কলকাতা: প্রকাশ্যে এল অরিন্দম শিলের 'সাবাশ ফেলুদা'-র ঝলক। শেষ হল 'বালিঝড়' ধারাবাহিকের পথচলা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


ঋতাভরীর 'ফাটাফাটি' সফর প্রশংসিত বলিউডেও


সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)-র ট্রেলার। আর টলিউডের সেই ছবির ট্রেলার সাড়া ফেলল বলিউডেও! ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)-র নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা। 


অরিন্দমের 'সাবাশ ফেলুদা'-র ঝলক প্রকাশ্যে


'গ্যাংটকে গন্ডগোল'-এবার ওয়েব সিরিজের পর্দায়। মুক্তি পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ঋতব্রত মুখোপাধ্যায় (Ritabhrata Mukherjee), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) অভিনীত 'সাবাশ ফেলুদা' (Sabash Feluda)-র টিজার। 


'ফেমিনা মিস ইন্ডিয়া'-র খেতাব জিতলেন রাজস্থানের নন্দিনী সেনগুপ্ত


২০২৩-এর ফেমিনা মিস ইন্ডিয়ার (Femina Miss India) খেতাব জিতলেন রাজস্থানের নন্দিনী সেনগুপ্ত (Nandini Sengupta)। দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। তৃতীয় স্থান অধিকার করেন, মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা ৭১তম মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বছর ১৯-এর এই সুন্দরী।


'বালিঝড়'-এর শেষদিন কেক কেটে উদযাপন 


তিনিই প্রথম ইঙ্গিত করেছিলেন ধারাবাহিক শেষ হওয়ার। আবার তিনিই প্রথম সোশ্যাল মিডিয়াতে সরাসরি জানিয়েছিলেন, শেষ হতে চলেছে ধারাবাহিক 'বালিঝড়' (Balijhor)। মাত্র ২ মাসেই শেষ হল তৃণা সাহা (Trina Saha)-র ঝোরা হওয়ার সফর। শেষ হল মহার্ঘ্য আর স্রোতের ঠাণ্ডা লড়াই-ও। ধারাবাহিক শেষের উদযাপন হল মেক আপ রুমে, কেক কেটে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ধারাবাহিক রামপ্রসাদ। 'বালিঝড়'-এর স্লটেই সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অনেকদিন থেকেই টিআরপি কম হয়ে গিয়েছিল এই ধারাবাহিকের। আর তাই কি 'বালিঝড়' বন্ধ হল? সেই নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। কেবল সোশ্যাল মিডিয়ায় সেট থেকে শেষ দিনের টুকরো টুকরো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তৃণা।


আরও পড়ুন: 'Roop Ki Rani Choron Ka Raja': 'রূপ কি রানি চোরো কা রাজা'র তিন দশক পার, বন্ধু পরিচালক সতীশকে স্মরণ অভিনেতা অনিল কপূরের


অনুপমের গানে প্রথমবার অনির্বাণ


সঙ্গীতশিল্পীর গানে এবার অভিনেতা। অনুপম রায়ের (Anupam Roy)-এর নতুন মিউজিক অ্যালবাম অদৃশ্য নাগরদোলা ট্রিপ (Adrishyo Nagoldola Trip) এর নতুন গান মধ্যবিত্ত ট্র্যাপ মুক্তি পেয়েছে সদ্যই। আর সেই গানে দেখা গেল অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-কে। সোশ্যাল মিডিয়ায় সেই গানের টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন অনুপম। তাঁর চেনা গানে, ছন্দে কথায় যেন সাধারণ মানুষের জীবনের গল্প, যাপনের গল্পই বলে এই গান। 


সেলফি তুলতে যেতেই ডেলিভারি বয়কে ধাক্কা হৃতিকের দেহরক্ষীর


সম্প্রতি একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন অভিনেতা ঋত্বিক রোশন (Hrithik Roshan), তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান (Sussanne Khan) ও সুজানের প্রেমিক আর্সলন গোনি (Arslan Goni)-র সঙ্গে। সম্পর্ক ভাঙলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন ঋত্বিক ও সুজান। সেই সূত্রেই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ৩ জন। তবে সঙ্গে ছিলেন না ঋত্বিকের চর্চিত প্রেমিকা। একটি নীল টুপি ও কালো টি শার্ট পরে রেস্তোরাঁর বাইরে বেরিয়ে আসতে দেখা যায় হৃতিককে। তখনও সেখানে এসে পৌঁছননি সুজানেরা। গাড়ির সামনেই তাঁদের জন্য অপেক্ষা করছিলেন হৃতিক। হঠাৎ একজন অনুরাগী হৃতিককে একটি সেলফি তোলার আবদার করেন। বিনীতভাবেই সেই আবেদন নাকচ করে দেন অভিনেতা। এরপর এক ডেলিভারি বয় হৃতিককে প্রশ্ন না করেই সেলফি তুলতে যান তাঁর সঙ্গে। তখন তাঁকে কার্যত ধাক্কা দিয়ে সরিয়ে দেন হৃতিকের দেহরক্ষীরা। হৃতিক তা দেখে অবশ্য দেহরক্ষীদের বারণ করেননি, বরং সম্মতিসূচক মাথা নাড়েন। এরপরেই সুজান ও আর্সলন এসে যাওয়ায় গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তাঁরা। 


'সানা' চলল নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে


রাধিকা মদন (Radhika Madan) অভিনীত আগামী ছবি 'সানা' (Sanaa) নির্বাচিত হল ২৩তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (23rd New York Indian Film Festival) অফিসিয়াল প্রতিযোগিতায়। উত্তর আমেরিকার (North America) প্রাচীনতম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসব এটি। 'সানা'র পরিচালক জাতীয় পুরস্কার (National Award-winning director) প্রাপ্ত সুধাংশু সারিয়া (Sudhanshu Saria)। গ্লোবাল ইন্ডিয়ান কমিউনিটির একাধিক ছবি নিয়ে তৈরি এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৪ মে পর্যন্ত।


জয়পুরে 'আরিয়া ৩'-এর শ্যুটিং আবার শুরু করেছেন সুস্মিতা সেন


গত মাসেই হৃদরোগে (heart attack) আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। অস্ত্রোপচারও হয় তাঁর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী। অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) কথাও জানান তিনি। তবে সম্প্রতি সুস্মিতার 'আরিয়া ৩'-এর (Aarya 3) এক সহ-অভিনেতা জানান যে জয়পুরে  (Jaipur) পৌঁছে হৃদরোগে আক্রান্ত হন তিনি। ওই শহরে ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করছিলেন তিনি। নিজের স্বাস্থ্যের সম্পর্কে সমস্ত জরুরি আপডেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন অভিনেত্রী। গতকাল, শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে লাইভ সেশন করেন তিনি। সেখানেই সুখবর দিলেন সুস্মিতা। জানালেন তিনি ফিরেছেন জয়পুরে। 'আরিয়া ৩'-এর শ্যুটিং শেষ করতে। 


নববর্ষে 'লুকোচুরি'


কখনও কখনও কতকিছু থেকে যায় অধরা - কখনও আমরা নিজেদের তৈরি চক্রব্যূহে নিজেরাই আটকে পড়ি। তেমনই একটা গল্প 'লুকোচুরি' (Lukochuri)। রাস্কিন বন্ডের (Ruskin Bond) 'দ্য আইজ হ্যাভ ইট' ('The Eyes Have It!') গল্পটি আমাদের অনেকেরই পড়া। গল্প শেষে অনেকেই হতাশ হয়েছেন, কোনও এক না পাওয়ার আকাঙ্খায়। 'Bro Bon' আর 'স্বপ্নের দেশে'-র মিলিত প্রয়াসে এই নববর্ষে সেই ছোটবেলাই ধরা দিল আরও একবার। 


ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা


ফের গর্বিত বাবা। ছেলের প্রশংসায় পঞ্চমুখ। আর হবেন নাই বা কেন? যে ছেলে একসঙ্গে পাঁচটি সোনার পদক (5 Gold Medals) জিতে আনে, তাঁকে নিয়ে বাবার গর্ব খুবই স্বাভাবিক। পিতা পুত্রের নাম যথাক্রমে আর মাধবন (R Madhavan) ও বেদান্ত মাধবন (Vedaant Madhavan)। সাঁতারে 'মালয়শিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ'-এ (Malaysian Invitational Age Group Championships) পাঁচ খানা সোনার পদক জিতলেন বেদান্ত। ছেলের সেই ছবি পোস্ট করে মিষ্টি ক্যাপশন লিখলেন উচ্ছ্বসিত বাবা।