কলকাতা: 'পসুরি নু' (Pasoori Nu) গান নিয়ে সমালোচনা প্রসঙ্গে মুখ খুললেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। বহু প্রতীক্ষার পর ঘোষণা করা হল নতুন সুপারম্যান (Superman) অভিনেতার নাম। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
কোন শর্তে 'পসুরি' গাইতে রাজি হয়েছিলেন অরিজিৎ সিংহ?
ফের শিরোনামে 'পসুরি' (Pasoori), তবে চর্চায় নয়, বিতর্কে। কিয়ারা আডবাণী (Kiara Advani) ও কার্তিক আরিয়ান (Kartik Arryaan) অভিনীত নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)-র নতুন গান 'পসুরি নু'। এই গান প্রসঙ্গে কী বললেন অরিজিৎ সিংহ? বিতর্কের মধ্যেই তোলপাড় ফেলে একটি ট্যুইট। ট্যুইটারে এই গান নিয়ে বেশ তরজা চলছে, ঠিক যেমন কেউ এই গানটির নিন্দা করেছেন, কেউ আবার অরিজিতের পাশেও দাঁড়িয়েছেন এই বিষয়ে। এই পক্ষে বিপক্ষের মধ্যেই অরিজিৎ সিংহের নামের একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ট্যুইট আসে একটি। এক অনুরাগী ট্যুইট করেছিলেন, 'বলিউডের সেরা গায়ক হওয়ার পরেও আপনি কেন এই গানটা গাইতে রাজি হলেন? বাতিল করলেন না?' এই ট্যুইটের উত্তরে অরিজিৎ লেখেন, 'বুঝেছি। আসলে গানের নির্মাতারা আমায় কথা দিয়েছিলেন, অনগ্রসর শিশুদের একটি স্কুলের জন্য এক বছরের খরচ দেবেন। সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য না হয় একটু গালিগালাজ খেয়ে নেব।'
খুদে ভক্তের কান্না থামাতে কী করলেন ইমন?
সুর বোধহয় পরিচয় জানতে চায় না। চেনাজানা না হলেও চলে। সে কেবল ভাসিয়ে নিয়ে যেতে পারে যে কোনও মানুষকেই। আট থেকে আশি, সুর বশ করতে পারে সব্বাইকে। সেই কথাটারই যেন প্রমাণ রইল ইমন চক্রবর্তী (Iman Chakkraborty)-র সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। অনুষ্ঠানের পরে ছোট্ট এক শিশু কাঁদতে কাঁদতে ছুটে এসেছিল ইমনের কাছে! তারপর? অনুষ্ঠানের পরে তাঁর সঙ্গে দেখা করতে আসে এক খুদে। তার দাবি, 'আলাদা আলাদা' গানটি শুনতে পায়নি বলে মনখারাপ তার। এক্কেবারে ইমনের কাছে এসে সেই আর্জি জানায় সে। দু হাত ধরে ইমন বলেন, 'আমি কি গানটা এখন একটু গেয়ে দেব?' বলেই ইমন গাইতে শুরু করেন, 'আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারি..' গাইতে গাইতে ইমনের সঙ্গে গলা মেলায় সেই খুদেও। ফ্রেমবন্দি হয় না ভোলার মতো সেই মুহূর্ত।
প্রকাশ্যে 'তুম কেয়া মিলে', নস্ট্যালজিক হবেন যে কোনও বলিউডপ্রেমী
বরফে ঢাকা চারপাশ, তার মাঝে দাঁড়িয়ে গলা ছেড়ে গান গাইছেন নায়ক, আর তাঁকে জড়িয়ে শিফনের শাড়ি পরে নায়িকা... যে কোনও বলিউড প্রেমীর কাছে এই দৃশ্য অত্যন্ত পরিচিত। যশ চোপড়া পরিচালিত বেশিরভাগ ছবিরই প্রেমের গান এইভাবেই হত তৈরি। বুধবার প্রকাশ্যে রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রথম গান। প্রীতমে (Pritam) সঙ্গীত পরিচালনায়, অরিজিৎ সিংহ (Arijit Singh) ও শ্রেয়া ঘোষালে (Shreya Ghoshal) কণ্ঠের জাদু, অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সে এই গান দেখতে দেখতে দর্শক কয়েক বছর পিছিয়ে যেতে পারেন হঠাৎ। এই গান প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগে করা কর্ণ জোহরের পোস্টে পরিচালক নিজেই স্বীকার করে নেন যে এই গান তাঁর প্রিয় পরিচালক প্রয়াত যশ চোপড়ার প্রতি শ্রদ্ধার্ঘ।
সোশ্যাল মিডিয়া থেকে উধাও ছবি, বিয়ে ভাঙছে আসিনের?
সম্পর্কে ভাঙন ধরেছে অভিনেত্রী আসিনের? ২০১৬ সালে এক মোবাইল সংস্থার মালিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। আর তার পর থেকেই অভিনয় থেকে দূরে আসিন। বেছে নিয়েছেন এক নতুন জীবন। তারপরেও লোকচক্ষুর একেবারে অন্তরালে থাকেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উপস্থিতি রয়েছে তাঁর। জীবনের খুঁটিনাটিও ভাগ করে নেন তিনি। সেই সূত্র ধরে, তাঁর প্রোফাইলে অবশ্যই ছিল স্বামী রাহুল শর্মার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও। তবে সদ্য সোশ্যাল মিডিয়া থেকে সেই সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন তিনি। হঠাৎ অভিনেত্রীর এই পদক্ষেপে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। আজ সকালে একটি ইনস্টাগ্রাম স্টেটাস দিয়ে গোটা বিষয়টা খোলসা করেন অভিনেত্রী নিজেই। আসিন লিখছেন, 'আমাদের গ্রীস্মের ছুটি চলছে এখন। একে অপরের পাশাপাশি বসেছিলাম আমি আর রাহুল। কথা বলছিলাম, সকালের খাবার খাচ্ছিলাম। আর তখনই আমাদের চোখে পড়ল আমাদের বিচ্ছেদের এই খবরগুলো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন!'
‘অগ্নিবীর’ হতে সেনায় যোগদান তারকা-কন্যার
কথায় কথায় দেশপ্রেম, দেশভক্তির বুলি আওড়ালেও নেতা-মন্ত্রীদের বাড়ি থেকে কেউ সেনায় যান না বলে অভিযোগ কম নেই। সেই আবহেই বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণের মেয়ের সেনায় নাম নথভুক্তিকরণের কথা জানা গেল । কেন্দ্রীয় সরকারের 'অগ্নিপথ' প্রকল্পের (Agnipath scheme) অধীনে মেয়ে ইশিতা শুক্লা ভারতীয় সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন বলে খবর। শীঘ্রই কাজে যোগ দেবেন তিনি (Ravi Kishan Daughter)।
'পুষ্পা ২' ছবির শ্যুটিং শুরু করলেন রশ্মিকা
এবার পুষ্পা টু-র ঢাকে কাঠি পড়ে গেল। শুরু হয়ে গেল সুপারহিট সিনেমার দ্বিতীয় পর্বের শ্যুটিং। অভিনেত্রী রশ্মিকা মন্দানা শ্যুটিং শুরু হওয়ার খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার ইনস্টাগ্রামে শ্যুটিং সেটের ছবিও শেয়ার করেন রশ্মিকা। সিক্যুয়েলে শ্রীভল্লীর চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী। সুকুমার পরিচালিত পুষ্পা, দ্য রাইজ সিনেমাটি ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। মুখ্য চরিত্রে ছিলেন অল্লু অর্জুন। ফাহাদ ফাজিলও ছিলেন সিনেমায়। পুষ্পা, দ্য রাইজ বক্স অফিসেও শোরগোল ফেলেছিল। সেই সময়ই বোঝা গিয়েছিল যে, পুষ্পার সিক্যুয়েল হবে।
আসছে কঙ্গনার 'কর্মজীবনের সবচেয়ে বড়' ছবি
সন্দীপ সিংহের সঙ্গে বড় বাজেটের ছবিতে হাত মেলাতে চলেছেন কঙ্গনা রানাউত। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। খুব শীঘ্রই ছবির নির্মাতারা পরিচালক ও ছবির নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। 'ফ্যাশন', 'তনু ওয়েডস মনু' সিরিজ, 'ক্যুইন' ও 'পঙ্গা'র মতো ছবিতে অভিনয় করা কঙ্গনা রানাউতের কথায় আসন্ন এই ছবি তাঁর 'কেরিয়ারের সবচেয়ে বড় ছবি' হবে। ৩৬ বছর বয়সী অভিনেত্রীর কথায়, 'সন্দীপ আর আমি প্রায় ১৩ বছর ধরে বন্ধু এবং অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করতে চেয়েছি। এখন যখন আমরা সঠিক বিষয় ও চরিত্র খুঁজে পেয়েছি এবার আমরা কাজ শুরু করতে তৈরি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ছবি হতে চলেছে এবং দুর্দান্ত একটা চরিত্র, খুব শীঘর্ই আরও তথ্য ভাগ করে নেওয়া হবে।'
আরও পড়ুন: Vastu Tips : কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !
কে হচ্ছেন নতুন 'সুপারম্যান'?
আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'দ্য হলিউড রিপোর্টার' সূত্রে খবর, জেমস গানের আগামী 'সুপারম্যান: লেগাসি' (Superman: Legacy) ছবিতে সুপারম্যান ওরফে ক্লার্ক কেন্টের চরিত্রে দেখা যাবে ২৯ বছর বয়সী 'দ্য পার্ল' অভিনেতা ডেভিড করেনস্যোয়েটকে। এছাড়া 'দ্য মার্ভেলাস মিসেস মেইসেল' অভিনেত্রী রেচেল ব্রোসনাহান অভিনয় করবেন লোয়েস লেনের চরিত্রে। নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে এই খবরে সিলমোহর দিয়েছেন পরিচালক গান। তিনি লেখেন, 'একেবারে সঠিক! ওঁরা দুজনে কেবল দুর্দান্ত অভিনেতাই নন, খুব ভাল মানুষও বটে।'