কলকাতা: মন্নতের (Mannat) ব্যালকনিতে হঠাৎ হাজির শাহরুখ খান (Shah Rukh Khan)। নতুন নায়িকার বিপরীতে রাহুল (Rahul Arunoday Banerjee), আসছে নতুন ছবি 'ফতেমা' (Fatima)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


আসছে নতুন ছবি 'ফতেমা'


নতুন নায়িকার বিপরীতে অভিনয় করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। বড়পর্দায় আসছে নতুন ছবি 'ফতেমা'। ধর্ম না মনুষ্যত্ব, এ দুয়ের দ্বন্দ্বে কে বড়? প্রশ্নের উত্তর খুঁজবে 'ফতেমা'। আতিউল ইসলাম পরিচালিত ও পিএম মুভিজ প্রযোজিত এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে সদ্যই। ছবির গল্প কিছুটা এমন, হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় রিক্সা চালানো বন্ধ হয়ে যায় এক ব্যক্তির। সংসারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় মেয়ে ফতেমার পড়াশোনাও। বন্ধ হয় স্বপ্ন দেখাও। ফতেমার স্বপ্ন ছিল, লেখাপড়া করে সরকারি চাকরি পেয়ে বাবার সমস্ত কষ্ট দূর করে দেবে। কিন্তু সংসার চালানোই কঠিন হয়ে গেল এই পরিস্থিতিতে। তারপর?


'জরা হটকে জরা বঁচকে' ছবির বক্স অফিস কালেকশন


গত শুক্রবার মুক্তি পেয়েছে 'জরা হটকে জরা বঁচকে'। এক সপ্তাহ পর অর্থাৎ ৮ দিনের মাথায় এই ছবির মোট ব্যবসা ছাড়াল ৪০ কোটির গণ্ডি। এক সপ্তাহ টানা ভাল ব্যবসা করার পর খানিক ধীর হয়েছে ছবির গতি। এখন দ্বিতীয় সপ্তাহান্তে এই ছবি কীরকম ব্যবসা করে সেটাই দেখার। ভিকি কৌশল ও সারা আলি খানের একসঙ্গে প্রথম ছবি সপ্তম দিনে ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এবং অষ্টম দিনে ৩ কোটি টাকার ব্যবসা করেছে। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে জানিয়েছেন ছবির অষ্টম দিনের ব্যবসা। ক্যাপশনে লেখেন, ''জরা হটকে জরা বঁচকে' দ্বিতীয় শুক্রবারেও অটল থেকেছে... সপ্তাহান্তে খানিক ঊর্ধ্বমুখী ব্যবসা আশা করা যায়, রবিবার রাতের মধ্যে ৫০ কোটির গণ্ডি ছোঁওয়ার আশা রাখা যায়, যদি ধারা অব্যাহত থাকে... দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ৩.৪২ কোটি আয় যা বৃহস্পতিবারের ৩.২৪ কোটি টাকার থেকে ভাল। মোট আয়ের পরিমাণ ৪০.৭৭ কোটি টাকা।'


'আদিপুরুষ' ছবির ১০ হাজার টিকিট কিনবেন রাম চরণ


'আর আর আর' অভিনেতা রাম চরণ আসন্ন ছবি 'আদিপুরুষ'-এর দশ হাজার টিকিট কিনবেন বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ টিকিট তিনি দুঃস্থ শিশুদের মধ্যে বিতরণ করবেন। এর আগে একই ধরনের কথা ঘোষণা করেছিলেন রণবীর কপূর ও অভিষেক আগরওয়ালও। তার আগে একই পথ দেখিয়েছেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। তিনি ঘোষণা করেন 'আদিপুরুষ' ছবির ১০ হাজার টিকিট তিনি তেলেঙ্গানার সরকারি স্কুলে, অনাথ আশ্রমে ও বৃদ্ধাশ্রমে বিতরণ করতে চান। 


ব্যালকনিতে এসে 'ঝুমলেন' পাঠান


২০২৩ সাল শুরু হয় 'পাঠান' (Pathaan) ছবির দুর্দান্ত সাফল্য দিয়ে। বলিউডে বিপুল লক্ষ্মীলাভ ঘটে বছরের শুরুতেই। একের পর এক রেকর্ড ভাঙে কিং খানের ছবি। চার বছর পর মুখ্য চরিত্রে বড়পর্দায় ফিরে শাহরুখ খান (Shah Rukh Khan) যেন ঢেলে দেন বক্স অফিসে। দেশে-বিদেশে সাফল্যের ঝড় তোলার পর এবার টিভিতে আসতে চলেছে 'পাঠান'। শনিবার বিকেলের দিকে মন্নতের ব্যালকনিতে, সেই পরিচিত স্থানে উপস্থিত হলেন শাহরুখ খান। পরনে সাদা সোয়েটশার্ট, সঙ্গে কার্গো প্যান্টস আর চোখে কালো রোদচশমা। এসেই হাত নাড়তে শুরু করলেন বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশে। মন্নতের সামনে তখন অনুরাগীদের চিৎকারে কান পাতা দায়। তারই মাঝে ভেসে আসছে বিখ্যাত 'ঝুমে জো পাঠান' গান। হঠাৎই সেই গানের হুকস্টেপে কোমর দোলালেন কিং খান। তারপরে শাহরুখের সেই সিগনেচার পোজ, দুই বাহু ছড়িয়ে ভালবাসার অঙ্গীকার। স্যালুট ছুঁড়ে দিলেন ভক্তদের উদ্দেশে। 


বড়পর্দায় এবার শিল্পপতি সুব্রত রায়ের বায়োপিক


নতুন কাজে হাত দিলেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। এবার তিনি সেলুলয়েডে বাঁধতে চলেছেন শিল্পপতি (Business Tycoon) ও 'সাহারা ইন্ডিয়া পরিবার'-এর (Sahara India Pariwar) কর্ণধার সুব্রত রায়ের (Subrata Roy) জীবনী। ছবির নাম 'সাহারাশ্রী' (Saharasri)। ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন সন্দীপ সিংহ (Sandeep Singh)। শনিবার আসন্ন ছবি 'সাহারাশ্রী'র নির্মাতারা ছবির প্রথম মোশন পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছবির প্রযোজক মোশন পোস্টার শেয়ার করে লেখেন, 'সাহারাশ্রী সুব্রত রায়ের অস্বাভাবিক রহস্যের সমুদ্রযাত্রায় সফর শুরু। তাঁর যাত্রার উথালপাতাল স্রোতের মধ্য দিয়ে একটি আকর্ষণীয় যাত্রা, যাকে বলা হয় জীবন। তাঁর জীবনকে রূপদানকারী বিভ্রান্তির সাক্ষী হোন। আপনার চোখ খোলা রাখুন কারণ এই স্থিতিস্থাপকতা এবং বিজয়ের গল্পটি প্রকাশ্যে আনবে এমন তথ্য যা অব্যক্ত, অশ্রুত এবং অজানা।'


ছেলের কী নাম রাখলেন গওহর-জায়েদ?


১০ মে মা হয়েছেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। জায়েদ ও গওহরের পরিবারে এসেছে খুদে পুত্র সন্তান (baby boy)। আজ এক মাস পর সোশ্যাল মিডিয়ায় একরত্তির নাম (baby boy name revealed) ঘোষণা করলেন তারকা দম্পতি। কালো পোশাকে গওহর খান ও জায়েদ দরবার। কোলে একরত্তি পুঁচকে। পরনে সুপারম্যান পোশাক, পায়ে সাদা জুতো। পরম যত্নে মা-বাবার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে, আর তার দিকে মুগ্ধ দৃষ্টিতে মুখে চওড়া হাসি নিয়ে তাকিয়ে আছেন মা-বাবা। সুখী পরিবারের এমনই দুটি ছবি পোস্ট করে গওহর খান লেখেন, 'আমাদের জিহান'।