কলকাতা: ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য আপাতত রূপোলি পর্দার নায়িকা অনুশীলন করছেন ২২ গজে।  সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। জনপ্রিয় দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের (Jr NTR) বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর? আজ সারাদিনে নজর কাড়ল বিনোদন জগতের কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে। 


 


'চাকদহ এক্সপ্রেস'-এর প্রস্তুতিতে অনুষ্কা


চোখে চশমা, খেলার পোশাক। নেটে বোলিং-এর অনুশীলন করছেন তিনি। কে? নাহ, বিরাট কোহলি নন, তিনি বিরাট ঘরনি। অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য আপাতত রূপোলি পর্দার নায়িকা অনুশীলন করছেন ২২ গজে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নায়িকা। পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে। দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকেই। 


 


দক্ষিণী সুপারস্টারের বিপরীতে জাহ্নবী?


বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, জনপ্রিয় দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের (Jr NTR) বিপরীতে নাকি অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। শোনা যাচ্ছিল, পরিচালক বুচি বাবু সানার পরবর্তীতে ছবিতে জুটি বাঁধতে চলেছেন জাহ্নবী ও জুনিয়র এনটিআর। কিন্তু এই খবর কি আদৌ সত্যি? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বনি কপূর (Boney Kapoor)। জানিয়ে দিলেন সত্যিটা। ছবি প্রযোজক বনি কপূর বর্তমানে ব্যস্ত রয়েছেন 'ভলিমই' ছবির প্রি রিলিজ ইভেন্টে। সে কারণেই হায়দরাবাদে রয়েছেন তিনি। জাহ্নবী কপূরের সঙ্গে এনটিআর জুনিয়রের জুটি বাঁধার প্রসঙ্গে তিনি বলেন, 'এটা সোশ্যাল মিডিয়ার গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। অদ্ভূত একটা জায়গা এই সোশ্যাল মিডিয়া। প্রত্যেকদিনই কোনও না কোনও নতুন গুঞ্জন শোনা যায়। এনটিআর জুনিয়রের সঙ্গে জাহ্নবীর ছবির গল্পটাও তেমনই একটা গুঞ্জন মাত্র। এই খবর একেবারেই সত্যি নয়।'


 


আরও পড়ুন: Devlina Kumar: বন্ধু ইমনের চ্যালেঞ্জ নিয়ে 'বালা নাচো তো দেখি' গানে পা মেলালেন দেবলীনা


 


'সুন্দরবনের বিদ্যাসাগর'-এ ঋদ্ধি উষসীর জুটি


 টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। সদ্য মুক্তি পাওয়া ছবিতে উষসীকে দেখা যাচ্ছে সাদা শাড়িতে। বিধবার বেশ। অন্যদিকে চশমা চোখে ঋদ্ধির চোখে মুখে অন্যমনস্কতার ছাপ। সুন্দরবনের এক দ্বীপের বিধবাদের নিয়ে এই গল্প। সেই দ্বীপে হঠাৎ এসে হাজির হয় ঋদ্ধি। পরিবার ভাবে ঋদ্ধি বিদ্যাসাগর হবে। কিন্তু তার নিয়তিতে লেখা অন্য কিছু। সুন্দরবনের কুমিরখালি দ্বীপের বিধবাদের সমস্যা সমাধান করবে ঋদ্ধির চরিত্র! সেই উত্তর লুকিয়ে নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পের ভাঁজে ভাঁজে। 


 


ফের সত্যান্বেষী আবীর


অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের (Arindam Sil and Padmanabha Dasgupta) হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' (‘Bishupal Bodh’) গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। বদল এসেছে অজিতের অভিনেতায়। এই ছবিতে অজিতের ভূমিকায় দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায়কে (Suhotra Mukhopadhyay)। 'বিশুপাল বধ'-এর অবলম্বনে এই ছবি তৈরি হবে তা সিদ্ধান্ত হলেও এখনও পাকা হয়নি ছবির নাম। এটি অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'।


 


'লক আপ'-এ ববিতা ফোগাত


 প্রকাশ্যে এল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সঞ্চালিত 'লক আপ' (Lock Upp Contestant) অনুষ্ঠানের চতুর্থ প্রতিযোগীর নাম। কুস্তিগীর ববিতা ফোগাত (Wrestler Babita Phogat) এবার কারাগারে বন্দি হলেন। গত তিনদিনে প্রকাশিত হয়েছে প্রথম তিন প্রতিযোগীর নাম। তাঁরা হলে টিভি অভিনেত্রী নিশা রাওয়াল (Nisha Rawal), ইন্টারনেট সেনসেশন পুনম পাণ্ডে (Poonam Pandey) ও কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি (Munawar Faruqi)। শুক্রবার অনুষ্ঠান নির্মাতারা প্রকাশ করলেন চতুর্থ প্রতিযোগী ববিতা ফোগাতের নাম। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোমো শেয়ার করে তিনি লেখেন, 'ছেলে হোক বা মেয়ে, এই জেল সকলের জন্যই হবে সমান।'


 


মুক্তি পেল ''মুখ্যমন্ত্রী''


আটজন মুখ্যমন্ত্রী আর তাঁদের আমলে বিভিন্ন খাতে বয়ে চলা বাংলার রাজনৈতিক ইতিহাসের গল্প নিয়ে তৈরি হয়েছে এবিপি (abp) স্টুডিওর ডকু-সিরিজ (docu series), ‘মুখ্যমন্ত্রী’। শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি জনপ্রিয় ওটিটি (ott) প্ল্যাটফর্ম হইচইয়ে হবে প্রিমিয়ার। সিরিজটির পরিচালনা করেছেন বাংলার প্রথম সারির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়ে যিনি সমস্ত ঘটনাকে বাস্তবতার সূত্রে গেঁথেছেন। সিরিজটির উপস্থাপনা করেছেন প্রতীক দত্ত ও শাঁওলী চট্টোপাধ্যায়। বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক ঘটনারই শিকড় রয়ে গিয়েছে অতীতে। সাম্প্রতিক ঘটনার ঘনঘটা দিয়ে বিচার করতে বসলে যা অনেক সময় আমাদের মনে নানা ধোঁয়াশা তৈরি করে। নানা রকম প্রশ্ন মনের অন্দরে দানা বাঁধে। কিন্তু সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনা। যা মিলবে এই ডকু সিরিজ থেকে। পরিচালক ও তাঁর দল মিলে সেই চেষ্টাই করেছেন। বাংলার বর্তমান রাজনীতির বিভিন্ন সমস্যা আর তার কারণ অনুসন্ধানে বসে নানা সময় খেই হারায় আমাদের চিন্তাভাবনা। এই সিরিজে বঙ্গ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণের মাধ্যমে বাংলার বর্তমানকে জরিপ করার চেষ্টা করেছি আমরা। শুধু পুঁথিগত তথ্যের বিশাল সম্ভারের ওপর ভিত্তি করে নয়, তার বাইরের ইতিহাসও বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। যথাসম্ভব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে বর্তমান রাজনীতির প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা করেছি আমরা।