কলকাতা: গত শুক্রবার সিনেমাহলে মুক্তি পেয়েছে 'বান্টি অউর বাবলি টু' (Bunty Aur Babli 2)। ছবিতে দীর্ঘ বারো বছর পর স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে সেফ আলি খান (Saif Ali Khan) এবং রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji)। বক্স অফিসে কেমন ব্যবসা করতে শুরু করেছে 'বান্টি অউর বাবলি টু'? গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন 'বিগ বস' (Bigg Boss) খ্যাত অভিনেত্রী আরশি খান (Arshi Khan)। সূত্রের খবর, দিল্লিতে তিনি শ্যুটিং করছিলেন। মুক্তি পেল শাহিদ কপূরের নতুন ছবি 'জার্সি'-র ট্রেলার। আজকে বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন এক ঝলকে।


 


বক্স অফিসে বান্টি অউর বাবলি টু


করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে ছিল পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'ও। দীপাবলিতে মুক্তি পায় সেই ছবি। মুখ্য চরিত্রে দর্শক পেয়েছে জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেগন এবং রণবীর সিংহকে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের মাল্টিস্টারার ছবি সিনেমাহলে মুক্তি পেতেই লাভের মুখ দেখেছে। বক্স অফিসে শুরু থেকেই দারুণ ব্যবসা করেছে 'সূর্যবংশী'। প্রায় ২০০ কোটির ক্লাবে পৌঁছেও গিয়েছে। কিন্তু শুরু থেকেই তেমন ব্যবসা করতে পারল না 'বান্টি অউর বাবলি টু'। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার সেফ-রানি জুটির এই ছবি ব্যবসা করেছে ২.৬০ কোটি টাকার, শনিবার ২.৫০ কোটি টাকার এবং রবিবার ৩.২০ কোটি টাকার। অর্থাৎ, মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ছবির মোট বক্স অফিস কালেকশন ৮.৩০ কোটি টাকা।


 


আরশি খান এর গাড়ি দুর্ঘটনা


গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন 'বিগ বস' (Bigg Boss) খ্যাত অভিনেত্রী আরশি খান (Arshi Khan)। সূত্রের খবর, দিল্লিতে তিনি শ্যুটিং করছিলেন। দিল্লির মালভিয়া নগর শিবালিক রোডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। অভিনেত্রী আরশি খানের পরিবারের পক্ষ থেকেও দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। 


 


'মিস্টার বিন' মৃত?


জনপ্রিয় কমিড চরিত্র 'মিস্টার বিন' কি মারা গিয়েছেন? 'মিস্টার বিন' (Mr Bean) খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের (Rowan Atkinson) মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন খবরে দাবি করা হচ্ছে, গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি। 'মিস্টার বিন' অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর খবর প্রথম ছড়ায় ফক্স নিউজ নামে একটি টুইটার হ্যান্ডল থেকে। সেখানে বলা হয়েছে, 'মিস্টার বিন (রোয়ান অ্যাটকিনসন) মাত্র ৫৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন'। যদিও পরবর্তীতে জানা গিয়েছে, এই খবর একেবারেই ভুয়ো। 


 


মুক্তি পেল শাহিদ কপূরের 'জার্সি'-র ট্রেলার


ক্রিকেটের গল্প, মাঠ ছাড়ার গল্প, মাঠে ফেরার গল্প। প্রায় ৩ মিনিটের ট্রেলার জুড়ে এক ক্রিকেটারের ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবনের টানাপোড়েন। মুক্তি পেল শাহিদ কপূরের নতুন ছবি 'জার্সি'-র ট্রেলার। ট্রেলারের শুরুতে নেহাৎ দাম্পত্যের কথা, সংসারে টাকাপয়সার টানাপোড়েন নিয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। অভাবের সংসারে ছোট্ট ছেলের শখ একটা জার্সি কেনার। কিন্তু বাবা শাহিদ সেই চাহিদা মেটাতে অপারগ। স্ত্রীর কাথে ৫০০ টাকা চেয়ে অপমান ফেরত পেতে হয় তাঁকে। কিন্তু কয়েক মুহূর্ত ঘুরতেই বদলে যায় গল্পের মোড়। কেবল সংসার নয়, সামনে আনা হয় শাহিদ কাপূরের ফেলে আসা অতীতকে। একসময়ের খেলার মাঠের দাপুটে ব্যাটার কেন মাঠ ছেলে কার্যত বেকার, সেই গল্পের উত্তর পাওয়া যাবে শাহিদ কপূরের 'জার্সি'-তে। 


 


কঙ্গনার বিরুদ্ধে এফআইআর


তাঁর নাম আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তাঁর একাধিক কথায় বিতর্কের ঝড় উঠেছে, আবার প্রশংসিতও হয়েছেন তিনি। সম্প্রতি ফের আরেক বিতর্কে জড়ালেন তিনি। তবে কেবল বিতর্ক নয়, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআরও। কেন? অভিযোগ, কৃষক আন্দোলনকে খলিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করেছিলেন তিনি।


 


'আতরঙ্গী রে'-র মোশন পোস্টার


পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি মানেই সেখানে থাকবে কিছু আলাদা। এবার মাল্টিস্টারার ছবি 'আতরঙ্গী রে'-র (Atrangi Re) ফার্স্ট লুক এবং মোশন পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন তিনি। শুধু পরিচালক আনন্দ এল রাই নন, একইসঙ্গে ছবির পোস্টর এবং মোশন পোস্টার শেয়ার করেছেন মুখ্য চরিত্রে থাকা তিন অভিনেতা অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধনুশ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির তিন অভিনেতার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার সময় পরিচালক এক এক করে লিখেছেন, 'যা আপনারা চান, প্রতিটা মুহূর্তে তেমন জাদু দেখাতে আর কেউ নন, আসছেন অক্ষয় কুমার।' ছবিতে একেবারেই ভিন্ন রূপে দেখা যেতে চলেছে বলিউডের খিলাড়িকে। ছবির ফার্স্ট লুকে অক্ষয় কুমারকে দেখে মনে হচ্ছে, এই ছবিতে তিনি একজন ড্রামার, একজন জাদুকর এবং রাজা।


 


'এ থার্সডে'-র শ্যুটিং শেষ ইয়ামির


আগামী ছবির শ্যুটিং শেষ করলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সম্প্রতি তিনি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। আগামীর ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং শেষ করার পর ছবির সেট থেকেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, 'আমার আগামী ছবি 'এ থার্সডে'-র শ্যুটিং অফিশিয়ালি শেষ হল। এই মিষ্টি শিশুদের উপস্থিতিতে যে অনুভূতি হচ্ছে, তা শেয়ার না করে পারলাম না। এই ছবিতে বিভিন্ন চ্যালেঞ্জিং মুহূর্তে আমাকে পড়তে হয়েছে। এই ছবির টিমের সঙ্গে অনেক দুষ্পাপ্য মুহূর্ত কাটিয়েছি'।