কলকাতা: রাত পোহালেই অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) তিন দিন ব্যাপী প্রাক-বিবাহ অনুষ্ঠান (Pre Wedding Ceremony), হাজির একাধিক নামী ব্যক্তিত্ব। অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone Pregnant), ঘোষণা করলেন সোশ্য়াল মিডিয়ায়। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
বুধবার ৫১ হাজার মানুষের অন্নসেবা করল আম্বানি পরিবার
শুক্রবার, ১ মার্চ থেকেই শুরু তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান। কিন্তু তার আগেই সেজে উঠেছে গুজরাতের জামনগর। আলোর মালায় সেজে উঠেছে একাধিক রাস্তা, বাড়ি... প্রায় রোজই চলছে নতুন নতুন আয়োজন। আর বুধবার, বিশেষ এক অন্ন-সেবা উৎসবের আয়োজন করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে। সেখানে হাজির ছিলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani), অনন্ত অম্বানি (Anant Ambani)। এছাড়াও ছিলেন মার্চেন্ট পরিবারের সদস্যরা। গাঢ় গোলাপি সালোয়ার কামিজে হাজির ছিলেন হবু বধূ রাধিকা মার্চেন্টও (Radhika Merchant)। হাজির ছিলেন তাঁর দাদু দিদা ও বাবা মাও।
বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা
যাঁদের মুখ থেকে এই সুখবর শোনার অপেক্ষায় ছিলেন সমস্ত অনুরাগীরা.. অবশেষে মুখ খুললেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। জল্পনা ছিল অনেকদিনই.. অবশেষে মুখ খুললেন তাঁরা। দীপিকা অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই মা হচ্ছেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একটি পোস্ট করে মা-বাবা হওয়ার খবরে সিলমোহর দেন বলিউডের 'বাজিরাও' আর 'মস্তানি'। সেপ্টেম্বরে তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য।
আঠাশেই প্রয়াত মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা
ক্যানসারের সঙ্গে দুই বছর ধরে লড়াই করছিলেন ২০১৭ সালের মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা (Miss India Tripura Rinky Chakma)। অবশেষে সেই লড়াইয়ে হার মানতে হল। ২৮ বছর বয়সেই নিভে গেল (Rinky Chakma Died) জীবনের প্রদীপ। ২০২২ সাল থেকে মারণ ব্রেস্ট ক্যানসারের (Breast Cancer) সঙ্গে লড়াই করছিলেন তিনি। ফাইলোডস টিউমার ধরা পড়েছিল তাঁর। প্রাথমিকভাবে সেরেও গিয়েছিল ক্যানসার। কিন্তু পরে আবার ফিরে আসে। মেপাস্ট্যাসিস প্রক্রিয়ায় ক্যানসার ছড়িয়ে পড়ে প্রথমে ফুসফুসে। পরে সেখান থেকে ব্রেনে। কেমো চলছিল। কিন্তু শরীর তাতে সায় দেয়নি। সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী খবর, গত ২২ ফেব্রুয়ারি তাকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল রিঙ্কির। কিন্তু চিকিৎসায় সাড়া দেয়নি শরীর।
রণজয়ের ছবি দেখিয়ে প্রতারণা
নিজের অজান্তেই এক জালিয়াতি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন এই টলি অভিনেতা? ঠিক কী হয়েছে রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)-র সঙ্গে? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা বিষয়টা খোলসা করলেন অভিনেতা। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি নাতিদীর্ঘ ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে রণজয় জানান, তিনি সেটে এসে হঠাৎ জানতে পারেন, তাঁর একটি লুকসেটের ছবি দেখিয়ে প্রচার করা হচ্ছে যে তিনি একটি নতুন ধারাবাহিক করছেন। মুখ্যচরিত্রে অভিনয়ে দেখা যাবে তাঁকে। আর সেই ধারাবাহিকে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে তোলা হচ্ছে লাখ লাখ টাকা! তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, 'এভাবে টাকা দিয়ে অভিনয় হয় না। নিজেকে প্রমাণ করতে হয়। এত লক্ষ লক্ষ টাকা মিথ্যে কথা বলে দিয়ে দেওয়ার আগে এবার ভাবুন। আমি সতর্কতামূলক প্রচারে এই ভিডিওটা করলাম।'
দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্বের দরবারে 'দৃশ্যম'
সুখবর 'দৃশ্যম' (Drishyam) অনুরাগীদের জন্য। ভারতে ও চিনে এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা সকলেরই জানা, এবার বিশ্বজুড়ে সেই খ্যাতির বিস্তার হতে চলেছে। প্রযোজক কুমার মঙ্গত পাঠক ( Kumar Mangat Pathak) ও অভিষেক পাঠকের (Abhishek Pathak) পরিকল্পনা এবার কোরিয়ান রিমেক তৈরির। ২০২৪ সালের 'কান চলচ্চিত্র উৎসব'-এ মিলতে পারে নয়া চমক। 'গাল্ফস্ট্রিম পিকচার্স' (Gulfstream Pictures) ও 'জেওএটি ফিল্মস'-এর (JOAT Films) সঙ্গে হাত মিলিয়ে 'প্যানোরমা স্টুডিওজ' (Panorama Studios) 'দৃশ্যম'-এর হলিউড ভার্সন তৈরির চেষ্টায়, ভারতীয় সিনেমার ক্ষেত্রে যা বড়সড় জয় এনে দেবে। কুমার মঙ্গত পাঠক স্বভাবতই খুবই উত্তেজিত এই পরিকল্পনার আগে, এবং তাঁদের লক্ষ্য আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১০টি দেশে 'দৃশ্যম' তৈরি করা।
জামনগরে পা রাখলেন পপ তারকা রিহানা
সেজে উঠেছে জামনগর। আম্বানিপুত্র অনন্তের (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলছে জোর কদমে (pre wedding ceremony)। তারকাখচিত অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকা। দেশ বিদেশের একাধিক নামী দামি ব্যক্তিত্বের মধ্যে আজ হাজির পপ তারকা রিহানাও (Popstar Rihanna)। শোনা যাচ্ছে তিনি পারফর্ম করবেন অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে। এছাড়াও পৌঁছেছেন সপরিবারে শাহরুখ খান, সলমন খান, রণবীর-আলিয়া প্রমুখ। এসেছেন মার্ক জাকারবার্গও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।