নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় প্রয়াত অভিনেতা ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন' (Rishi Kapoor's last film 'Sharmaji Namkeen')। সম্প্রতি বাবাকে নিয়ে আবেগঘন এক প্রকাশ্যে এল অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor)। কথা বললেন বাবা ও তাঁর অভিনীত শেষ ছবি নিয়ে।


'শর্মাজি নমকিন' ঋষি কপূরের দীর্ঘ কেরিয়ারের শেষ ছবি। আর সেই ছবি নিয়েই কথা বললেন অভিনেতা রণবীর কপূর। তৈরি হল এক বিশেষ ভিডিও। জানালেন যে বাবার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই গভীর ছিল। 


ভিডিওয় রণবীরকে বেশ আবেগঘন হতে দেখা গেল। স্পষ্টতই তিনি মন থেকে সব কথা বলছিলেন। কথায় কথায় রণবীর বলেন, কীভাবে তাঁর বাবা, একজন জীবন্ত এবং ইতিবাচকতায় পূর্ণ মানুষ ছিলেন এবং তাঁর স্বাস্থ্যের অবনতি সত্ত্বেও যে কোনও মূল্যে ছবিটি সম্পূর্ণ করতে চেয়েছিলেন।


অভিনেতা ভিডিওয় বলেন যে ঋষি কপূরের দুর্ভাগ্যজনক মৃত্যুর ফলে নির্মাতারা ভিএফএক্স চেষ্টা করেন। যার ফলে তাঁকে ছবিটি সম্পূর্ণ করার জন্য কৃত্রিম উপায়ে চেষ্টা করতে হয়েছিল। এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। তিনি নিশ্চিত করেন যে ঋষি কপূরের অসম্পূর্ণ ছবিটি ঠিকমতো শেষ হয়। এবং সেই কারণে পরেশ রাওয়ালের প্রতি কৃতজ্ঞতা জানান রণবীর।


 






দর্শকদের কাছে রণবীর অনুরোধ করেন ঋষি কপূরের সিনেমার প্রতি এই ভালবাসাকে শ্রদ্ধা জানাতে। বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। দর্শকদের তা দেখতেও অনুরোধ করেন তিনি। 


আরও পড়ুন: Salman Khan Telugu Debut: তামিল ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে সলমন খানের


'শর্মাজি নমকিন' সম্প্রতি অবসরপ্রাপ্ত এক ব্যক্তির গল্প বলে, যিনি একটি মহিলাদের দলে যোগ দেওয়ার পরে রান্নার প্রতি তাঁর ভালবাসা আবিষ্কার করেন। ছবিটি ৩১ মার্চ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওসে।