কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে ঘুম ভাঙল রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ।
উল্লেখ্য, দ্বিতীয় দিনেও তৃণমূলকে পিছনে ফেলে মনোনয়নে শীর্ষে বিজেপি। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত-সবচেয়ে বেশি মনোনয়ন বিজেপির। এখনও পর্যন্ত ২১টি জেলা পরিষদ আসনে বিজেপির মনোনয়ন।প্রথম ২দিনে ৪৭৯টি পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন বিজেপি প্রার্থীদের। এখনও পর্যন্ত ৩৮২০টি গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়ন বিজেপির। অনেক পিছিয়ে তৃণমূল, এখনও পর্যন্ত মাত্র ১টি জেলা পরিষদ আসনে মনোনয়ন। পঞ্চায়েত সমিতির ১১০টি আসন, গ্রাম পঞ্চায়েতের ৫১৫টি আসনে তৃণমূলের মনোনয়ন।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণার পর মনোনয়নের প্রথম দিন থেকেই শুরু হয়েছে অশান্তি। মনোনয়নের (Nomination) শুরুতেই খুন।উদ্বিগ্ন রাজ্যপাল (Governor)। 'যে কোনও মূল্যে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করাতেই হবে', রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা রাজ্যপালের । মনোনয়ন পর্বের শুরুতেই অশান্তি, বাহিনী নিয়ে প্রশ্ন রাজ্যপালের। 'পর্যাপ্ত বাহিনী আছে কি? কেন্দ্রীয় বাহিনী আনছেন কি?', রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের।
সূত্রের খবর, 'সাধারণত কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত আদালত নেয়। মামলা বিচারাধীন, তাই আদালতের দিকে আমরা তাকিয়ে আছি', রাজ্যপালকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। 'মনোনয়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ মনোনয়নের দিকে নজর দিক কমিশন', কমিশনকে বার্তা রাজ্যপালের। ভোট ঘোষণার পর অবশেষে ১৩ জুন সর্বদল বৈঠক। ১৩ জুন সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।
এদিন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী ও নেতা কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। কাঁদতে কাঁদতে বিজেপি-প্রার্থী ও নেতারা মনোননয়ন জমা না দিয়েই ফিরে আসেন বলে দাবি। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে এসে ব্যাপক গন্ডগোল। বিজপির মণ্ডল সহসভাপতি সোমনাথ মণ্ডলকে প্রচণ্ড মারধরের অভিযোগ। সোমনাথ মণ্ডলের হাত-পা ভেঙে দেওযা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
এদিকে, বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরেও অশান্তির আবহ তৈরি হয়েছে। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।