কলকাতা:  দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত ছবি 'গ্য়াসলাইট' (Gaslight)। তবে সিনেপ্রেমীদের কেমন লাগল এই ছবি?


একটি খুনের ঘটনাকে কেন্দ্র আবর্তিত হয়েছে এই গল্প। আর শেষপর্যন্ত কী এই রহস্য়ের সমাধান হয় কিনা সেটাই দেখবে দর্শক। এই থ্রিলার ছবিতে বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan), তিনজনই নিজেদের একশ শতাংশ দিয়ে অভিনয় করেছেন।


 এর আগে কমেডি, রোম্য়ান্স ঘরানার ছবিতে অভিনয় করতে দেখেছি সফই কন্য়াকে। তবে এই ছবিতে নিজের কমর্ফোট জোন থেকে বেরিয়ে এসে অভিনয় করেছেন সারা আলি খান। এই ছবিতে তাঁর চরিত্রের নাম মিশা। যে বাবার হত্য়া রহস্য়ের সমাধান করতে গিয়ে নিজেই বিভিন্ন সমস্য়ার মধ্য়ে জড়িয়ে পড়বেন। এই ছবিতে প্রথমবার গোটা ছবি হুইল চেয়ারে বসে শ্য়ুট করেছেন সারা।


আরও পড়ুন...


Mrunal Thakur auditioned for Jai Gangaajal: প্রিয়ঙ্কার কাছে হেরে গিয়েছিলেন ম্রুণাল, শেয়ার করলেন অতীতের স্মৃতি


অন্য়দিকে, ছবিতে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর চরিত্রের নাম রুক্মিনী। হুইলচেয়ার বন্দি সারা হন্য় হয়ে খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য় চাইবে সারা।  এই শিল্পীরাও ছবিতে যথাযথা অভিনয় করেছেন।


প্রসঙ্গত, কিছুদিন আগে বিক্রান্ত মেসি (Vikrant Messey) ও সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করছিলেন চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh)। তিনি জানিয়েছিলেন, সারা এবং বিক্রান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দুজনেই বলিউডে প্রচুর কাজ করেছেন এবং এই ছবির কাস্টিং-এ তাঁরা দুজনেই যথাযথ'।


কিছুদিন আগে প্রকাশ্য়ে এসেছিল এই ছবি নিয়ে এক নতুন তথ্য়। জানা গেছিল, মাত্র ৩৬ দিনে শ্য়ুট করা হয়েছিল এই ছবি।পরিচালক পবন কৃপালিনি জানিয়েছিলেন, "এটা সত্য যে আমি ৩৬ দিনে 'গ্যাসলাইট'-এর শুটিং করেছি। পাশাপাশি এটাও সত্য়ি  যে আমি নিয়ন্ত্রিত বাজেট এবং কঠোর শিডিউলের মধ্যে ছবির শ্য়ুটিং করতে পারি।  সঠিক ভাবে প্রস্তুতি নিলে এভাবে শ্য়ুটিং করা সম্ভব।"


সবমিলিয়ে দর্শককে নিরাশ করেনি বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত এই ছবি।