নয়াদিল্লি: ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কপূর। 'শর্মাজি নমকিন' অভিনেতা ২০১৮ সাল থেকে লিউকেমিয়ার সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। তাঁর সাবলীল অভিনয় দক্ষতা, হাসিমুখ, চলন-বলন সবকিছু মিলিয়েই দর্শকদের তিনি অত্যন্ত প্রিয় ছিলেন, কাছের ছিলেন। যে কোনও অনুষ্ঠান এলেই তাঁকে সবসময়ই মহা উৎসাহে সেই অনুষ্ঠানে অংশ নিতে বা উদযাপন করতে দেখা যেত। 


এখন আমাদের গোটা দেশে উৎসবের মরশুম। দেশবাসী মেতেছে গণপতির আরাধনায়। এমন দিনে ঋষি কপূরের স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী নীতু কপূর একটি পুরনো ছবি পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। গাড়ির ভিতরে গণেশ মূর্তি কোলে নিয়ে বসে আছেন অভিনেতা ঋষি, মুখে লেগে সরল হাসি। ছবিটি শেয়ার করে নীতু কপূর লেখেন, 'সেলিব্রেটিং ইন হেভেন', অর্থাৎ এখন নিশ্চয়ই তিনি পরলোকেই উৎসব উদযাপন করছেন।




কয়েকদিন আগে, ৪ সেপ্টেম্বর, ঋষি কপূরের জন্মদিনে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন নীতু কপূর। সেখানে তিনি লেখেন, 'নিউ ইয়র্কে কাটানো আমাদের বীভৎস শেষ কয়েক বছরে আমি ঋষিজীর থেকে অনেক কিছু শিখেছি। ওঁর রক্তের মাত্রা বাড়লে আমরা উদযাপন করতাম। আমরা খেতাম, কেনাকাটা করতাম, হাসতাম। যখন ওঁর শরীর বেশি খারাপ থাকত তখন আমরা বাড়িতেই টিভি দেখতাম, দুর্দান্ত খাবার অর্ডার করতাম এবং পরের কেমোথেরাপিতে তিনি আরও একটু সুস্থ হবেন এই আশায় ভাল সময় কাটাতাম। আশা এবং শক্ত থাকে কাকে বলে তা উনিই আমাকে শিখিয়েছেন। প্রত্যেকটা দিনের কদর করা শিখিয়েছেন।'


 






উল্লেখ্য, ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন' তাঁর মরণোত্তর মুক্তি পাবে।