কলকাতা: মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। একের পর এক সমালোচনা পেরিয়ে প্রথম দিনে কত টাকার ব্যবসা করল ছবি (Box Office Collection Day 1)? আদালতে স্বস্তি আমিশা পটেলের (Ameesha Patel)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


সংলাপ, ভিএফএক্স নিয়ে চূড়ান্ত ট্রোলিং


দিনভর চর্চায় প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shabnon) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। মুক্তির আগে থেকেই এই ছবি ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও এই ছবি যেমন চর্চায় এসেছে ভুল তথ্য পরিবেশনের অভিযোগে, কখনও আবার চর্চিত হয়েছে খারাপ ভিএফএক্সের কারণে। কিন্তু তারপরেও এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল না এমনটা বলা যায় না। ছবি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। তবে প্রথম দিনের শো দেখে হতাশ হয়েই ফিরতে হল অনুরাগীদের। গল্প বলার বাঁধুনি থেকে শুরু কের কোটি কোটি টাকার ভিএফএক্স, মন ছুঁতে পারল না কিছুই। সোশ্য়াল মিডিয়ায় প্রথম দিনের শো দেখার পরেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়ল ওম রাউতের এই ছবি। 


প্রথম দিনে কত আয় 'আদিপুরুষ' ছবির?


প্রথম দিনের রিভিউতে এই ছবি সমালোচিত হলেও বক্স অফিস কালেকশন যদিও অন্য কথা বলছে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই ছবি দেশে প্রথম দিনেই ৯৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। একাধিক ইন্ডাস্ট্রি ট্র্যাকার অনুযায়ী এই ম্যাগনাম ওপাস সবচেয়ে বেশি আয় করেছে তেলুগু বাজারে। সেখানে এই ছবির আয়ের পরিমাণ প্রায় ৫৮.৫ কোটি টাকা। অন্যদিকে তামিল ও মালয়লম ভাষায় এই ছবি যথাক্রমে ৭০ লক্ষ ও ৪০ লক্ষ আয় করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে হিন্দিতে এই ছবির আয়ের পরিমাণ মনে করা হচ্ছে ৩৫ কোটির কাছাকাছি। অন্যদিকে দেশের বাইরেও এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে প্রথম দিনে। প্রযোজক ও বিজনেস এক্সপার্ট গিরিশ জোহরের মতে আন্তর্জাতিক বাজারে এই ছবি প্রায় ৩৫ কোটি আয় করেছে। ফলে প্রাথমিক হিসেবে প্রথম দিনের শেষে এই ছবির সব মিলিয়ে আয়ের পরিমাণ ১৩৩ কোটি টাকা। 


লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন অনুষ্ঠানে বিরাট-অনুষ্কা


ব্যস্ত শিডিউল সরিয়ে আপাতত বিরতিতে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে সকলেই হালকা মেজাজে। কিছুদিন আগেই, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) দেখা যায় স্ত্রী রীতিকার সঙ্গে সময় কাটাতে। এবার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) দেখা গেল লন্ডনের কৃষ্ণ দাসের কীর্তনে (Krishna Das Kirtan show in London)।


শুরু হচ্ছে 'বিগ বস ওটিটি'


মহাতারকা সলমন খান তৈরি 'বিগ বস ওটিটি'র সঞ্চালনার দায়িত্ব সামলাতে। এবারে 'বিগ বস ওটিটি' দেখা যাবে জিও সিনেমায়, এই শনিবার রাত থেকে। টিভিতে যে 'বিগ বস' দেখা যায় তাঁর সংক্ষিপ্ত সংস্করণ এই অনুষ্ঠান যা কোনও স্যাটেলাইট চ্যানেলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়। ১৭ জুন, অর্থাৎ আজ, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড লঞ্চ হতে চলেছে। রাত ৯টায় জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App) এর স্ট্রিমিং শুরু হবে। অনলাইনে বিনামূল্যে এটি দেখা যাবে। 


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


চেক বাউন্স মামলায় জামিন পেলেন আমিশা পটেল


চেক বাউন্স মামলায় শনিবার রাঁচি সিভিল আদালতে (Ranchi Civil Court) আত্মসমর্পণ করলেন অভিনেত্রী আমিশা পটেল (Ameesha Patel)। তারপরই শর্তাধীন জামিন (conditional bail) পান অভিনেত্রী। এছাড়াও তাঁকে ২১ জুন ফের সশরীরে আদালতে হাজিরা দিতেও বলা হয়েছে বলে খবর। ২০১৮ সালের একটি মামলায় জামিন পেলেন তিনি। ২০১৮ সালে আমিশা পটেল রাঁচির হারমু গ্রাউন্ডে এক অনুষ্ঠানে আসেন। সেখানে অজয় কুমার সিংহ নামে এক ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর এবং তাঁর সঙ্গে একটি ছবিতে আর্থিক বিনিয়োগের আলোচনা হয়। 'লাভলি ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট' নামে এক সংস্থার মালিক অজয়। অভিযোগ, অজয় কুমার সিংহ একটি ছবির প্রজেক্টে টাকা ঢালেন। কিন্তু সেই ছবির কখনও মুক্তি পায়নি। এরপর অজয় কুমার সিংহ তাঁর টাকা ফেরত চান আমিশা পটেলের কাছে। অভিনেত্রী চেক মারফত আড়াই কোটি টাকা ফেরত দেন কিন্তু সেই চেক বাউন্স করে বলে অভিযোগ। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial