কলকাতা: নিয়োগ-দুর্নীতির অভিযোগ ঘিরে উথাল-পাথাল রাজ্য । সেই আবহেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (Primary Recruitment)। প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের প্রথম পর্যায়ের ইন্টারভিউ হবে ওই দিন (Primary TET)। 


চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু ২৭ ডিসেম্বর


প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম পর্যায়ে কলকাতার চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে। ই-মেইলে পাঠানো হবে কল লেটার। প্রাথমিকের পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে তা। গোটা ইন্টারভিউ পর্ব ভিডিওগ্রাফি করে রাখা হবে বলেও জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার রাতে পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


উল্লেখ্য, ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের প্যানেলভুক্ত না হওয়া চাকরিপ্রার্থীরা মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে নতুন করে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন। চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের পর, ৩৭ দিনের মাথায়, গত ৯ নভেম্বর তাঁরা অবস্থান তুলে নেন। কিন্তু তারপরও নিয়োগপত্র মেলেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৫০৬ জনের প্যানেল প্রকাশ করলেও, তাতে নাম নেই ৩২৮ জন চাকরিপ্রার্থীর। অবিলম্বে নিয়োগের দাবিতে এদিন থেকে ফের অবস্থানে বসেছেন তাঁরা। 


দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন কর্মসূচি দু'দিন পার করে মঙ্গলবার। ১৩ বছর ধরে চাকরির জন্য় অপেক্ষা করছেন এই প্রার্থীরা। আদালতের নির্দেশে গতমাসে প্যানেল প্রকাশ হলেও, এখনও নিয়োগপত্র হাতে পাননি কেউ। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেছেন অনশনরত চাকরিপ্রার্থীরা।


আরও পড়ুন: Recruitment Scam : 'সাদা ওএমআর শিটে চাকরি', নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-তদন্তের নির্দেশ হাইকোর্টের


এ দিকে, নিয়োগে আরও দুর্নীতি হয়েছে বলে কার্যত মেনে নিল স্কুল সার্ভিস কমিশন। তাতে নবম-দশমের মোট ৯৫২ জনের ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা। তবে ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষার্থীই নিজের ওএমআর শিট দেখতে পাবেন।  


প্রথম পর্যায়ে কলকাতার চাকরি প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে


এই ৯৫২ জনেরও ওএমআর শিটে কারচুপি হয় বলে দুর্নীতির তদন্তে নেমে দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদের মধ্যে ৭৯৬ জন শিক্ষক পদে কর্মরত রয়েছেন, দাবি সিবিআই-এর। ওএমআর বিকৃতির অভিযোগে তথ্য প্রকাশ এসএসসি-র। ২০১৬-র চাকরিপ্রাপক ও ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ওএমআর শিট প্রকাশ। প্রায় ১৮ হাজার ওএমআর শিট প্রকাশিত, দাবি এসএসসি-র।