কলকাতা: মেয়ের বিয়ের তারিখ নিজেই প্রকাশ করলেন অভিনেতা আমির খান (Aamir Khan)। মাত্র ৯৯ টাকায় দেশজুড়ে যে কোনও প্রেক্ষাগৃহে মিলবে সিনেমার টিকিট (Films Ticket), কবে? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


ক্যাটরিনার পরে এবার প্রকাশ্যে 'টাইগার' সলমন


ক্যাটরিনা কইফের ( (Katrina Kaif) পরে সলমন খান (Salman Khan)। 'টাইগার' (Tiger) হয়ে প্রকাশ্যে এলেন বলিউডের 'ভাইজান'। আজ প্রকাশ্যে এল 'টাইগার ৩' (Tiger 3) ছবিতে সলমন খানের লুক। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের অ্যাকাউন্ট থেকে নতুন ছবিতে নিজের লুক শেয়ার করে নিয়েছেন সলমন। ১৬ অক্টোবর মুক্তি পাবে এই ছবির ট্রেলার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি। সলমনের ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে জিনসের ঢোলা জ্যাকেট, ঢিলে প্যান্ট ও গলায় স্কার্ফ। হাতে পিস্তল আর তাঁর পায়ের কাছে পরে রয়েছেন একজন মানুষ। ক্যাপশানে লেখা, 'টাইগার একজনই হয়।' এর আগে, সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনাও।


ষষ্ঠ শ্রেণীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা শোনালেন দিতিপ্রিয়া


তিনি অভিনয় করছেন অনেক ছোটবেলা থেকেই। সেটে যেতেন বই নিয়ে.. পড়াশোনার গন্ডি পেরোতে না পেরোতেই, তিনি নায়িকা হিসেবে বেশ পরিচিত হয়ে গিয়েছিলেন। আর এখন.. বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ.. সব জায়গায়তেই দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তবে আজ.. সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া ফিরে দেখলেন তাঁর ছোটবেলার স্মৃতি। পোস্ট করলেন একগুচ্ছ ছবি।


আগামী বছর মেয়ের বিয়ে?


বিয়ের পিঁড়িতে আমির খান (Amir Khan) কন্যা ইরা খান (Ira Khan), সদ্যই প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের তারিখ। নিজের তারকা ফিটনেট ট্রেনার নূপূর শিখরের (Nupur Shikhare) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন ইরা। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা ছিলই। কয়েক মাস আগেই বাগদান সেরেছেন এই জুটি। আর এবার, সামাজিকভাবে বিয়ে সারবেন এই যুগল। সদ্য একটি টক শো-তে এসে আমির জানিয়েছেন, তিনি তাঁর জীবনের দুটি বড় ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটি হল তাঁর ছেলের বড়পর্দায় পা রাখা, অপরটি হল তাঁর মেয়ের বিয়ে। আমির জানিয়েছেন, যখন ইরা অবসাদগ্রস্ত ছিলেন, তখন তাঁকে সাহায্য করেছেন নূপূর। পাশে থেকেছেন সবসময়। আমিরই জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের ৩ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন তাঁর কন্যা। হবু জামাতা সম্পর্কে কথা বলতে গিয়ে আমির বলেন, 'নূপূরের ডাক নাম ছিল Popeye। কারণ ও শরীরচর্চা করত। ইরা যখন মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন নূপূর ওর পাশে দাঁড়িয়েছে। আমি খুশি ইরা এমন একজন মানুষকে বেছেছে যে সবসময় ওর পাশে থাকবে। খুব ভাল থাকে ওরা একসঙ্গে। আশা করি ভবিষ্যতেও থাকবে।'


মাত্র ৯৯ টাকায় মিলবে সিনেমার টিকিট!


আগামী ১৩ অক্টোবর দেশজুড়ে পালিত হবে 'জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩' (National Cinema Day 2023)। আর এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এক নয়া পদক্ষেপ নিল 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' (Multiplex Association of India - MAI)। ১৩ তারিখ দেশজুড়ে সিনেপ্রেমীরা সস্তায় সিনেমা দেখতে পারবেন প্রেক্ষাগৃহে গিয়ে। মাত্র ৯৯ টাকায় মিলবে ছবির টিকিট, জানানো হয়েছে এমনই। ২০২২ সালে প্রথমবার 'এমএআই'-এর তরফে 'জাতীয় চলচ্চিত্র দিবস' উদযাপন করা হয়। প্রথমে ১৬ সেপ্টেম্বর এই বিশেষ দিনের জন্য প্রস্তাব দেওয়া হলেও পরে তা পিছিয়ে ২৩ সেপ্টেম্বর করে দেওয়া হয়। গত বছর প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ 'জাতীয় চলচ্চিত্র দিবস'-এ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেন, যা ২৩ সেপ্টেম্বরে উদযাপিত হয়েছিল। সিনেমা হলগুলি সাফল্যের সঙ্গে পুনরায় চালু হওয়া উদযাপন করাই ছিল উদ্দেশ্য।


রণবীর কপূর অভিনীত 'রামায়ণ'-এ হনুমানের চরিত্রে সানি দেওল?


মহাকাব্য 'রামায়ণ'-এর (Ramayana) নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari Adaptation) পরিচালিত সংস্করণে, কোন চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলেছে প্রচুর। ইতিমধ্যেই জানা গিয়েছে যে রণবীর কপূর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi) ও যশকে (Yash) দেখা যাবে যথাক্রমে রাম, সীতা ও রাবণের চরিত্রে। এবার সাম্প্রতিক খবর অনুযায়ী, ছবিতে হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে (Sunny Deol)। সদ্য প্রকাশিত এই খবর নিয়ে শুরু হয়েছে হইচই। বলিউডে এখন জোর গুঞ্জন। 'গদর ২'-এর প্রবল সাফল্যের পর এবার বজরংবলীর চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। খবর এমনই। এই চরিত্রের জন্য তাঁর সঙ্গে কথাবার্তা চলছে নির্মাতাদের, শোনা যাচ্ছে এমনই। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'হনুমান শক্তির প্রতীক এবং ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সানি দেওল ছাড়া এই চরিত্রের প্রতি যথার্থ সুবিচার আর কেউ করতে পারবেন না। নীতেশ তিওয়ারির তৈরি 'রামায়ণ'-এর অংশ হওয়ার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন অভিনেতা এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন তিনি। যদিও কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।'


আরও পড়ুন: Ashok Kumar Birthday: ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে সোজা 'নায়ক'! কুমুদলাল হয়ে উঠলেন 'হার্টথ্রব' অশোককুমার


প্রকাশ্যে 'কুরবান' ছবির ট্রেলার


বড়পর্দায় এবার একসঙ্গে জুটি বাঁধবেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। মনুষ্যত্বের গল্প নিয়ে আসছে 'কুরবান' (Kurban Trailer Out)। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্যধারার ছবি 'কুরবান'। শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও প্রিয়ঙ্কা সরকারকে। লম্বা দাড়ি গোঁফ, পাজামা ফতুয়া পরে হাসানের চরিত্রে অঙ্কুশ ও গ্রামের সাধারণ বাড়ির বউ হিজলের চরিত্রে প্রিয়ঙ্কার লুক আগেই এসেছিল প্রকাশ্যে। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial