কলকাতা: মাত্র পাঁচ দিনেই ৫০ কোটির ক্লাবে (50 Crore club) ঢুকে পড়ল 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। অন্যদিকে নয়া লুকে নজর কাড়লেন টাইগার শ্রফ (Tiger Shroff)। এক ঝলকে দেখে নেওয়া যাক আজ সারাদিন বিনোদনের কোন কোন খবর রইল শিরোনামে।


ভাইরাল 'পাঠান'


'পাঠান' ছবি দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। স্বভাবতই অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। সম্প্রতি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের শ্যুটিংয়ের একটি ছবি। যেখানে তাঁকে শার্টলেস অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নজর কাড়ছে অভিনেতার এইট প্যাক অ্যাবস। দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরতে চলা শাহরুখ খানের মেদহীন ফিজিক দেখে মুগ্ধ অনুরাগীরা। আপাতত ছবির শ্যুটিং চলছে স্পেনে।


অসমে অর্ধ দিবসের ছুটি ঘোষণা


মঙ্গলবার দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূয়সী প্রশংসা করেন এই মুহূর্তে বহু আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস্’ ছবিটির। তিনি সকলকে ছবিটি দেখার জন্য বলেন। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানাল অসমের বিজেপি সরকার।  হিমন্ত বিশ্বশর্মা সরকার এভাবেই সকলকে উৎসাহিত করতে চায় ছবিটি দেখার জন্য। সরকারি কর্মচারীরা ছবিটি দেখতে চাইলে শুধু একবার জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। ব্যস, হয়ে যাবে অর্ধদিবস ছুটি মঞ্জুর! 


পাঁচ দিনে ৬০ কোটি পার


বক্স অফিসে ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ দিনেই ছবিটি ৫০ কোটির দলে (50 Crore club) ঢুকে পড়েছে। পঞ্চম দিনে রেকর্ড ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এই দুদিন ছবিটি যথাক্রমে ১৫.১০ কোটি ও ১৫.০৫ কোটির ব্যবসা করে। এরপর মঙ্গলবার অনুপম খের অভিনীত ছবিটি ১৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম পাঁচ দিনের হিসাবে 'দ্য কাশ্মীর ফাইলস' মোট ৬০.২০ কোটি টাকার ব্যবসা করেছে। 


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ


বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) ছবির প্রশংসায় পঞ্চমুখ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাত করলেন ছবির পুরো টিম। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং কাশ্মীরি পণ্ডিতদের জীবন উন্নত করার জন্য তাঁকে ধন্যবাদ জানান। 


নেটফ্লিক্সে করিনা


ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (OTT Platform Netflix) নিজের সফর শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। মৃত্যু রহস্য নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। জাপানি লেখক কিগো হিগাসিনোর উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর (Japanese author Keigo Higashino's novel, 'The Devotion of Suspect X') ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। সুজয় ঘোষ পরিচালিত ছবির নাম এখনও নিশ্চিত হয়নি।


অজিত পাওয়ারের প্রস্তাব


'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। সাফল্যের নিরিখে কোভিড-পরবর্তী সময়ে এই ছবির ব্যবসা প্রায় আকাশ ছুঁয়েছে বলাই চলে। বুধবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে অজিত পাওয়ারের বক্তব্য। বিধানসভায় অজিত পাওয়ার বলেন, 'রাজ্যে করমুক্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের উচিত অবশ্যই 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জিএসটি মকুব করে দেওয়া।'


উত্তরাখণ্ডে করমুক্ত


'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) দেশের বিভিন্ন রাজ্যে করমুক্ত (Tax Free) ঘোষিত হয়েছে। এবার সেই রাজ্যের তালিকায় যুক্ত হল উত্তরাখণ্ড (Uttarakhand)। বিজেপি শাসিত রাজ্যগুলির অন্যতম উত্তরাখণ্ড। বুধবার সেখানেও 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই উত্তর প্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্ণাটক, হরিয়ানা, গুজরাতে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।


আরও পড়ুন: Ranbir Kapoor Update: বাবা ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন' নিয়ে আবেগঘন রণবীর


তামিলে 'ভাইজান'


এবার তামিল ছবির জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন সলমন খান। দক্ষিণী তারকা চিরঞ্জীবী এই খবরের সত্যতা স্বীকার করেছেন। 'গডফাদার' ছবি দিয়ে তামিল ছবির জগতে আত্মপ্রকাশ হতে চলেছে বলিউডের ভাইজানের। জানা যাচ্ছে, 'গডফাদার' ছবিতে সলমন খান, চিরঞ্জীবী ছাড়াও দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা রাম চরণ এবং জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। সূত্রের খবর, 'গডফাদার' ছবিটি আসলে তেলুগু ছবি 'লুসিফার'-এর রিমেক।


টাইগারের নয়া লুক


বালু চরিত্রে 'হিরোপন্থি ২' ছবিতে অভিনয় করবেন টাইগার শ্রফ (Tiger Shroff)। এদিন ছবির নতুন পোস্টার শেয়ার করেন অভিনেতা। স্যুট প্যান্টে, হাতে রাইফেল নিয়ে টাইগার শ্রফের নতুন লুক বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট। অজস্র বন্দুকের মুখে ঠান্ডা দৃষ্টি স্থির সামনে। নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার।