কলকাতা: অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে (Mithun Chakraborty Hospitalised)। দেবকে নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। অন্যদিকে নতুন বিপদে পড়লেন প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কেমন আছেন অভিনেতা?
অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল। অ্য়াপোলো হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের মৃদু স্ট্রোকে আক্রান্ত অভিনেতা। চিকিৎসায় তা সামাল দেওয়া গেছে। উদ্বেগের কিছু নেই বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। হৃদপিণ্ডের কোনও সমস্য়া রয়েছে কিনা জানতে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীও অভিনেতাকে দেখেছেন। মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী জানিয়েছেন, তাঁর বাবাকে রুটিন চেক আপের জন্য় নিয়ে যাওয়া হয়। তিনি এখন ভাল আছেন।
তৃতীয় বার ভোটে লড়বেন দেব? জল্পনা তুঙ্গে
তৃণমূলের হয়ে আবারও প্রার্থী হতে পারেন দেব, বলছে দলীয় সূত্র। শনিবার প্রথমে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন দেব। তার পর কালীঘাটে গিয়ে আধ ঘণ্টার বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রে জানা যায়, দলের হয়ে তৃতীয় বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। তবে কোথা থেকে প্রার্থী হবেন তিনি, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এর পর কালীঘাট থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব। তিনি বলেন, 'আমি একটাই কথা বলব, যা বিমানবন্দর থেকে বেরনোর সময়ও বলেছিলাম। বলেছিলাম, আমি চাইলেও বেরিয়ে যাব বা দাঁড়াব না, তা হবে না। দিদির মতামত গুরুত্বপূর্ণ। যা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমাকে ছাড়বে না।' এদিন আরও একবার তাঁর রাজনৈতিক জীবনে মমতার গুরুত্ব বুঝিয়ে দেন দেব।
আরও বিপাকে সমীর ওয়াংখেড়ে
ফের বিপাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা (money laundering case) দায়ের করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ২০২১ সালের অক্টোবরে আরিয়ান খানকে মাদক মামলায় না ফাঁসানোর জন্য অভিনেতা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করার অভিযোগ রয়েছে এবং তাঁর আয়ের বাইরেও আরও সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। খবর ঘনিষ্ঠ সূত্রে। গত বছরের মে মাসে দায়ের হওয়া সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের (এফআইআর) ভিত্তিতে কয়েকদিন আগে ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা মামলাটি নথিভুক্ত করেছে। শীঘ্রই তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে ইডি, খবর সূত্রের।
প্রয়াত ধ্রুপদাচার্য পণ্ডিত লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানল শরীর। প্রয়াত ধ্রুপদাচার্য পণ্ডিত লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ (Singer Pandit Laxman Bhatt Tailang Demise)। জয়পুরের (Jaipur) পণ্ডিত শিল্পী, ধ্রুপদ সঙ্গীতকে নিয়ে গিয়েছিলেন অন্য মাত্রায়। চলতি বছরের কেন্দ্রীয় সরকার ঘোষিত পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় নাম ছিল তাঁর, কিন্তু সশরীর উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ আর হল না। পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী। ২৬ জানুয়ারি পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা ঘোষণা করা হয়, সেখানে ছিল তাঁর নামও। পুরস্কার গ্রহণের আগে, শনিবার সকাল ৯টায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩। রাজস্থানের জয়পুরের দুর্লভজি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর নিউমোনিয়ার চিকিৎসা চলছিল, সেই সঙ্গে আরও একাধিক অসুস্থতাও ছিল।
প্রেমদিবসে পুনরায় মুক্তি পাচ্ছে 'যব উই মেট'
ইমতিয়াজ আলির (Imtiaz Ali) রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবি 'যব উই মেট' (Jab We Met)। করিনা কপূর (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি যে কোনও বলিউড প্রেমীর 'প্রিয় ছবি'র তালিকায় রয়েছে নিঃসন্দেহে। শনিবার ছবির অনুরাগীদের আবার একবার এই ছবি নিয়ে সুখবর দিলেন বেবো। তিনি জানান প্রেম দিবসে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'যব উই মেট' (Re-Release)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন সুখবর দিলেন অভিনেত্রী করিনা কপূর। ছবির একাধিক দৃশ্যের একটি কোলাজ বানিয়ে তিনি ভিডিও পোস্ট করেন। সেখানেই জানা গেল, 'যব উই মেট' ফের মুক্তি পাবে সকল প্রেক্ষাগৃহে, আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে।
প্রকাশ্যে সতীশ কৌশিকের শেষ ছবির ট্রেলার
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik) শেষ ছবি 'কাগজ ২'-এর ট্রেলার ('Kaagaz 2' Trailer Out) এল প্রকাশ্যে। অভিনেতার ঝলমলে সিনেম্যাটিক সফরের সমাপ্তি ঘটবে এই ছবির হাত ধরে। তবে তা শুধু পর্দায়, শিল্পীর সৃষ্টি চিরকালই জীবিত থাকবে অনুরাগীদের মনে। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়। সতীশ কৌশিক অভিনীত এই ছবি খুব সাধারণ একটি প্রশ্ন ছুঁড়বে, আওয়াজ তুলবে রাজনৈতিক এক প্রথার ওপর। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুপম খের, দর্শন কুমার, নীনা গুপ্তা প্রমুখকে। ২০২১ সালে মুক্তি পাওয়া 'কাগজ'-এর সাফল্যের পর আসছে সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।