কলকাতা: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা উৎসবে হাজির বলিউডের তাবড় তারকারা। মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হল সেফ আলি খানের। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
শাড়িতে মোহময়ী আলিয়া, ধুতি-পাঞ্জাবিতে রণবীর, রামমন্দির উদ্বোধনে চাঁদের হাট
সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নব নির্মিত রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল তাঁরই হাতে। বহু প্রতীক্ষিত মুহূর্তের সাক্ষী থাকতে রাম জন্মভূমিতে আজ বসে চাঁদের হাট। বলিউড থেকে টলিউড, রাজনীতির দুনিয়া থেকে সঙ্গীতদুনিয়া, তারকার ঢল নামে অযোধ্যায়। আর প্রত্যেকের পরনেই সনাতনী ভারতীয় পোশাক। অযোধ্যায় আসেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কপূর, আলিয়া ভট্ট। তাঁদের সঙ্গে দেখা যায় রোহিত শেট্টিকেও। এসেছেন সপরিবার মাধুরী দীক্ষিত। এসেছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী, রামচরণ। ছিলেন বিবেক ওবেরয়, মধুর ভাণ্ডারকর, অনুপম খের, সোনু নিগম, অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা প্রমুখ।
রাম মন্দিরের নির্মাণে কোন বলি তারকা কত টাকা দিলেন?
২০২১ সালের জানুয়ারি মাসেই একটি ভিডিয়োতে অক্ষয় কুমার বলেছিলেন যে রাম মন্দিরের নির্মাণকার্য শুরু হয়েছে যা কিনা তাঁর কাছে অত্যন্ত খুশির সংবাদ। আর দেশের প্রতিটি মানুষ নিজেদের সাধ্যমত এই মন্দিরের নির্মাণকার্যে সাহায্য করতে পারেন। তিনি নিজেও অর্থসাহায্য করেছেন মন্দিরের নির্মাণে, কিন্তু প্রকাশ্যে সেই টাকার অঙ্ক সম্পর্কে জানাননি অক্ষয় কুমার। অন্যদিকে 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ খান্নাও অর্থসাহায্য করেছেন রাম মন্দির নির্মাণে। এক টুইটে তিনি জানিয়েছেন যে স্থানীয় এমএলএ অতুল ভটখলকরের হাতে তিনি ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকার চেক তুলে দিয়েছেন রাম মন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণের জন্য। পবন কল্যাণও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি নিজেই জানিয়েছেন যে ৩০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি আর তাঁকে দেখে আগ্রহী হয়ে তাঁর অনুরাগীরাও চাঁদা তুলে একযোগে অতিরিক্ত ১১ হাজার টাকা অনুদান দিয়েছেন রাম মন্দিরের নির্মাণকার্যে। রাম মন্দিরের উদ্বোধনের সময় 'রামায়ণ' নৃত্যনাট্যে অভিনয় করার কথা হেমা মালিনীর। সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। সূত্রের খবর, রাম মন্দিরের নির্মাণে তিনিও অর্থসাহায্য করেছেন, তবে টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি হেমা। রামের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গুরমীত চৌধুরী, তিনিও যে মন্দির নির্মাণে (Ayodhya Ram Temple) নিজের সাধ্যমত দানধ্যান করেছেন সে কথাও জানা গিয়েছে। অনুপম খেরও এই তালিকা থেকে বাদ যাননি। মন্দির নির্মাণের জন্য রামনাম খোদাই করা ইট উপহার দিয়েছেন অনুপম। নিজের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানিয়ে এই অনুদান দিয়েছেন অভিনেতা।
মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা সেফ আলি খান
হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সেফ আলি খান (Saif Ali Khan Hospitalised)। এক জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, হাঁটু ও কাঁধে চিড় (knee and shoulder fracture) ধরেছে অভিনেতার। সূত্রের খবর, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আজ, সোমবার তাঁকে ভর্তি করা হয়েছে। জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় সেফকে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, বলিউড অভিনেত্রী করিনা কপূর খানও। পুরনো এক চোট চাগাড় দিয়ে ওঠে আসন্ন অ্যাকশন সিনেমার শ্যুটিং করতে গিয়ে। করতে হয় অস্ত্রোপচারও। অভিনেতা নিজেই সেই আপডেট দিয়েছেন। সম্প্রতি সেফ ও করিনা উড়ে যান সুইৎজারল্যান্ডের উদ্দেশে। সঙ্গে অবশ্যই ছিলেন তাঁদের দুই ছেলে, তৈমুর আলি খান ও জাহাঙ্গির আলি খান। সেখানেই নববর্ষকে স্বাগত জানান তাঁরা। কাজের ক্ষেত্রে সেফ আলি খানকে শেষ দেখা গিয়েছে 'আদিপুরুষ' ছবিতে প্রভাস, কৃতী শ্যানন, সানি সিংহের সঙ্গে। ওম রাউত পরিচালিত এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং সেই সঙ্গে একগুচ্ছ সমালোচনা ও বিতর্কের শিকার হয়।
আলিয়ার শাড়িজুড়ে নকশা কেটে 'রামায়ণ' কাহিনি
সোমবার নীল রঙের এক শাড়ি পরে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল আলিয়াকে। তাঁর শাড়িজুড়ে 'রামায়ণ'-এর কাহিনির নকশা করা ('Ramayana' motif), যাকে বলে 'মোটিফ'। স্বামী ও তারকা অভিনেতা রণবীর কপূরের হাত ধরে এদিন রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভট্ট। 'জিগরা' অভিনেত্রীর পরনে ছিল সাধারণ টিল রঙের শাড়ি। মাধুর্য ক্রিয়েশনস নামক এক বুটিকের তৈরি এই শাড়ি। তবে যেটা নজর কাড়বে, তা হল তাঁর শাড়িজুড়ে নকশা কেটে রামায়ণের কাহিনি আঁকা রয়েছে। সঙ্গে রং মিলিয়ে শালও নিয়েছিলেন। মাথায় টেনে খোঁপা। অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ধুতী, পাঞ্জাবী, ও শাল।
প্রকাশ্যে সৌম্যজিতের 'তিলোত্তমা' ছবির টিজার
সৌম্যজিৎ আদকের (Soumojit Adak & Team) পরিচালনায় মুক্তির অপেক্ষায় 'তিলোত্তমা' (Tilottoma Teaser Out)। ২১ জানুয়ারি প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল টিজার। শহরেই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজার প্রকাশ করা হয়। হারিয়ে ফেলার পর আবার ফিরে পাওয়ার গল্প বলবে 'তিলোত্তমা'। মুক্তি পেল ছবির অফিসিয়াল টিজার। চমক লাগালেন অভিনেত্রী তৃণা সাহা। অবশ্যই নজর কাড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। গতকাল অর্থাৎ ২১ জানুয়ারি ছিল অভিনেত্রী তৃনা সাহার জন্মদিন। তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে সেই দিনই মুক্তি পেল তাঁর আগামী ছবি 'তিলোত্তমা'-র অফিসিয়াল টিজার। অনুষ্ঠানিকভাবে 'কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার' অনুষ্ঠানে দেখানো হয়েছে এই ছবির টিজার। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা।
রামমন্দির উদ্বোধনে উচ্ছ্বসিত কঙ্গনা, রাজপাল যাদব
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তাঁকে চিৎকার করে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলতে শোনা যায়। অযোধ্যায় রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের অংশ ছিলেন তিনি। ভিডিও পোস্ট করে এদিন অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'রাম এসে গিয়েছেন'। এদিন অভিনেত্রীর পরনে ছিল ভারী জমকালো ঘিয়ে রঙের শাড়ি, কমলা ব্লাউজ। পোশাকে ছিল ভারী কারুকার্য। তাঁর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গোলি চান্ডেল। অন্যদিকে অভিনেতা রাজপাল যাদবকে গেরুয়া পতাকা হাতে আনন্দের নাচে মাততে দেখা গেল একটি ভিডিওয়। বারবার তাঁর মুখে শোনা গেল 'জয় শ্রী রাম' ধ্বনি। এরপরের একটি ভিডিওয় দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। তার শেষেও বললেন 'জয় শ্রী রাম'। তাঁর আশেপাশের সকলেই মাতলেন আনন্দে। এরপর তাঁর আনন্দ উদযাপনের নানা মুহূর্তের কোলাজ দিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাঁর নাচের ভিডিও যদিও হুড়মুড়িয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।