কলকাতা: 'ভ্যারাইটি' ম্যাগাজিনে সেরা ছবির তালিকায় একমাত্র ভারতীয় ছবি হিসেবে 'পথের পাঁচালী' পেল স্বীকৃতি। 'হামি ২' ছবির বিশেষ প্রচার চলল শহরের রাস্তায়। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


'ভ্যারাইটি'র সর্বকালের সেরা ছবির তালিকায় 'পথের পাঁচালী'


সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নিও-রিয়ালিস্ট ক্লাসিক, 'পথের পাঁচালী' ('Pather Panchali') হল একমাত্র ভারতীয় সিনেমা যা ১১৭ বছরের পুরনো 'ভ্যারাইটি' ('Variety') ম্যাগাজিনের প্রথম '১০০ সর্বকালের সেরা চলচ্চিত্র'-এর ('100 Greatest Movies Of All Time') তালিকায় স্থান পেয়েছে। তালিকাটি গুরুত্বপূর্ণ কারণ এই তালিকা 'শোবিজ' শব্দটি উদ্ভাবনকারী ম্যাগাজিনের ৩০ জনেরও বেশি সম্পাদক এবং লেখক দ্বারা তৈরি করা হয়েছে। তাঁদের মধ্যে লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক নির্বাহী সম্পাদক মনোরি রবীন্দ্রন এবং রজনীকান্তের জীবনীকার ও 'ভ্যারাইটি' কনট্রিবিউটর নমন রামচন্দ্রনও রয়েছেন।


এম্পায়ার ম্যাগাজিনের ৫০জন সর্বকালের সেরা অভিনেতার তালিকায় কিং খান


প্রকাশিত হয়েছে এম্পায়ার ম্যাগাজিনের একটি তালিকা। যেখানে সর্বকালের সেরা অভিনেতাদের নাম দেওয়া হয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে ৫০ জনের। এই সর্বকালের সেরা অভিনেতাদের তালিকায় যে ভারতীয় অভিনেতা জায়গা করে নিয়েছেন, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। কিং খানের জনপ্রিয়তা ঠিক কতটা, তা অজানা নয় কারও। আর তিনিই একমাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় স্থান পেলেন। 


শাহরুখ খানকে মৃত্যু হুমকি


সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের 'পাঠান' ছবির 'বেশরম রং' গান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একাধিক রাজনৈতিক নেতাও ছবির কিছু দৃশ্য ও পোশাক পরিবর্তনের দাবি জানিয়েছেন। এবার সরাসরি কিং খানকে মৃত্যুর হুমকি দেওয়ারও অভিযোগ উঠল। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অযোধ্যার এক সাধুকে বলতে শোনা যাচ্ছে, 'আমার সঙ্গে যদি জিহাদি শাহরুখ খানের কোথাও দেখা হয়, তাহলে আমি ওকে জীবন্ত জ্বালিয়ে দেব।'


মা-কে স্মরণ বিগ বি-র


মা তেজি বচ্চনের (Teji Bachchan) মৃত্যুবার্ষিকীতে (Death Anniversary) তাঁকে স্মরণ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বুধবার নিজের ব্লগে (blog) এদিন একটি পোস্টে মায়ের শেষ দিনের কথা স্মরণ করেন। কীভাবে হাসপাতালে গোটা পরিবার একত্রিত হয়েছিল সেই গল্পও শোনান। মায়ের কষ্ট অনেক দেখে ফেলেছিলেন। হয়তো তাই তেজি বচ্চনের জীবনের শেষ লগ্নে এসে চিকিৎসকদের অমিতাভ বচ্চন অনুরোধ করেছিলেন যেন তাঁরা আর তাঁকে বাঁচানোর চেষ্টা না করেন। 


কলকাতায় প্রথম প্রিমিয়ার হল 'লকড়বগ্গা' ছবির


'লকড়বগ্গা - দ্য হায়না' (Lakadbaggha), ভারতের এমন একটি প্রথম অ্যাকশন ফিল্ম যা একজন পশুপ্রেমিক সংগঠনের সজাগ সদস্যকে নিয়ে তৈরি। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম প্রিমিয়ার (first premier) হল 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ (Kolkata International Film Festival)। ভারতের প্রথম পশুপ্রেমীকে নিয়ে তৈরি অ্যাকশন ফিল্ম। কলকাতা চলচ্চিত্র উৎসবে পরিচালক ভিক্টর মুখোপাধ্যায়ের (Director Victor Mukherjee) সঙ্গে অংশুমান ঝা (Anshuman Jha), ঋদ্ধি ডোগরা (Ridhi Dogra) এবং ছবির সঙ্গীত পরিচালক সাইমন ফ্রান্সকুয়েট কলকাতায় ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: 'Kuttey' Trailer Out: প্রকাশ্যে অর্জুন-তব্বু-নাসিরউদ্দিন অভিনীত 'কুত্তে' ছবির ট্রেলার


শীতের শহরে 'হামি'র মেলা


সামনেই বড়দিন (Christmas)। আর তার আগেই আগামী শুক্রবার ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'হামি ২' (Haami 2)। ফের দর্শকদের মন মাতাতে বড়পর্দায় হাজির হচ্ছে লাল্টু ও মিতালি জুটি। সঙ্গী তিন মিষ্টি খুদে। ছবি মুক্তির মাত্র দুই দিন বাকি, তাই শীতের শহর ঘুরে জোর কদমে চলছে ছবির শেষ মুহূর্তের প্রচার (promotion)। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) ফেসবুক লাইভে মিলল তারই ঝলক। বুধবার সন্ধ্যায় শহরের রাস্তায় হঠাৎ 'হামি'র বৃষ্টি। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরীর (Gargee Roy Chowdhury) হাত ধরে তিন খুদে, ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও অরিত্রিকা চৌধুরীর দেখা মিলল এক সিনেমা হলের সামনে।