কলকাতা: নরওয়েতে সর্বোচ্চ আয় 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র। আসছে নতুন ধারাবাহিক 'মুকুট'। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র মুকুটে নয়া পালক
২১ মার্চ, ৪৫ পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। এই বিশেষ দিনে আরও এক কারণেও আনন্দিত হওয়ার কথা তাঁর। গত ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)। আর এই ছবি নরওয়েতেই গড়ল নয়া নজির। এই সপ্তাহান্তে (weekend) বলিউড ছবির নিরিখে নরওয়েতে (Norway) সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মাত্র তিন দিনে ৪.৮ হাজার দর্শক দখল নিয়ে নরওয়ের মুদ্রার (Norwegian Krones) হিসেবে ৭৪৫ হাজার ক্রোন আয় করেছে এই ছবি।
নতুন ধারাবাহিক 'মুকুট'
বাংলা ধারাবাহিকের (Serial) তালিকায় নতুন সংযোজন। জনপ্রিয় চ্যানেল জি বাংলা (Zee Bangla) নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'মুকুট' (Mukut)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia) ও অর্ঘ্য মিত্রকে (Arghya Mitra)। আগামী ২৭ মার্চ মুক্তি পাচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি নতুন এই ধারাবাহিকে লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক, প্রযোজক ও সকল কলাকুশলীরা। স্নেহাশিস চক্রবর্তীর লেখা ও পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক 'মুকুট'। এক সাহসী মহিলার গল্প বলবে এই ধারাবাহিক। এর সঙ্গীত পরিচালক স্নেহাশিসই। তিনি সহ প্রযোজকও বটে। এছাড়া ধারাবাহিকের অন্যতম প্রযোজক 'ব্লুজ প্রোডাকশন'।
টলিউডে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের বিনিয়োগ?
নিয়োগ দুর্নীতির টাকা কি সরাসরি টলিউডে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের বিনিয়োগ ? জানা যাচ্ছে, ধৃত অয়নের প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন তাঁর ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীও (Sweta Chakraborty) ! প্রসঙ্গত, কুন্তল ঘোষের পর এবার টলিউডে লগ্নি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীল (Ayan Seal)। টলিউড সূত্রে খবর, লকডাউনের সময় 'কবাডি কবাডি' নামে সিনেমার প্রযোজক ছিলেন অয়ন ! যে সিনেমায় পরিচালকের দায়িত্ব সামলাচ্ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকারের (Sohini Sarkar) মতো খ্যাতনামা অভিনেতারাও। যে সিনেমাটিতে অয়নের প্রযোজনায় সিনেমায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ঘনিষ্ঠ শ্বেতার! সিনেমার শ্যুটিং শুরু হলেও, কাজ শেষ হয়নি, দাবি অভিনেতা-অভিনেত্রীদের। পাশাপাশি ডাবিংয়ের কাজ বাকি থাকায় তাঁদের পেমেন্টও বাকি বলেই জানিয়েছেন অভিনেতারা।
সলমনের কণ্ঠে মুক্তি পেল 'জি রহে থে হম'
মুক্তি পেল সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhaai Kisi Ki Jaan) তৃতীয় গান। রোম্যান্টিক (Romantic Song) ঘরানার এই গানের নাম 'জি রহে থে হম' (Jee Rahe The Hum)। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ ভাইজান। প্রেমে পড়ার সময়ের গল্প বলবে এই 'জি রহে থে হম' গানটি। এর আগে এই ছবির 'নইয়ো লগদা' ও 'বিল্লি বিল্লি' গান দুটি মুক্তি পেয়েছে।
'স্ত্রী ২'-এ শ্রদ্ধা কপূরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে বরুণ ধবন
২০১৮-তে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি 'স্ত্রী' দর্শকদের হিটলিস্টে ছিল। শ্রদ্ধা কপূর এবং রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত এই ছবি আয় করেছিল ১২৯.৯০ কোটি টাকা। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনা যাচ্ছে, 'স্ত্রী ২' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)। নির্মাতাদের আসা এই ছবিও দর্শকদের ভাল লাগবে। পাশাপাশি বরুণ ধবনের চরিত্রটি যে আলাদা ভাবে সিনেপ্রেমীদের নজর কাড়বে এবিষয়েও নিশ্চিত ছবির টিম। যদিও অভিনেতা চরিত্রটি ঠিক কী হতে চলেছে তা এখনও খোলসা করে জানাননি ছবির নির্মাতারা।
আরও পড়ুন: Prasun Chatterjee Exclusive: কাজের চাপে আনন্দ অনুভব করার অবকাশই পাচ্ছি না : প্রসূন চট্টোপাধ্যায়
'বিনোদিনী'র শ্যুটিং শেষ
ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ শ্যুটিং শুরু হয়েছিল রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' (Binodini Ekti Narir Upakhyan) ছবির। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে শেষ হল ছবির শুটিং। অভিনেত্রী রুক্মিণী মৈত্র নিজের ইন্স্টাগ্রাম প্রোফাইলে ছবির একটি পোস্টার শেয়ার করে প্রকাশ্য়ে আনলেন এই খবর। সেই সঙ্গে লিখলেন এক আবেগভরা পোস্ট। অভিনেত্রী লিখলেন, 'বিনোদিনী' জুড়ে রয়েছে হাজার হাজার কথা আর লক্ষ লক্ষ স্মৃতির ভিড়। কোথা থেকে এর গল্প শুরু করব বুঝতে পারছি না। শ্যুটিং শেষের খবর শেয়ার করতে গিয়ে আমি চোখের জল আটকাতে পারছি না।'
'সুরারাই পোটোরু'র হিন্দি রিমেকের মুক্তির দিন প্রকাশ
নির্মাতাদের তরফে 'সুরারাই পোটোরু'র হিন্দি রিমেকের মুক্তির দিন প্রকাশ করা হল মঙ্গলবার। চলতি বছরের ১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবির নাম যদিও এখনও ঠিক হয়নি। আপাতত 'প্রোডাকশন ২৭' বলে উল্লেখ করা হচ্ছে ছবিটিকে। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে রাধিকা মদন, পরেশ রাওয়ালকে। পরিচালনায় সুধা কোঙ্গারা। প্রযোজনায় অরুণা ভাটিয়া, জ্যোতিকা - সুরিয়া, বিক্রম মলহোত্র। তামিল ছবিটি ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রদর্শিত শীর্ষ দশটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম।