কলকাতা: অরিজিৎ সিংহ ও রূপম ইসলাম এবার একসঙ্গে কাজ করবেন? বড় ঘোষণা দুই শিল্পীর। বিমান সংস্থার ওপর ক্ষোভ উগরে দিলেন মিমি চক্রবর্তী। সেলফি তুলে গিনেস বুকে নাম তুললেন অক্ষয় কুমার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
বড় ঘোষণা রূপম-অরিজিতের
এক ফ্রেমে রূপম ইসলাম (Rupam Islam) ও অরিজিৎ সিংহ (Arijit Singh)। এবার তাঁদের একসঙ্গে কাজের ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে সুখবর দিলেন দুই তারকা শিল্পী। বুধবার সন্ধ্যায় হঠাৎ একটি ভিডিও পোস্ট করলেন রূপম ইসলাম। কালো টি-শার্ট, ডেনিম পরে রূপম ইসলাম। পাশে সাদা টি-শার্ট পরে, মাথায় ব্যান্ডানা, হাতে গিটার নিয়ে সহাস্য অরিজিৎ সিংহ। তাঁরা এমনিতেই তারকা শিল্পী। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তাঁরা কলকাতার প্রত্যেক সংবাদ মাধ্যমের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই দুই তারকা আচমকা সোশ্যাল মিডিয়ায় করলেন বড় ঘোষণা। যা শুনে উচ্ছ্বাসের অন্ত নেই অনুরাগীদের।
শিলাজিতের উদ্যোগ...
ভাষাদিবসে চমক সঙ্গীতশিল্পীর! ২১ ফেব্রুয়ারি দিনটা অনেকে অনেকভাবে পালন করেছেন। কিন্তু ভাষাদিবসে যে ছবি শেয়ার করে নিলেন শিলাজিৎ, তা অবাক করেছে অনেকেই। চিরকালই তিনি ছকভাঙা কাজ করতে ভালবাসেন, আর এবার ভাষাকে ভালবেসে তিনি কি বদলে ফেললেন গাড়ির নম্বর প্লেট? সোশ্যাল মিডিয়ায় শিলাজিৎ শেয়ার করে নিয়েছেন নিজের গাড়ির নম্বর প্লেট। সেখানে সমস্ত ইংরাজি হরফ বাংলায় দেখা। শিলাজিৎ এই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শুধু এই গাড়ির নম্বর প্লেট নয়, তিনি চেকেও সই করেন বাংলাতেই। অর্থাৎ তিনি বাংলা সইকেই রেখেছেন নিজের অফিসিয়াল সই হিসেবে। তবে নম্বর প্লেট বদলে নয়, হামেশাই এই বিশেষভাবে তৈরি প্লেট ব্যবহার করতেন শিলাজিৎ।
ক্ষুব্ধ মিমি চক্রবর্তী
বিমানের পরিবেশন করা খাবারে চুল, সোশ্য়াল মিডিয়ায় ছবি শেয়ার করে ক্ষোভপ্রকাশ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-র। খারাপ পরিষেবা পেয়ে ট্যুইটারে সরব হওয়ার ঘটনা নতুন নয়, তবে অভিনেত্রী সাংসদের পরিষেবার প্রতি এই ক্ষোভ যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রশ্ন তুলে দিল আবারও। মিমির পোস্ট দেখে নেটিজেনদের অনেকেরই মত, খোদ সাংসদ অভিনেত্রীই যদি এমন খারাপ পরিষেবা পান, তাহলে সাধারণ মানুষদের কী অবস্থা তা আন্দাজ করে নেওয়া সহজেই। ঠিক কী ঘটেছিল? আপাতত বিদেশ সফর করছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করে নিচ্ছেন তাঁর একলা সফরের টুকরো টুকরো ছবি। কিন্তু গতকাল, মঙ্গলবার বিমান সফরে নিজের খাবারের প্লেটের ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। সেখানে পড়ে রয়েছে আধ খাওয়া একটি ক্রসোঁ। সেই সঙ্গে প্লেটে দেখা যাচ্ছে একটি চুল।
নয়া রেকর্ড গড়তে চলেছে 'পাঠান'
ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার শাহরুখ খানের ছবি 'পাঠান' ব্যবসা করেছে ১.১০ কোটি টাকার। আর তাতেই দেশে এই ছবি ৫১৮.০৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবির হিন্দি ভার্সন এখনও পর্যন্ত ব্যবসা করেছে ২৮ দিনে ৫০০ কোটি টাকা। অন্যদিকে, 'বাহুবলী ২'-এর হিন্দি ভার্সন ৫১১ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল। প্রভাসের ছবি ৩৪ দিনে ৫০০ কোটি টাকার ব্যবসা করে। যেখানে শাহরুখের 'পাঠান' মাত্র ২৮ দিনেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ট্রেড অ্যানালিস্টরা আন্দাজ করছেন। আগামী কয়েকটা দিনের মধ্যেই 'বাহুবলী ২'-এর হিন্দি ভার্সনের সেই রেকর্ডকে ভেঙে ফেলবে 'পাঠান'।
বিশেষ সম্মান রূপমের
বাঙালি হিসেবে বিশেষ সম্মান সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam)-কে। ভাষাদিবসে শিল্পীকে সম্মান জানাল সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে আপ্লুত রূপম। সঙ্গীতশিল্পী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর সম্মান নেওয়ার মুহূর্তের ছবি। মঞ্চে সেই ছবি শেয়ার করে নিয়ে রূপম লিখছেন, 'বাঙালি হিসেবে এতদিন ধরে বাংলা ভাষায় এত রকমের বিচিত্র সাংস্কৃতিক কাজ করে আসছি। এই প্রথম কেউ ভাবলেন— বাঙালি হিসেবে আমায় সম্মানিত করা যায়, আমি সেই সম্মানের যোগ্য। সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষের এই অভিনব ভাবনার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ রইলাম।'
তথাগতর ছবিতে নতুন নায়িকা অঙ্গনা
তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) ছবিতে এবার নতুন নায়িকা। নতুন ছবি 'পারিয়া'-র নায়িকা হচ্ছেন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। এই ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। পথকুকুরদের ওপর অত্যাচার নিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। তথাগতর ছবিতে যে নায়িকাকে দেখা যাবে, সিনেমা জগতের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয় মোটেই। সদ্যই ঋতব্রত মুখোপাধ্যায় ( Rwitobrata Mukherjee)-র সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। এসফভিএফে (SVF)-এর আগামী ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)-এ দেখা যাবে অঙ্গনাকে। 'ইন্দুবালা ভাতের হোটেল' -এর মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। এছাড়াও 'শ্রীকান্ত' ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন অঙ্গনা।
রেকর্ড গড়লেন অক্ষয় কুমার
মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ছবি 'সেলফি'। মুম্বইয়ে সেই ছবির প্রচারের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে 'খিলাড়ি' সারলেন 'মিট অ্যান্ড গ্রিট'। ছবির নামই যখন 'সেলফি' তখন অনুরাগীদের সঙ্গে নিজস্বী তুলবেন না তা কি হয়? তুললেন একের পর এক সেলফি। মাত্র তিন মিনিটে তুলে ফেলেন ১৮৪টি সেলফি। আর তাতেই নয়া রেকর্ড গড়লেন অভিনেতা। অক্ষয় কুমারের কথায় তিনি রেকর্ড ভেঙে এবং তাঁর অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ মুহূর্তটি ভাগ করে নেওয়ায় আনন্দিত। তিনি বলেন, 'জীবনে আজ পর্যন্ত যা যা করেছি এবং এখন জীবনের যে পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি, সবটাই আমার অনুরাগীদের শর্তহীন ভালবাসা ও সমর্থনের ফসল। এটা তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ পদ্ধতি ছিল আমার, তাঁরা যেভাবে গোটা কর্মজীবন জুড়ে আমার পাশে দাঁড়িয়েছে তার প্রতি শ্রদ্ধা।'
আরও পড়ুন: Rakhi Sawant: 'তালাকের হুমকি দিচ্ছে আদিল, ওর পরিবারও অস্বীকার করছে আমাকে', দাবি রাখীর
ওটিটিতে রেখা?
টিজার প্রকাশ্য়ে আসার পরই সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) 'হীরামান্ডি'নিয়ে দর্শকের উন্মাদনা চড়ছে। এবার প্রকাশ্য়ে এল নয়া খবর। শোনা যাচ্ছে, এই সিরিজে অভিনয়ের জন্য় রেখাকে প্রস্তাব দিয়েছিলেন। তারপর? বলিউড সৃত্রে খবর, রেখাকে এই সিরিজে একটি ক্য়ামিও চরিত্রের জন্য় প্রস্তাব দিয়েছিলেন বনশালী। চরিত্রটি ছোট হলেও গুরুত্বপূর্ণ ছিল। তবে অভিনেত্রীর তরফে এই চরিত্রে কাজের জন্য় না করে দেওয়া হয় বলে খবর।