দোহা: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) নক আউট পর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ হলেও, আশায় ভারতীয় ফুটবল দল। কিন্তু সে জন্য মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বিশ্বের ৯১ নম্বর দল সিরিয়াকে হারাতেই হবে। গত দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে পাঁচ গোল খাওয়ার পর ভারতীয় শিবির ধাক্কা খেলেও মঙ্গলবারের ম্যাচ থেকে ইতিবাচক ফল অর্জন করার মরিয়া চেষ্টা করবেন বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। 


প্রথম ম্যাচে মূলত রক্ষণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে রক্ষণের পাশপাশি আক্রমণেও সচল ছিলেন ভারতীয় ফুটবলাররা। একাধিক গোলের সুযোগও পান তাঁরা। কিন্তু কোনওটিই গোলে পরিণত করতে পারেননি তাঁরা। এই সমস্যাকেই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সোমবার সাংবাদিকদের তিনি বলেন,  “আমি বা দল গোল করতে পারছি না, এটা একটা বড় সমস্যা ঠিকই। তবে গোল করতে পারব না, এমন কথা মাথায় রেখে মাঠে নামি না আমরা। উজবেকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। গত ম্যাচে রাহুলের হেড, মহেশের শট ও আমার ডিফ্লেকশনের কথাই ধরুন। কিন্তু একই রকমের সুযোগ প্রতিপক্ষরা তৈরি করে সফল হয়েছে। বড় বড় টুর্নামেন্টে এই ছোট ছোট ব্যাপারই ফারাক তৈরি করে দেয়। আশা করি, আসন্ন ম্যাচে আর একই ভুল হবে না। এই সমস্যার সমাধান করতে পারব”। 


ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ১১ ধাপ এগিয়ে রয়েছে সিরিয়া, যারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের মতো একটিও ম্যাচ জিততে পারেনি এবং একটিও গোল দিতে পারেনি। সেই কারণেই তাদের মোকাবিলা করাটা গত দুই প্রতিপক্ষের চেয়ে তুলনায় সোজা হবে বলে মনে করেন সুনীল। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় সম মানের দলের বিরুদ্ধে খেলাটা তুলনায় সোজা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে (মূলপর্বে) খেলা বা উজবেকিস্তানের মতো বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা দলের মোকাবিলা করা মোটেই সোজা নয়। কারণ, ওদের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত নই আমরা”। 


তবে গত দুই ম্যাচের মতোই শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা এই ম্যাচেও করতে হবে বলে মনে করেন সুনীল। তিনি বলেন, “গত দুটো ম্যাচে আমাদের যে রকম শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল, এই ম্যাচেও সে রকমই চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। এই ব্যাপারটা আমাদের আগে থেকেই জানা ছিল। প্রথম দুই ম্যাচেই এর অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো শোধরানোই বেশি গুরুত্বপূর্ণ এখন। কোনও কোনও ভুলের জন্য গোলও খেতে হয়েছে আমাদের। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে খেলে শারীরিক ফুটবল নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, তা এই ম্যাচে কাজে লাগবে। ওরাও আমাদের বিরুদ্ধে শারীরিক সুবিধা কাজে লাগাতে চেষ্টা করবে”।  


ভারতের মতো এই ম্যাচে জিতে গ্রুপ পর্ব শেষ করতে চায় সিরিয়াও। উজবেকিস্তানকে রুখে দেওয়ায় সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলের অন্যতম হিসেবে নক আউট পর্বে ওঠার দৌড়ে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে তারা। কিন্তু সে জন্য শেষ ম্যাচে জয় অবশ্যই দরকার। তাই এই ম্যাচে জেতার মনোভাব নিয়েই নামবেন বলে জানালেন তাদের অধিনায়ক ফাহাদ ইউসেফ। (তথ্যসূত্র: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি, বোর্ডের ঘোষণায় তীব্র জল্পনা




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে