কলকাতা: আগামী প্রেমের মরশুমে আসছে 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। প্রকাশ্যে এল ছবির টিজার (Teaser Out Now)। ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখও। একগুচ্ছ তারকাকে দেখা যাবে এই ছবিতে।
প্রকাশ্যে 'সেদিন কুয়াশা ছিল' ছবির টিজার, কবে মুক্তি?
যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন তাদের প্রতি ভালবাসার উপলব্ধি যেন আরও প্রখর হয়ে ওঠে। দূরত্ব কি ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে? সেই প্রশ্নেরই উত্তর দেবে জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত নতুন বাংলা ছবি 'সেদিন কুয়াশা ছিল'। প্রকাশ্যে এল টিজার। ছবির পরিচালনায় অর্ণব মিদ্যা। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে মুক্তি পাবে এই ছবি।
দূরত্ব কি সত্যিই ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে?
'সেদিন কুয়াশা ছিল' ছবিতে সায়ন্তনের চরিত্রে অভিনয় করবেন জিতু, তাঁর বাবার চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। চিত্রশিল্পী অগ্নির চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। লেখক বরুণের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। পরিচালক ইন্দ্রর চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। অন্যদিকে বিপ্লবী নরেনের ভূমিকায় রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। গৃহবধূ সুলক্ষণার ভূমিকায় অভিনয় করেছেন সৌরসেনী।
ছবির মুক্তির তারিখ ঘোষণা করে স্বভাবতই বেশ উত্তেজিত পরিচালক। অর্ণবের কথায়, 'আমরা প্রতিদিন সম্পর্কে বাঁচি। সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধ, কর্তব্যবোধ আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে। কখনও কখনও আমরা সেই কর্তব্য পালন করতে না পারার যে অপরাধবোধ বা তার থেকে ঘটে যাওয়া অপরাধের গ্লানি থেকে বিচলিত হই। আমরা প্রতিদিন যা কাজ করি বা প্রতিদিনের কাজের মাঝে ব্যর্থতার যন্ত্রণা, আমাদের অবচেতন মনে গভীর ছাপ ফেলে যায়। 'সেদিন কুয়াশা ছিল' সেরকমই কিছু সম্পর্কের ঘটনা, চাওয়া-পাওয়ার মাঝে ঘুরতে থাকা ঘটনা, যার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই অথবা নিয়ন্ত্রণ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিস্থিতির শিকার। সেইরকম ঘটনাগুলো যা সম্পর্কের উপর গভীর প্রভাব বিস্তার করে, তার গল্প এই ছবিটি। আমার জন্ম মধ্যবিত্ত পরিবারে, যেখানে সম্পর্কগুলোকে ভীষণরকম গুরুত্ব দেওয়া হয়। ফলে আমার চিন্তাধারা, কাজকর্ম সবকিছুর মধ্যে সম্পর্কগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে। 'অন্দরকাহিনী'র পরের ছবিতেও আবার সেই সম্পর্কের ঘটনা প্রবাহ নিয়ে গল্প এনেছি, যদিও 'সেদিন কুয়াশা ছিল' একেবারে অন্য আঙ্গিকে মোড়া।'
আরও পড়ুন: Rupam Islam: সামাজিক অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার, প্রকাশ্যে রূপমের 'পুরনো গিটার'
'সেদিন কুয়াশা ছিল' এক চিরন্তন ভালবাসার গল্প। সমবয়সী দুই নারী ও পুরুষের প্রেম ছাড়াও অনেক ধরনের ভালবাসা হয়। বাবা-মায়ের তাঁদের সন্তানের প্রতি নিঃশর্ত ভালবাসা, বন্ধুদের নিজেদের মধ্যে অকৃত্রিম, নিঃস্বার্থ ভালবাসা কিংবা একজন বিপ্লবীর তার দেশের প্রতি নিজেকে উজাড় করে ভালবাসা - এইসবই যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু আমরা হয়তো সেই ভালবাসাকে উপলব্ধি করতে পারি না, বা পারলেও প্রেমের বেড়াজালে সেই ভালবাসা কেমন যেন ম্লান হয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।