মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। মুক্তির পরও সেই উত্তেজনা অব্যাহত রইল। প্রথমদিন সিনেমা হলে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখে এসে বেশ কিছু নেট নাগরিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আলিয়া ভট্টের প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা এই ছবির বক্স অফিস কালেকশন যে ব্যাপক হতে চলেছে, তা আন্দাজ করছিলেন। বহু নেট নাগরিক প্রতিক্রিয়ায় জানাচ্ছিলেন যে, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র রেকর্ড বক্স অফিস কালেকশন হতে চলেছে। সকাল হতেই তা টের পাওয়া গেল। প্রথমদিনই এই ছবি ১০.৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলল। এখন তুলনা হচ্ছে আলিয়া ভট্টের (Alia Bhatt) ছবি 'রাজি' (Raazi) প্রথমদিন বেশি টাকার ব্যবসা করেছিল নাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: এবার বলিউডে আত্মপ্রকাশ এই স্টার কিডের, সঙ্গে বড় নাম


সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি আল্য়া ভট্টের দুটি ছবি 'রাজি' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র প্রথমদিনের বক্স অফিস কালেকশন প্রকাশ্যে এনেছেন। 'রাজি' ছবিটি কোভিড পূর্ব সময়ে সিনেমা হলে মুক্তি পায়। সে সময় দেশের সমস্ত সিনেমা হলেই ১০০ শতাংশ দর্শকের অনুমতি ছবি। কিন্তু 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তি পেয়েছে করোনা পরিস্থিতিতে। যখন দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের অনুমতি রয়েছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'প্রথম দিনেই চমকদার বক্স অফিস কালেকশন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র। 'রাজি'র থেকে প্রথমদিনে এই ছবি বেশি টাকার ব্যবসা করল। কোভিড পূর্ব সময়ে যখন সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকের অনুমতি ছিল, তখন এই ছবি প্রথমদিন ব্যবসা করে ৭.৫৩ কোটি টাকার। আর করোনা পরিস্থিতিতে যখন দেশের নানা প্রান্তে ৫০ শতাংশ দর্শকের অনুমতি নিয়ে সিনেমা হল খোলা রয়েছে, তখন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র প্রথমদিনের ব্যবসা হল ১০.৫০ কোটি টাকার। অসাধারণ পারফরম্যান্স।'<





>


 


প্রসঙ্গত, সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' মুক্তির আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছিল। হুসেন জাইদির বই 'মাফিয়া ক্যুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে এই ছবি।