নয়াদিল্লি: সলমন খানকে (Salman Khan) কখনও ক্ষমা করবে না গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Gangster Lawrence Bishnoi) ও তার দল। এমনই নাকি জানানো হয়েছে তাদের তরফে। খবর দিল্লি পুলিশ সূত্রে।


'সলমনকে ক্ষমা করা যাবে না'!


দিল্লি পুলিশের বিশেষ সেল (Delhi Police Special Cell) ১০ জুলাই জানিয়ে যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সতর্ক করেছে, তার দল এবং তিনি কৃষ্ণসার হরিণ (blackbuck) হত্যার জন্য সলমন খানকে কখনওই ক্ষমা করবে না।


দিল্লি পুলিশের ওই বিশেষ সেল আরও বলেছে যে বিষ্ণোইয়ের তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সলমনের প্রতি তাঁদের ক্ষোভ কমতে পারে যদি অভিনেতা জনসমক্ষে ক্ষমা চান তাহলেই, বার্তা লরেন্স বিষ্ণোইয়ের। সলমনের আইনজীবী হস্তিমাল সারস্বত কুখ্যাত ওই গ্যাংয়ের কাছ থেকে একটি মৃত্যুর হুমকি চিঠি পাওয়ার কয়েকদিন পরেই এই ঘটনা ঘটেছে। ওই হুমকি চিঠিতে লেখাছিল যে পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) মতোই অবস্থা হবে হস্তিমল ও তাঁর পরিবারের। চিঠিতে লেখা ছিল, 'শত্রুর বন্ধু আমাদের শত্রু। আমরা কাউকে ছাড়ব না, এমনকী তোমার পরিবারকেও না। খুব তাড়াতাড়ি তোমাদের অবস্থাও মুসেওয়ালার মতো হবে।' এর আগে বিষ্ণোইয়ের তরফে হুমকি চিঠি পাঠানো হয় সলমন ও তাঁর পরিবারকে। 


আরও পড়ুন: Koffee with Karan: বিজয় দেবেরাকোন্ডাকে 'ডেট' করতে চান সারা আলি খান? উত্তর দিলেন অভিনেতা


প্রসঙ্গত, চলতি বছরের ইদে জনসমক্ষে আসতে দেখা যায়নি ভাইজানকে। সুরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত বলে খবর। সূত্রের খবর, তাঁর 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ ১০ জন স্পেশাল ফোর্স অফিসার ও ১৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেটেও অফিসারদের ঘেরাটোপেই যান অভিনেতা।


গত ২৯ মে, পঞ্জাবে গুলি করে খুন করা হয় তারকা কংগ্রেস (Congress) নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala)। মহিন্দ্রা থর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সিধু। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালান বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন সিধুর দুই সঙ্গীও। সিধুকে লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।