কলকাতা: বীর দাসের (Vir Das) হাত ধরে দেশে এল এমি অ্যাওয়ার্ডস (International Emmy Awards)। শেষ হতে চলেছে ধারাবাহিক 'গৌরী এলো' (Gouri Elo)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


এমি অ্যাওয়ার্ড পেলেন বীর দাস


কমেডির জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতলেন বীর দাস (International Emmy Awards 2023)। নেটফ্লিক্স কমেডি শো স্ট্যান্ডআপ স্পেশাল 'বীর দাস: ল্যান্ডিং ' জিতল সেরার শিরোপা। বিশ্ব দরবারে ভারতের সম্মান আরও বাড়িয়ে দিলেন তিনি। বীর দাস বলেছেন,'এই মুহূর্তটি সত্যিই অবিশ্বাস্য তাঁর জন্য। এই সম্মান কেন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে তাঁর। কমেডি ক্যাটাগরিতে এমি পুরস্কার শুধু আমার জন্য নয়, সামগ্রিকভাবে ভারতীয় কমেডির জন্য এই মাইলফলক।' তিনি আরও বলেছেন, বীরদাস : ল্যান্ডিং পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এক মুহূর্তে। গোটা বিশ্বে এই ছবিটি ছড়িয়ে পড়তে দেখে খুব আনন্দ হচ্ছে', বলে নেটফ্লিক্সকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।


অতীত ভুলে গোটা পরিবারকে এক করতে পারবে টুম্পা?


কালার্স বাংলার (Colors Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। টুম্পার জীবনে একের পর এক ঝড় পেরিয়ে এখন কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? কী হতে চলেছে ধারাবাহিকে এরপর? (Daily Serial Update) ধারাবাহিকের বড়সড় কাণ্ড ঘটিয়েছে একলব্য। সে অস্মিতার সহকারী প্রীতিময়কে গ্রেফতার করে পম্পাকে খুনের চেষ্টার অভিযোগে। ধীরে ধীরে আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে এবং টুম্পা ও আবির বেশি করে নজর রাখতে শুরু করে অস্মিতার ওপর। এই খুনের ঘটনায় সে কতটা জড়িত জানতে তাকে বারবার প্রশ্ন করতে থাকে তারা। তার ওপর যে বড়সড় সমস্যা ঘনিয়ে আসতে চলেছে তা বেশ বুঝতে পারে অস্মিতা। বিপদের আঁচ করে তড়িঘড়ি এই সমস্যা থেকে পালাবার পথ খুঁজতে থাকে সে। অন্যদিকে, এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। টুম্পা সিদ্ধান্ত নেয় পম্পা, যে জীবনের নতুন অধ্যায় সূচনা করেছে, তার সঙ্গে এর আগে যা হয়ে গেছে তা ভুলে গিয়ে দুই আলাদা হয়ে যাওয়া বোনদের পুনর্মিলন হোক। কিন্তু তার পরিবার কি এই মিলন মেনে নিয়ে পম্পাকে ঘরে ঢুকতে দেবে?


খুকরি হাতে গোর্খা সেনার সঙ্গে বিশেষ নাচে মাতলেন 'গর্বিত' ভিকি


লখনউয়ের মঞ্চে গোর্খা সেনাবাহিনীর সঙ্গে 'খুকুরি' নাচ করলেন ভিকি কৌশল। 'দ্য খুকুরি ডান্স' হচ্ছে গোর্খা সেনাদের প্রদর্শনীর জন্য দেওয়া একটি নাম। একাধিক উৎসব, যেমন সেরিমোনিয়াল প্যারেড বা সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিশেষত গোর্খা ব্রিগেডের ব্যান্ডের পারফর্ম্যান্সে, তাঁরা এই বিশেষ নাচ করে থাকেন। সেই নাচের স্টেপে পা মেলালেন ভিকি কৌশল। সেই পারফর্ম্যান্সের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। হাতে খুকরি নিয়ে এই সেনাবাহিনীর সঙ্গে এই পারফর্ম করতে দেখা গেল অভিনেতাকে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'ওঁদের খুকুরি হাতে ধরার সৌভাগ্য হল। ওঁদের সঙ্গে পা মেলানোর আনন্দ। গর্বিত ও আশীর্বাদধন্য যে আমি গোর্খাদের সঙ্গে আজ খুকুরি নাচে অংশ নিতে পারলাম। জয় মহাকালি, আয়ো গোর্খালি।' সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেন, 'স্যাম বাহাদুর' মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। x


আরও পড়ুন: ABP Exclusive: শাহরুখ তাঁর 'জান', ভালবাসেন ফুচকা-মোমো-সবজি দিয়ে ম্যাগি, অফস্ক্রিনে কেমন 'অটোওয়ালি' টুম্পা ওরফে ডোনা?


শেষ হতে চলেছে 'গৌরী এলো'র সফর


২৪ নভেম্বর শেষ হতে চলেছে 'গৌরী এলো' ধারাবাহিকের সফর। শেষ দিনে প্রদর্শিত হবে টানা ১ ঘণ্টার মহাপর্ব। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে শেষ পর্ব। 'গৌরী এলো' ধারাবাহিকে একদিকে রসময়ের আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা। অন্যদিকে গৌরী-সহ গোটা ঘোষাল পরিবার এখন বাস্তুহারা। তাদের নিজেদের বাড়ি থেকেই বিতাড়িত তারা। কীভাবে এই দুষ্ট রসময়ের পাপের বিনাশ করে পরিবারকে ফের এক করবে গৌরী? মেয়েকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখে কি নাস্তিক ঈশানও ঈশ্বরের দ্বারস্থ হবে এবার? গৌরী কীভাবে তার জীবনের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি হবে? ১ ঘণ্টার টানটার অন্তিম পর্বে মিলবে এই সমস্ত প্রশ্নের উত্তর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y