কলকাতা: সদ্য প্রয়াত অভিনেত্রী বৈশালী ঠক্করের (Vaishali Takkar) পুরনো ভিডিও ভাইরাল (Viral Video)। 'রাঁধুনী'তে (Radhuni) কালীপুজো স্পেশাল পর্ব। শ্যুটিং চলছে 'গাটস' ছবির। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
বৈশালী ঠক্করের ভাইরাল ভিডিও
নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত অভিনেত্রী বৈশালী ঠক্করের পুরনো একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী। আর সেখানে তিনি বলছেন, 'এই যে আমাদের জীবনটা না বন্ধুরা, এটা অত্যন্ত দামী।' জাঙ্ক ফুড খাওয়া, অনেক রাত পর্যন্ত পার্টি করা, সম্পর্কের অবনতির কারণে মদ্যপান, এসবের বিরোধী ছিলেন বৈশালী। বন্ধু এবং ঘনিষ্ঠ ব্যক্তিদেরও এসব করতে বারণ করতেন। অভিনেত্রী পুরনো ভিডিও ভাইরাল হতেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁরা কেউ লিখেছেন, 'অন্যকে বোঝা মানুষটাই আজ চলে গেল।' আবার কেউ লিখেছেন, 'এখনও বিশ্বাস করতে পারছি না যে ও আর আমাদের সঙ্গে নেই।'
কঙ্গনার সঙ্গে তুলনা প্রসঙ্গে রুক্মিণী মৈত্র
সদ্যই কঙ্গনা রানাউত ঘোষণা করেছেন যে, তিনি ছবি নির্মাতা প্রদীপ সরকারের আগামী ছবিতে কাজ করতে চলেছেন। যার বিষয়বস্তু নটী বিনোদিনীকে কেন্দ্র করে। সম্প্রতি এক সাক্ষাতকারে টলিউড অভিনেত্রী রুক্মিণী সেই প্রসঙ্গে বলেন, 'এটা খুবই ভালো একটা খবর। এমন একটা বিষয়ের উপর ছবিতে অভিনয়ের জন্য আমি ওঁকে (কঙ্গনা রানাউত) ধন্যবাদ জানাতে চাই। যদিও আমার ছবি বিনোদিনীর ঘোষণা আগেই হয়ে গিয়েছে, তারপরও বলতে চাই এটা ভেবেই গর্ববোধ হচ্ছে যে, সারাদেশে এমন একটা বিষয়ের উপর ছবি তৈরি হচ্ছে। আমার শুভেচ্ছা সবসময় রয়েছে। আর কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনায় প্রসঙ্গে বলতে চাই এতে আমি গর্বিত। কারণ, আমি নিজেও ওঁর একজন অনুরাগী। ও অনেক সিনিয়র অভিনেত্রী। আর অসাধারণ একজন অভিনেত্রী। আর ওর কাজের একান্ত অনুরাগী। এর থেকে বেশি আর কিই বা বলতে পারি। আমি আমার সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করব। আর জানি কঙ্গনাও ওঁর সেরা পারফরম্যান্সটাই করবেন। যেমনটা সবসময় করে থাকেন।'
'রাঁধুনি'র বিশেষ পর্ব
জনপ্রিয় চ্যানেল 'আকাশ আট' নিয়ে আসছে তাঁদের থিম সমেত পর্ব। তাঁদের নিজেদের মতো করেই এবারের দীপাবলি উদযাপন। ২৪ অক্টোবর দুপুর ১.৩০টা থেকে সম্প্রচারিত এই বিশেষ পর্ব। দুপুর দেড়টার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান 'রাঁধুনি'তে দেখা যাবে কালী পুজো স্পেশাল পর্ব। এই বিশেষ অনুষ্ঠান আলো করে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও থাকবে তাঁর হাতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন তরুণী গায়িকা তৃষা পারুই। তৃষার আধ্যাত্মিক গানে ইতিমধ্যেই মজেছেন শ্রোতারা।
বদলে গেল 'ডাঃ বক্সী'র মুক্তির তারিখ
এদিন 'ডাঃ বক্সী'র নির্মাতাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'আমরা ডাঃ বক্সীর মুক্তির তারিখ পিছিয়ে (Release Date Postponed) দিচ্ছি যেটা ৪ নভেম্বর ২০২২ হওয়ার কথা ছিল... খুব শীঘ্রই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে... ডাঃ বক্সীর পরিচালনায় সপ্তাশ্ব বসু ও প্রযোজনায় এসএমভি স্টুডিওজ...'। চলতি বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সপ্তাশ্ব বসু পরিচালিত ‘ডাঃ বক্সী’র। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও মাহি করকে (Maahi Kar)। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: Pooja Hegde: 'শো মাস্ট গো অন', গোড়ালির চোট নিয়েও শ্যুটে ব্যস্ত পূজা হেগড়ে
মুক্তির অপেক্ষায় 'ড্রিম গার্ল ২'
আয়ুষ্মান খুরানা অভিনীত ২০১৯ সালের হিট ছবি 'ড্রিম গার্ল'-এর দ্বিতীয় ভাগ আসছে। তবে এই ছবির মুক্তি সম্পর্কে এক বিশেষ ঘোষণা শোনা যাচ্ছে। একাধিক ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে, সেখানে এই ছবির মুক্তির তারিখ (Release Date) এগিয়ে আসছে। আয়ুষ্মান খুরানা ও অনন্যা পাণ্ডে (Ananya Panday) অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে পূর্ব নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে। ছবিটি আগে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৯ জুন। তবে সেই তারিখ এগিয়ে ২৩ জুন করা হয়েছে। একই দিনে মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'সত্য প্রেম কি কথা'। ওই ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই নাকি ছবি আগে মুক্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে 'ড্রিম গার্ল ২'-এর নির্মাতারা।
পুনীত রাজ কুমারকে 'কর্ণাটক রত্ন' সম্মান
প্রয়াত কন্নড় অভিনেতা (Kannada actor) পুনীত রাজ কুমারকে (Puneeth Raj Kumar) মরণোত্তর 'কর্ণাটক রত্ন' (Karnataka Ratna) সম্মানে ভূষিত করা হবে। এটি কর্ণাটক সরকার প্রদত্ত সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ১ নভেম্বর, বেঙ্গালুরুতে এটি অনুষ্ঠিত হবে। বুধবারই এই ঘোষণা করা হয়েছে কর্ণাটক সরকারের তরফে। বুধবার কর্ণাটক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Chief Minister Basavaraj Bommai) তরফে ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত এই সম্মানে মোট ৮ জনকে সম্মানিত করা হয়েছে। তবে ২০০৯ সালের পর থেকে কাউকে এই পুরস্কার দেওয়া হয়নি। পুনীত রাজ কুমারের পরিবার, মন্ত্রী ও সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্নড় সিনে দুনিয়া, কন্নড় ভাষা ও সংস্কৃতির জন্য পুনীত রাজের অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান তাঁকে দেওয়া হবে।
শ্যুটিং চলছে 'গাটস'-এর
'সুব্রত নন্দী প্রোডাকশন'-এর প্রযোজনায় আসছে 'গাটস'। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাংলা সিনে দুনিয়ার একঝাঁক তারকাকে। ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন কিংশুক দে। আপাতত কলকাতা শহরের নানা জায়গায় চলছে ছবির শ্যুটিং। একঝাঁক তারকাদের যেমন দেখা যাবে এই ছবিতে তেমনই অন্যদিকে থাকছে বেশ কিছু নতুন মুখ। ছবিতে একদিকে যেমন দেখা যেতে চলেছে রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, অভিরাজ, অভিরূপ চৌধুরী, সুব্রত নন্দীর মতো তারকাদের। তেমনই অন্যদিকে থাকছেন অরিত্র গোস্বামী, অরিত্রম মুখোপাধ্যায়, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গঙ্গোপাধ্যায় সহ একাধিক নতুন মুখ।