Share Market: অন্তর্বর্তী বাজেট পেশের পরেই রেকর্ড লাফ লক্ষ্য করা গিয়েছিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারের দামে। ২ মাসের মধ্যেই ৫০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছিল এই সংস্থার শেয়ার। কিন্তু এবার সেলিং প্রেশারে বিপুল পতন দেখা গিয়েছে এই শেয়ারে। ৩ দিনে ১৪ শতাংশ কমে গিয়েছে শেয়ারের দাম। গতকাল শুক্রবার বাজার বন্ধের সময় এই রাষ্ট্রায়ত্ত সংস্থার (IREDA Share Price) শেয়ারের দাম ৫ শতাংশ হ্রাস পেয়ে বন্ধ হয়েছে। তবে কি কেনার সুযোগ রয়েছে এখন ?  


সংস্থার নাম IREDA অর্থাৎ India Renewable Energy Development Agency। ৬ ফেব্রুয়ারি বাজারে এই সংস্থার শেয়ারের দাম পৌঁছেছিল সর্বোচ্চ উচ্চতায়, দাম উঠেছিল ২১৪.৮০ টাকায়। বুধবার থেকেই শুরু হয় দামের পতন, তবে তাঁর আগে পর্যন্ত বুল রান এবং বলা ভাল একটা বিপুল র‍্যালি দেখেছে এই শেয়ার।


শেয়ারের দামের ওঠানামা


২০২৩ সালে বাজারে এসেছিল IREDA-র IPO। ৩০ টাকা থেকে ৩২ টাকা প্রাইস ব্যান্ড ছিল এই ইকুইটি শেয়ার (Multibagger Stock)। তারপর বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই PSU শেয়ার নথিভুক্ত হয় ৫০ টাকার সীমায়। দেখা গিয়েছে লিস্টিং প্রাইসের থেকে ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই PSU স্টকে যদি কেউ শুরু থেকে বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ৫০০ শতাংশ রিটার্ন পেতেন তিনি। অর্থাৎ কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ লাখ টাকা রিটার্ন পেতেন।


এখন কি কেনা যাবে


বাজেট পেশের পরেই বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে এই শেয়ারের দাম ২০০ টাকা ছোঁবে। সেইমত দাম উঠেছিল অনেকটাই। তবে এবার সম্ভবত প্রফিট বুকিংয়ের চাপ অনুভব করছে এই সংস্থার শেয়ার। আর তাই এই পতন। এই শেয়ারের (IREDA Share Price) দাম এখন Overbought Zone-এ আছে, RSI সূচক ৭০-এর কাছাকাছি। ফলে সেলিং প্রেশার আসতে পারে এই শেয়ারে। তবে ১৬৫ থেকে ১৭০ টাকার সীমায় এই স্টকে একটি সাপোর্ট লেভেল আছে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের। এখন কিনলে স্বল্পমেয়াদে দাম কমার ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।


কেন বেড়েছিল এই শেয়ারের দাম


বাজার বিশেষজ্ঞদের মতে, IREDA-র শেয়ারের (IREDA Share Price) দামে লাফের মূল কারণ বাজেটে সবুজ শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে জোর দেওয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাবের কারণে অনেক বিনিয়োগকারীই মনে করেছেন সৌরশক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত কোম্পানির স্টকগুলিতে ভবিষ্যতে ভাল মুনাফার আশা রয়েছে। তবে এখন ঠিক যেভাবে দ্রুত বেড়েছিল শেয়ারের দাম, এখন সেভাবেই দ্রুত কমছে।


আরও পড়ুন: Hero MotoCorp: শেয়ার পিছু ১০০ টাকা ডিভিডেন্ড পাবেন, পোর্টফোলিওতে আছে এই অটোমোবাইল সংস্থার শেয়ার ?