিস্তানি রেস্তোরাঁ, যার মালিক মিস্টার শওকত মারেডিয়া, আয়োজন করছেন। আমাদের মনে হয়, আপনি এই অনুষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ তথ্য না পেয়েই এই অনুষ্ঠান করতে রাজি হয়ে গিয়েছিলেন। আমরা অবিলম্বে আপনাকে এই অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি।' চিঠিলে আরও লেখা ছিল, আপনি যদি এই অনুষ্ঠান সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং সব দিক থেকে অবগত থেকেও এই অনুষ্ঠানে যোগ দিতে রাজি হন, তাহলে আমরা এই ঘটনার ব্যাখ্যা চাই। এটি যথেষ্ট উদ্বেগের বিষয়। আমরা আশা করব আপনি আগামীতে এই ধরনের সংগঠন থেকে দূরত্ব বজায় রাখবেন।