মুম্বই: মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্ক তৈরি হচ্ছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-কে (Gangubai Kathiawadi) কেন্দ্র করে। কখনও নাম না করে এই ছবিকে আক্রমণ করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম না করে আলিয়া ভট্ট ও মহেশ ভট্টকে বেনজির আক্রমণ করেন তিনি। আবার কখনও ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন 'গাঙ্গুবাঈ'-এর ছেলে বাবুজি রাওজি শাহ। কিন্তু এবার 'কাঠিয়াওয়াড়ি' সম্প্রদায়ের মানুষের মানহানি করা হয়েছে বলে বম্বে হাইকোর্টে ছবির নাম পরিবর্তনের আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছেন এক কংগ্রেস নেতা। ছবি মুক্তির আগেই এত বিতর্ক প্রসঙ্গে কী বলছেন পর্দার 'গাঙ্গুবাঈ' আলিয়া ভট্ট (Alia Bhatt)?


সম্প্রতি এক সাক্ষাৎকারে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিকে ঘিরে ওটা নানা বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন আলিয়া ভট্ট। তিনি বলেন, 'কোনও প্রকার বিতর্কই আমাকে বিব্রত করতে পারে না। এমন সমস্ত ঘটনা ঘটেই থাকে। এগুলো খুবই স্বাভাবিক। ছবি ভালো হোক কিংবা খারাপ, কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করে। আবার কিছু মানুষ এসব নিয়ে আইনি জটিলতা তৈরি করতে ভালোবাসে। এগুলো ছবিকে আরও মানুষের কৌতুহলের দরজায় পৌঁছে দেয়। এগুলো কোনও ব্যাপার নয়।'


আরও পড়ুন - 8 Years of Highway: 'হাইওয়ে' ছবির ৮ বছর পূর্তি উদযাপন রণদীপ হুডার


আলিয়া ভট্ট আরও বলেন, 'ছবি ভালো নাকি খারাপ, সে সিদ্ধান্ত তো দর্শক নেবেন। আগে তাঁরা ছবিটা দেখুন, তা দেখার পর তো দর্শক নিজেদের মতামত জানাতে পারবেন। কোনও কিছুই ছবির ভাগ্য বদলে দিতে পারে না। দর্শকেরাই আমাদের কাছে সব। তাঁদের সিদ্ধান্তই সবথেকে গুরুত্বপূর্ণ।'


আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিটি। আগেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। 'গাঙঅগুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভট্ট। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজের মতো অভিনেতারা। সম্প্রতি ছবিটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে।