কলকাতা: বলিউডের ৩ তারকাকে আইনি নোটিস পাঠাল আদালত (legal notice)। সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) পরিচালনায় এবার শ্যুটিং সারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
জন্মদিনে হিমালয়ের কোলে 'উষ্ণতা' বাড়ালেন বিদ্যুৎ জামওয়াল?
১০ ডিসেম্বর, ৪৩ পূর্ণ করলেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jamwal)। নিজের জীবনের এই বিশেষ দিন একেবারে অন্যভাবে কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের সঙ্গে তাঁর জন্মদিন কাটানোর (Birthday Celebration) ছবিও দিলেন, যা বাকি তারকাদের থেকে একেবারেই আলাদা। জঙ্গলের মাঝে, প্রকৃতির কোলে একেবারে অন্যভাবে দিন কাটাচ্ছেন তিনি, একেবারে নিজের সঙ্গে। তবে ছবিতে যা নজর কেড়েছে সকলের, তা হল, অভিনেতা একেবারে নগ্ন অবস্থাতেই ছবি পোস্ট করেছেন।
সৌরভ-দর্শনাকে আইবুড়োভাত খাওয়ালেন নীল-তৃণা-সৌম্যজিৎ
মাত্র দিন পাঁচেকের অপেক্ষা। ফের টলিপাড়ায় বাজবে সানাই (Tollywood Marriage)। এক হবে দুই শিল্পীর চার হাত। সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। চলছে শেষ মুহূর্তের আইবুড়োভাত পর্ব। দুই তারকাকে বিয়ের আগে পেটপুরে খাওয়ালেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুরা। ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ১৫ ডিসেম্বর 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর সাক্ষী হতে চলেছে টলিপ্রেমীরা। তার আগে ইন্ডাস্ট্রির বন্ধুদের থেকেই আইবুড়োভাত খেলেন হবু দম্পতি। দর্শনা ও সৌরভকে একসঙ্গে আইবুড়োভাত খাওয়ালেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা। ছিলেন হবু দম্পতির একসঙ্গে প্রথম ছবির পরিচালক ও তাঁদের অত্যন্ত কাছের বন্ধু সৌম্যজিৎ আদকও। এছাড়াও ছিলেন তাঁদের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।
বিজ্ঞাপন করে আইনি জটিলতায় শাহরুখ, অজয়, অক্ষয়!
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) ও অজয় দেবগণ (Ajay Devgan)! কেন্দ্রের তরফ থেকে এলাহবাদ হাইকোর্ট থেকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলিউডের প্রথম সারির এই ৩ তারকাকে! সূত্রের খবর, এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে। তামাকে বিজ্ঞাপনে এই ৩ তারকার যুক্ত থাকার বিরোধিতায় এই নোটিস ইস্যু করা হয়েছে। ডেপুটি সলিশিটর জেনারেল এসবি পাণ্ডে এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চকে জানিয়েছেন, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (Central Consumer Protection Authority) অক্টোবর মাসের ২০ তারিখে এই তিন তারকার তামাক বিক্রয়কারী সংস্থার সঙ্গে যোগাযোগ নিয়ে একটি পিটিশন দিয়েছিল।
শ্যুটিং করতে ত্রিপুরা পাড়ি দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
তাঁর প্রত্যেকটা পদক্ষেপ ফেলা হয় আতস-কাচের তলায়। ২২ গজের এই তারকাকে নিয়ে রাজনীতির দড়ি টানাটানিও কম হয়নি। কখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ নিয়ে বিতর্ক, কখনও আবার স্পেনের মাটিতে দাঁড়িয়ে তাঁর রাজ্যে শিল্প আনার বার্তা... বিতর্কের আঁচে মাঝে মাঝে বিব্রত হয়েছেন স্বয়ং 'মহারাজ'ও! সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ত্রিপুরা পর্যটনের মুখ। বিজেপি শাসিত এই রাজ্যের পর্যটন শিল্পের নতুন একটি ভিডিও শ্যুট করার জন্য আগামীকাল ত্রিপুরায় পাড়ি দেওয়ার কথা সৌরভের। আর এই শ্যুটিংয়ের পরিচালনায় দায়িত্বে রয়েছে আরেক সৌরভ। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। সদ্য ওয়েব সিরিজ 'রাজনীতি'- পরিচালনায় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। প্রায় শেষ পর্যায়ে তাঁর নতুন ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি'-র কাজও। তাঁর হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রেখেছেন দেবশ্রী রায় (Debosree Roy)। 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের। তবে এই প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করবেন সৌরভ।
ফের 'প্রাক্তন' প্রেমিক কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন সারা?
শোনা যাচ্ছে, ফের জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান (Sara Ali Khan) ও কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সূত্রের খবর একসঙ্গে তাঁদের দেখা যাবে 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa 3) ছবিতে। খবর সত্যি হলে, এই নিয়ে তাঁদের দ্বিতীয়বার জুটি বাঁধতে দেখা যাবে। বলিউডে কান পাতলে এখনও শোনা যায় তাঁদের পুরনো প্রেমের গুঞ্জন। কখনও নিজেদের মুখে স্বীকার না করলেও অনেকেরই মত যে প্রেমের সম্পর্কে ছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। ২০২০ সালে তাঁদের একসঙ্গে প্রথমবার দেখা যায় ইমতিয়াজ আলির পরিচালনায় 'লাভ আজ কাল' ছবিতে। যদি জল্পনা সত্যি হয় তাহলে হরর কমেডি ঘরানার 'ভুল ভুলাইয়া ৩' ছবির জন্য তাঁরা ফের একসঙ্গে কাজ শুরু করবেন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে।
প্রযোজনায় পা রাখলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। রবিবার, নিজের নতুন প্রযোজনা সংস্থার (production house) কথা ঘোষণা করলেন অভিনেত্রী। কী নাম রাখলেন নিজের সংস্থার? জানালেন সবটাই। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই লিখলেন তাঁর প্রযোজনা সংস্থার নাম 'ট্রালালা মুভিং পিকচার্স' (Tralala Moving Pictures)। সেই সঙ্গে তিনি এও জানান যে তাঁর সংস্থা আপাতত হায়দরাবাদের 'মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস' নামক এক বিনোদন সংস্থার সঙ্গে কাজ করছে।
ছুটির দিনে সহজ-এই বন্দি রাহুল-প্রিয়ঙ্কা
ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে .... ফের একসঙ্গে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিনেতার ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে টুকরো টুকরো খুশির মুহূর্ত। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছেলে সহজের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করে নিলেন রাহুল। রবিবার, ছুটির দিনে ফ্রেমবন্দি রাহুল-প্রিয়ঙ্কা আর সহজ। তবে ক্যাপশানে কিছু লেখেননি অভিনেতা। এই প্রথম নয়... এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা ও সহজের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। বিবাহবার্ষিকী থেকে শুরু করে বিভিন্ন মুহূর্ত... রাহুল যেন ফ্রেমবন্দি করে রাখতে ভালবাসেন বিভিন্ন ভাল থাকার মুহূর্তরা। আজ, সম্ভবত ছোট্ট সহজের জন্মদিন উদযাপন করতেই মেতেছিলেন তাঁরা।
বিয়ে সারলেন 'অ্যানিম্যাল' অভিনেতা কুণাল ঠাকুর
বিয়ে সারলেন 'অ্যানিম্যাল' (Animal Actor) অভিনেতা কুণাল ঠাকুর (Kunal Thakur)। নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহনের হাত ধরে শুরু করলেন নতুন জীবন। মুক্তি মোহনের (Mukti Mohan) বোনেরা শক্তি মোহন, কৃতী মোহন ও নীতি মোহন এবং তাঁদের বাবা-মায়েদের দেখা যায় বিয়ের ছবিতে। কুণাল ঠাকুর, যিনি একজন অভিনেতা, তাঁকে শেষ দেখা গেছে রণবীর-রশ্মিকার 'অ্যানিম্যাল' ছবিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ও বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিটি। সেখানে রশ্মিকা মান্দানার বাগদত্তের চরিত্রে অভিনয় করেন কুণাল। তবে এবার পর্দায় নয়, বাস্তবজীবনেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।