কলকাতা: বলিউডে পা রাখতে চলেছেন বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষ, আসছে 'ময়দান'। পুলিশে অভিযোগ দায়ের করা হল তাপসী পান্নুর বিরুদ্ধে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


প্রদীপ সরকারের স্মৃতিচারণায় নেহা ধুপিয়া


৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিখ্যাত চিত্র পরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। পরিণীতা (Parineeta), মর্দানি (Mardaani)-র থেকে শুরু করে 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela), লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag), ‘লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde)-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তাঁর স্মরণে স্মৃতির পাতা উল্টালেন বিটাউন অভিনেত্রী নেহা ধুপিয়া। সম্প্রতি পরিচালকের প্রতি শোকজ্ঞাপন করে তিনি জানান, “সবাই আমার সঙ্গে দাদার ছবি 'হেলিকপ্টার ইলা'তে কাজ করার কথা বলে। তবে প্রথমবার যখন আমি ক্যামেরার মুখোমুখি হতে দাদাই সাহায্য় করেছে। ওঁর সঙ্গে আমি ইউফোরিয়ার জন্য শা না না না না নামে একটি মিউজিক ভিডিও করেছি। আমার মনে আছে আমাকে কাস্ট করার সময় দাদা বলেছিলেন,'তুমি একজন অভিনেতা হতে পারো'।"


'ভিড়' ছবির বক্স অফিস কালেকশন


মুক্তির সদ্য পরেই এই ছবির ট্রেলার নিয়ে বিতর্ক ছড়ায়। অনেকেই এই ছবির দেশের বিরোধিতা বলে ঘোষণা করেন। তবে সদ্য় পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, ৩ দিনের মাথার মোটে দেড় কোটির ব্য়বসা করেছে অনুভব সিন্‌হা পরিচালিত এই ছবি। 'ভিড়'-এ মুখ্যভূমিকায় রয়েছেন রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত 'ভিড়'। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এই ছবি। 


আকাঙ্ক্ষা মৃত্যু মামলায় ভোজপুরি গায়ক ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে FIR


রবিবার বারাণসীর হোটেলের (Varanasi Hotel Room) ঘরে ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ভোজপুরি অভিনেত্রী (Bhojpuri Actress) আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey)। শোনা যাচ্ছিল অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন। এবার নতুন মোড় নিল সেই বিতর্ক। ভোজপুরি গায়ক সমর সিংহ (Samar Singh) ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রয়াত অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মা মধু দুবে ভোজপুরি সঙ্গীতশিল্পী সমর সিংহ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছেন। সারনাথ পুলিশ স্টেশনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জ্ঞান প্রকাশ রাই রবিবার মিডিয়াকে জানান অভিনেত্রীর দেহ উদ্ধারের সময় ওই ঘরে থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। এবং পরিস্থিতি বিচার করে মনে করা হয়েছে যে এটা আত্মহত্যার ঘটনা। 


বলিউডে রুদ্রনীল, আসছে 'ময়দান'


বাংলার গণ্ডি পেরিয়ে এবার বলিউডে সফর শুরু করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। আজ নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন ' প্রতীক্ষার অবসান, আমার পরবর্তী সিনেমা 'ময়দান' (Maidaan)। পোস্টারে জ্বলজ্বল করছে অজন দেবগণের ছবি। অভিনেতার পোস্টেই উল্লেখিত যে এই ছবির প্রযোজনা করেছেন বনি কপূর ও এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব আছেন এ আর রহমান। পাশাপাশি এও জানাযাচ্ছে যে, এই ছবির গল্প সত্য় ঘটনা অবলম্বনে। 


আরও পড়ুন: 'Murder Mubarak': সারা-করিশ্মার সঙ্গে 'মার্ডার মুবারক' ছবির কাস্টে যোগ দিলেন টিসকা চোপড়া


তাপসী পান্নুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের


তাপসী পান্নুর (Taapsee Pannu) বিরুদ্ধে পুলিশে অভিযোগ (Police Complaint) দায়ের। কিন্তু কেন? হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে বলিউড তারকার (Bollywood Star) বিরুদ্ধে। দক্ষিণ পন্থী এক দল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইনদওরে (Indore) অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোমবার এক পুলিশ আধিকারিকের কথায় মুম্বইয়ের ফ্যাশন শোয়ে (Fashion Show) তাপসী পান্নু যে পোশাক পরেছিলেন তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে বলে অভিযোগ।


'দ্য বিগ ব্যাং থিওরি' বিতর্কে কটাক্ষ জয়া বচ্চনের


নেটফ্লিক্সের (Netflix) অন্যতম জনপ্রিয় শো 'দ্য বিগ ব্যাং থিওরি' (The Big Bang Theory) এখন শিরোনামে। অনুষ্ঠানে দুই বলিউড অভিনেত্রী, ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) তুলনা টেনে করা মন্তব্যে সমালোচনার ঝড়। এবার সেই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী রাজনীতিক জয়া বচ্চন (Jaya Bachchan)। এক সাক্ষাৎকারে এই মন্তব্য প্রসঙ্গে একপ্রকার রেগেই যান জয়া বচ্চন। তিনি বলেন, 'এই ভদ্রলোকের (কুণাল নায়ার) মাথার ঠিক আছে? খুবই খারাপ ভাষা। তাঁকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো উচিত। ওঁর পরিবারকে জিজ্ঞেস করা উচিত যে মন্তব্য সম্পর্কে তাঁদের কী মতামত।'


ইন্ডাস্ট্রিতে ২ দশক পার অল্লু অর্জুনের


মঙ্গলবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) দুই দশক (two decades) পার করে ফেললেন দক্ষিণের 'আইকন স্টার' (Icon Star) অল্লু অর্জুন (Allu Arjun)। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের ধন্যবাদ জানান তেলুগু তারকা (Telugu Star)। তাঁর কথায় তিনি আজ যা সবটাই তাঁর অনুরাগীদের জন্য। পোস্টে খানিক আবেগঘনই শোনাল তাঁকে। 


ওটিটিতে আসছে 'অবতার ২'


যাঁরা যাঁরা বড়পর্দায় প্যান্ডোরার অ্যাডভেঞ্চার মিস করেছেন বা ধরুন একবার বড়পর্দায় দেখে মন ভরেনি, তাঁদের জন্য সুখবর। 'অবতার ২' মুক্তি পাচ্ছে ওটিটিতে। বাড়ির আরামে বসে ওটিটিতেই বিঞ্জ করতে পারেন প্রিয় 'অবতার ২'। নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সিনেমা অনলাইনে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাস ইত্যাদিতে। তবে ওটিটিতে রেন্টে (rent) দেখা যাবে এই ছবি। অর্থাৎ ভাড়া দিতে হবে 'অবতার ২' দেখার জন্য। ২৮ মার্চ থেকেই তা সম্ভব। একইসঙ্গে এই ছবি শীঘ্রই মিলবে ডিজনি প্লাসেও কিন্তু এখনও সেই মুক্তির তারিখ ঘোষণা হয়নি।