কলকাতা: দুর্ঘটনায় আক্রান্ত 'বচপন কা পেয়ার' খ্যাত খুদে ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দো। তার পরিবারের পাশে রয়েছেন বাদশা। অন্যদিকে, করোনায় আক্রান্ত হলেন অভিনেতা রণবীর শোরে ও তাঁর ছেলে। আবার টলিউডে মুক্তি পেল 'কুলপি' ছবির ফার্স্ট লুক। টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে আজ সারাদিন কোথায় কী কী হল, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে।


PETA-র 'পার্সন অফ দ্য ইয়ার' আলিয়া ভট্ট-


বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের মাথায় নতুন পালক। পেটা ২০২১-এর তরফে তাঁকে 'পার্সন অফ দ্য ইয়ার' (PETA's 2021 Person of the Year) তকমা দেওয়া হল, 'পশু-বান্ধব' ফ্যাশন ইন্ডাস্ট্রির (animal-friendly fashion industry) সমর্থনে কাজের জন্য। অভিনেত্রী সম্প্রতি এক সংস্থায় বিনিয়োগ করেছেন, যারা মন্দিরের ফেলে দেওয়া ফুল থেকে ভেগান চামড়া (vegan leather) তৈরি করে। একইসঙ্গে, তাঁর যে শিশুদের ভেগান পোশাকের সংস্থা আছে সেটিও '২০২১ পেটা ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ড' (2021 PETA India fashion award) পেয়েছে প্রাণী এবং প্রকৃতির প্রতি বাচ্চাদের ভালবাসা বাড়িতে তুলতে সাহায্য করার জন্য।


আত্মঘাতী অভিনেত্রী-


নিজের ভাড়া বাড়িতে আত্মঘাতী হলেন ২৮ বছর বয়সী অভিনেত্রী (Mumbai actress)। মুম্বইয়ের ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, দুই ব্যক্তি, নিজেদের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আধিকারিক পরিচয় দিয়ে অভিনেত্রীর থেকে লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয় (Drug Case)। প্রয়াত অভিনেত্রী ভোজপুরী ছবিতে কাজ করতেন। মুম্বইয়ের যোগেশ্বরী (পশ্চিম) অঞ্চলে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন অভিনেত্রী, ২৩ ডিসেম্বরে। তাঁর মৃত্যুর পরে, তাঁর এক বন্ধু পুলিশকে বিষয়টি জানায়। এর পরে মামলা নথিভুক্ত করা হয় এবং তদন্ত শুরু হয়।


আরও পড়ুন - Ranvir Shorey Covid Positive: করোনায় আক্রান্ত রণবীর শোরে ও ছেলে হারুন


প্রকাশ্যে 'কুলপি' ছবির প্রথম লুক-


মুক্তি পেল অভিনেত্রী পায়েল সরকারের (Paayel Sarkar) আগামী ছবি 'কুলপি'র (Kulpi) প্রথম লুক। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির প্রথম লুক শেয়ার করলেন অভিনেত্রী।  এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কুলপি প্রথম লুক। ভালোবাসা বেঁচে থাক গল্প পেরিয়ে সমাজে। কুলপির হাত ধরে এগিয়ে নিয়ে যাই ভালোবাসার দৃষ্টান্ত তৈরিতে।' (অপরিবর্তিত)


ধোনি প্রসঙ্গে শাহরুখ-


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ২২ গজে তাঁর চাহিদা সবসময়ই তুঙ্গে। জানা গিয়েছে, ধোনিকে কিনতে আগ্রহী ছিলেন শাহরুখ খানও। আইপিএল-এর নিলামে সুযোগ পেলে চেন্নাই সুপার কিংস থেকে ধোনিকে কেকেআর-এর টিমে আনতে চেয়েছিলেন কিং খান। 


বাবা, বেবি, ও ছবির ট্রেলার-


বছর শেষে মন ভাল করা মোশন পোস্টার প্রকাশ, সেই সঙ্গে খুশির খবর ঘোষণা করল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' (Windows Productions)। নিজেদের সোশ্যাল মিডিয়ায় 'বাবা, বেবি, ও...' (Baba, Baby, 0...) ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়। একই সঙ্গে ছবির প্রথম ঝলক দেখানোর দিনও ঘোষণা হয়। নতুন বছরের প্রথম দিনই দেখা যাবে প্রথম ঝলক। এদিন মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'বাবা, বেবি, ও... তার নিজের প্রথম ঝলক আপনাদের দেখাতে প্রস্তুত। আপনারাও কি নতুন বছর বাবা, বেবি, ও...র সঙ্গে শুরু করতে ইচ্ছুক? ১ জানুয়ারি, ২০২২, ট্রেলার লঞ্চ।' ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।


ওমিক্রন আতঙ্কে দিল্লিতে বন্ধ সিনেমাহল-


ওমিক্রন আতঙ্কের জের। দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল সিনেমা হল, মাল্টিপ্লেক্স। একইসঙ্গে বন্ধ করা হয়েছে ব্যাঙ্কোয়েট হল, স্পা, জিম, মনোরঞ্জন পার্কও। সম্প্রতি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এই আবহে দিল্লিতে করোনার নয়া প্রজাতির 'হলুদ সতর্কতা' জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়। দিল্লিতে এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি  পেয়েছে ওমিক্রন। এই আবহে রাজধানীতে প্রথম পর্যায়ের বিধিনিষেধও জারি করছে কেজরিওয়াল সরকার। 


৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না জার্সি-


এদিন ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন যে, শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি স্থগিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে না। কবে মুক্তি পাবে এই ছবি তার দিন পরবর্তীতে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির কথা শোনা গেলেও, তা একেবারেই ভুয়ো খবর। 


রেকর্ড ভাঙল টনিক-


গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'টনিক'। বহু প্রতীক্ষার পর অবশেষে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছে দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা। কিন্তু পর্দায় তাঁদের জুটি মন জিতে নিয়েছে দর্শকের। আর তাতেই বাজিমাৎ 'টনিক'। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির সাফল্য সম্পর্ক বলতে গিয়ে দেব লেখেন, 'সুপ্রভাত বন্ধুরা। অতিমারির পরবর্তী সময়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে টনিক। আমি শুধুই ধন্যবাদ জানাতে পারি দর্শকদের। যাঁরা টিকিট কেটে সিনেমাহলে ছবিটি দেখেছেন। ভালোবাসা, বিশ্বাস এবং কৃতজ্ঞতা।'


বোঝে না সে বোঝে না-র ৯ বছর পূর্তি-


ন' বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল জনপ্রিয় বাংলা ছবি 'বোঝে না সে বোঝে না' (Bojhe Na Shey Bojhe Na)। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), পায়েল সরকার (Payel Sarkar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বাংলা ছবির একঝাঁক অভিনেতা। ২০১২ সালে মুক্তি পাওয়া 'বোঝে না সে বোঝে না' ছবি দেখতে দেখতে ৯ বছর পূর্ণ করে ফেলল। বক্স অফিসে বিপুল পরিমাণে সাফল্য পাওয়া এই ছবি অভিনয় করা প্রত্যেক তারকার কাছে মাইলস্টোনই বটে। তাই কেরিয়ারের অন্যতম সফল ছবির ৯ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের।


দুর্ঘটনার কবলে 'বচপন কা পেয়ার' খ্যাত সহদেব-


দুর্ঘটনার কবলে 'বচপন কা পেয়ার' ((Baspan Ka Pyar) খ্যাত খুদে সহদেব দির্দো (Sahdev Dirdo)। সম্প্রতি বাদশা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সহদেব দির্দোর দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা জানিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন যে, তিনি 'বচপন কা পেয়ার' খ্যাত খুদে তারকার পরিবারের পাশে রয়েছে। তিনি এদিন সোশ্যাল সাইটে লেখেন, 'সহদেবের পরিবার ও বন্ধুদের সঙ্গে টাচে রয়েছি। ও এখনও অজ্ঞান রয়েছে। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ওর পাশে রয়েছি। আপনাদের সকলের প্রার্থনা চাই।'


করোনায় আক্রান্ত রণবীর শোরে-


করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেতা রণবীর শোরে (Ranveer Shorey)। তাঁর সঙ্গে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ছেলে হারুনও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর নিজেই দেন রণবীর। তিনি লেখেন, 'আমি আর আমার ছেলে হারুন গোয়ায় ছুটি কাটাচ্ছিলাম। মুম্বই ফেরার সময় যখন বিমানবন্দরে আরটিপিসিআর (RTPCR) টেস্ট হয় আমাদের, তখনই করোনা (Covid19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।' করোনায় আক্রান্ত রণবীর শোরে আরও লেখেন, 'আমাদের দুজনের কারও করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরই সঙ্গে সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছি।'