কলকাতা: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে সশরীরে আদালতে হাজিরা দিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) 'ডিপফেক' ভিডিও (Deepfake Video) যে বানিয়েছিল সেই ব্যক্তিকে হেফাজতে নিল পুলিশ। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
আদালতে সশরীরে হাজিরা দিলেন নুসরত জাহান
ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে আদালতে সশরীরে হাজিরা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ নুসরতের বিরুদ্ধে। এই মামলায় গত সেপ্টেম্বরে নুসরতকে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার সেই মতো সকালে আলিপুর কোর্টে হাজিরা দিলেন নুসরত। আদালতের নির্দেশের পরই হাজিরা দিলেন তিনি। আদালতে নুসরতের সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্তও। (Yash Dasgupta)
রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, কী বললেন বিজয়?
অনস্ক্রিন ছেড়ে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন নিয়েই এখন নেটিজেনদের চর্চায় বিজয়-রশ্মিকার (Rashmika Mandanna-Vijay Deverakonda) প্রেম। শোনা গিয়েছিল আগামী মাসেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু তা সত্যি নয়। এক সংবাদমাধ্যমকে বিজয় জানিয়েছেন, 'ফেব্রুয়ারি মাসে আমি বিয়ে করছি না, বা বাগদানও করছি না। আমার মনে হয় সাংবাদিকরা ঘাড়ে ধরে প্রতি দু'বছর অন্তর আমার বিয়ে দিতে চান। প্রতি বছরই আমি এই বিয়ের গুঞ্জন শুনে আসছি। ওরা চারপাশে ঘুরে বেড়ায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসাবে বলে।'
ঢিমেতালে খাতা খুলল 'ম্যায় অটল হুঁ'
১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত ছবি 'ম্যায় অটল হুঁ'। মুক্তির প্রথম দিনে দর্শক এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গিয়েছে। প্রথম দিনে বক্স অফিসে ততটা আশা জাগতে পারল না এই ছবি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে (Main Atal Hoon) অটলজীর ভূমিকাতেই অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজের ক্যারিশ্মা কি কম পড়ল ? প্রথম দিনে বক্স অফিসে মাত্র ১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
রশ্মিকা মান্দান্নার 'ডিপফেক' ভিডিওর 'স্রষ্টা' পুলিশি হেফাজতে
গতবছর রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) মুখ নিয়ে তৈরি 'ডিপফেক' ভিডিও (Deepfake Video) নিয়ে তোলপাড় হয় বিনোদন দুনিয়া। শুরু হয় তদন্ত। এবার জানা যাচ্ছে যে ব্যক্তি এই কারচুপির পিছনে ছিল তাকে দিল্লি পুলিশ নিজেদের হেফাজতে (police custody) নিয়েছে আজ। ২০২৩ সালের নভেম্বর মাসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় অন্য একটি মহিলার মুখে রশ্মিকার মুখ বসানো। আসল ভিডিও যেখান থেকে 'ডিপফেক' ফুটেজ তৈরি হয়, সেখানে দেখা যায় ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা পটেল একটি কালো পোশাক পরে দৌড়ে লিফটে উঠতে দেখা যায়। 'ডিপফেক' প্রযুক্তির সাহায্যে জারার মুখের বদলে সেখানে ব্যবহার করা হয় রশ্মিকা মান্দানার মুখ। এই ভিডিও ভাইরাল হওয়ার পর কেন্দ্রের তরফে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়।
প্রকাশ্যে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র পোস্টার
অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত আসন্ন অ্যাকশন থ্রিলার (Action Thriller) ঘরানার 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' (Bade Miyan Chote Miyan) ছবির প্রথম লুক পোস্টার এল প্রকাশ্যে (first poster out)। শনিবার যে পোস্টার প্রকাশ্যে এল সেখানে দেখা মিলল টাইগার শ্রফ (Tiger Shroff) ও অক্ষয় কুমারের, তাঁদের হাতে ধরা বন্দুক। ক্লিন-শেভড লুকে দেখা গেল টাইগারকে, অন্যদিকে গোঁফ সমেত দেখা মিলল অক্ষয়ের। চলতি বছরের ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
প্রকাশ্যে রূপমের 'পুরনো গিটার'
মুক্তি পেল রূপম ইসলামের (Rupam Islam) নতুন মিউজিক ভিডিও (Music Video)। অ্যালবামের নাম 'পুরনো গিটার' (Purono Guitar)। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক অতিথি। শহরের এক হোটেলে হয়ে গেল অনুষ্ঠান। 'অন্নপূর্ণা স্বাদিষ্ট' নিবেদিত মিউজিক ভিডিও 'পুরনো গিটার' মুক্তি পেল। রাজা চন্দের পরিচালনায়, বিশ্ব রায়ের সুরে ও রচনায়, রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের আয়োজক, 'পুরনো গিটার' গানটির সুরকার ও লেখক, বিশ্ব রায় সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওটির প্রস্তুতকারক সংস্থা, 'অন্নপূর্ণা স্বাদিষ্ট'-এর ডিরেক্টর সুমিত সেনগুপ্ত ও তাদের কর্মকর্তারা।
'সেদিন কুয়াশা ছিল' ছবির প্রকাশ্যে টিজার
আগামী প্রেমের মরশুমে আসছে 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। প্রকাশ্যে এল ছবির টিজার (Teaser Out Now)। ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখও। একগুচ্ছ তারকাকে দেখা যাবে এই ছবিতে। যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন তাদের প্রতি ভালবাসার উপলব্ধি যেন আরও প্রখর হয়ে ওঠে। দূরত্ব কি ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে? সেই প্রশ্নেরই উত্তর দেবে জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত নতুন বাংলা ছবি 'সেদিন কুয়াশা ছিল'। প্রকাশ্যে এল টিজার। ছবির পরিচালনায় অর্ণব মিদ্যা। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে মুক্তি পাবে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।