কলকাতা: বলিউডে ৩০ বছর কাটিয়ে দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ফের ভাইরাল খুদে ইউভান (Yuvaan)। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
প্রকাশ্যে শাহরুখের 'পাঠান' লুক
আজ বলিউডে পা রাখার ত্রিশ বছর পার করলেন শাহরুখ খান। আর এই বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিং খান পোস্ট করলেন তাঁর বহু প্রতীক্ষিত 'পাঠান' ছবির টিজার। প্রকাশ পেল তাঁর প্রথম লুক। কয়েক সেকেন্ডের টিজারে দেখা গেল ক্যামেরার দিকে পিছন করে কিং খানকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে। সম্পূর্ণ মুখ দেখা না গেলেও রক্তাক্ত ও ছেঁড়া পোশাকে দেখা গেল তাঁকে। আর সবশেষে কিং খানের গলায় শোনা গেল, 'শীঘ্রই দেখা হচ্ছে, পাঠানের সঙ্গে।' ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
'তিন্নির অতীন্দ্র দাদা'
'উইন্ডোজ'-এর পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সোহিনী সেনগুপ্তকে বলতে শোনা যায়, 'সেদিন আসলে বাবা আসার সময় বাথরুমে পড়ে গিয়েছিল। মাথায় কেটে গিয়েছিল। সপ্তর্ষি (সপ্তর্ষি মৌলিক) খুব ভয় পেয়ে যায়। এত বয়সে পড়ে গেছে, মাথায় লেগেছে, পারবে কি না।' কিন্তু রুদ্রপ্রসাদ তাঁর কথার খেলাপ করতে নারাজ। বলেন, 'না না না। আমি কথা দিয়েছি শিবুকে আমি যাব।' তখন বাড়ির সকলে রাজিও হন। জানা যায়, মাথায় গুরুতর চোট নিয়েও কলকাতা থেকে টাকি গিয়ে শ্যুটিং সেরেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। কারণ তিনি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে কথা দিয়েছিলেন। সেই কথা তাঁকে রাখতেই হত। কথা তিনি রাখেনও।
'শমশেরা' তারকাদের পারিশ্রমিক
মুক্তির অপেক্ষায় 'শমশেরা'। সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর। জানা যাচ্ছে, 'মুন্নাভাই' পারিশ্রমিক নিয়েছেন ৮ কোটি টাকা। বাণী কপূর নিয়েছেন, ৫ কোটি টাকা।
সলমন 'আঙ্কল'-এর পাল্টা জবাব
সম্প্রতি এক অনুষ্ঠানে মঞ্চে একসঙ্গে ছিলেন সারা আলি খান এবং সলমন খান। অনুষ্ঠান চলাকালীনই আচমকা ভাইজানকে 'আঙ্কল' সম্বোধন করে বসেন অভিনেত্রী। ভাইজান তাঁকে জানিয়ে দেন যে, অভিনেত্রী একটি ছবি হারালেন। কারণ, যেহেতু সারা তাঁকে আঙ্কল বলে ডেকেছেন, তাই সলমনের নায়িকা আর তাঁর হওয়া হল না। দুই তারকার এমন কথপোকথন শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা।
লোলোর জন্মদিনে বেবোর শুভেচ্ছা
এদিন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করিশ্মা কপূরের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। একেবারে ছোট্ট করিশ্মাকে রেলিং ধরে ধরে বারান্দায় হাঁটতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে করিনা লিখেছেন, 'আমাদের পরিবারের গর্ব। তোমার এই ছবিটা আমার সবথেকে পছন্দের। আজ সবাই বলো। হ্যাপি বার্থডে আমাদের লোলো। সবথেকে সেরা বোন।' করিনা কপূর খানের এই পোস্টে করিশ্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আরও তারকারা।
ইউভানকে নিয়ে রাজের পোস্ট
পরিচালক রাজ চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলে ইউভানের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়িতে পুজো হচ্ছে। আর সেখানে ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইউভান। ক্যামেরার ওপাশ থেকে রাজ ছেলেকে তার নাম জিজ্ঞাসা করছেন। উত্তরে মিষ্টি করে সে উত্তর দিচ্ছে 'গুড্ডু'। ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন রাজ। আর তাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কেউ ইউভানকে 'কিউট' বলেছেন, তো কেউ আবার 'মিষ্টি' বলে কমেন্ট করেছেন। কেউ কেউ শুধুই ভালোবাসার ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।
প্রথম দিনে বক্স অফিস কালেকশন
দুর্দান্ত স্টারকাস্ট সমেত গত ২৪ জুন মুক্তি পেয়েছে 'যুগ যুগ জিও'। বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কপূর, অনিল কপূর অভিনীত ছবিটি প্রথম দিনেই ৯.২৮ কোটি টাকার ব্যবসা করল। শোনা যাচ্ছে, দর্শকেরা বেশ পছন্দ করছেন এই ছবি। কুকু ও নয়নার চরিত্রে বরুণ ও কিয়ারা বেশ মন কেড়েছেন সকলের। বর্তমান সমাজে বিবাহিত জীবনের পরিস্থিতি বেশ ভালই তুলে ধরা হয়েছে গল্পে, মত দর্শকের। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ছবির প্রথম দিনের ব্যবসার অঙ্ক জানান। তিনি লেখেন, 'আশানুরূপ ভাবেই শুরু করল 'যুগ যুগ জিও'। বিকেলের দিকে গতি বাড়িয়ে শুক্রবার ৯.২৮ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় ও তৃতীয় দিনে বাড়ার সম্ভাবনা।'
আরও পড়ুন: Vikram Vedha: এগিয়ে আসছে 'বিক্রম বেদা' মুক্তির তারিখ, হৃত্বিক-অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে
কঙ্গনার 'জরুরি অবস্থা'
১৯৭৫ সালে 'জরুরি অবস্থা' ঘোষণার পরের দিনের একটি সংবাদপত্রের প্রথম পাতা শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কঙ্গনা রানাউত। পোস্টে জানা গেল, আগামী ছবি 'এমার্জেন্সি'তে ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। এদিন স্টোরিতে অভিনেত্রী লেখেন, 'পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে এগুলো ছিল সবচেয়ে নাটকীয় ঘটনা। আজকে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এবং এর পরিণতি কী হয়েছিল। এর কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন নারী। এটি তার নিজস্ব একটি গ্র্যান্ড স্কেল মহাকাব্যিক চলচ্চিত্রের যোগ্য। পরের বছর প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে 'ইমার্জেন্সি'র সঙ্গে।'