মুম্বই: রবিবাসরীয় সন্ধ্যায় এক ফ্রেমে দুই ভিন্ন জগতের দুই কিংবদন্তি ধরা দিলেন। ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও সঙ্গীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের (Asha Bhosle) দেখা হয়ে গেল। সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় দুইজনের একসঙ্গে দুইটি ছবি শেয়ার করেন।


সচিনের শেয়ার করা দুইটি ছবির একটিতে দুই কিংবদন্তিকে পাশাপাশি দাঁড়িয়ে পোজ় দিতে দেখা গিয়েছে। আরেকটি ছবি ক্যানডিড। দুইজনের গভীর আলোচনার সময় ওটি তোলা বলেই মনে করা যায়। সচিন লেখেন, 'কোনও গান হোক বা সামান্য কথোপকথন, আশা তাইকে শোনা সবসময়ই অত্যন্ত মিষ্টিমধুর। ওঁর রসবোধ এবং দুরন্ত টাইমিং প্রশংসার যোগ্য। আশা তাই, আপনি যেন ভবিষ্যতেও যেখানেই যাবেন এমনভাবে সকলকে খুশিতে মাতিয়ে রাখেন।' 


 






কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেও সচিনের পোস্টের জবাব দেন। জবাবে তিনি লেখেন, 'আমি যাকে সম্মান তো করিই, পাশাপাশি নিজের ছেলের মতোও মনে করি, তার সঙ্গে একটা দারুণ সন্ধ্যা কাটালাম। আশা করি ভবিষ্যতে এমন আরও অনেক সময় কাটানোর সুযোগ পাব।'


প্রসঙ্গত, লোকসভা ভোটের আগেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের (Ram Mandir)। ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের প্রধান উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন সাজ সাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। তালিকায় কারা রয়েছেন?


শোনা যাচ্ছে, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন, রামানন্দ সাগরের ‘রামায়ণে’ রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং সীতা দীপিকা চিখিলিয়াদের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: কবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরবেন রোহিত? জয় শাহের মন্তব্যে ধোঁয়াশা