কলকাতা: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট করে বেকায়দায় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে তলব গোপন জবানবন্দির জন্য তলব করা হল বিধাননগর আদালতে। অন্যদিকে 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে এসে আরশাদ ওয়ার্সির সঙ্গে ঠান্ডা লড়াই প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার। বদলে গেল হৃত্বিক রোশনের 'ফাইটার' ছবির মুক্তির দিন। আগামী বছর প্রজাতন্ত্র দিবসে এই ছবির মুক্তির কথা থাকলেও আজ নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন মুক্তির দিনন ঘোষণা অভিনেতার। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নিন সেরা খবরগুলি।


আরশাদের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন অক্ষয়-


আজ 'জলি এল এল বি টু' ছবির পাঁচ বছর পূর্তিতে আরশাদ ওয়ার্সির সঙ্গে বিবাদ প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, 'নানা সংবাদমাধ্যমে নানা কিছু দেখানো হয়। যা আসলে হয়নি, সেটাও রঙ চড়িয়ে বলা হয়। আমার সঙ্গে পেশাদারভাবে যাঁদেরই সম্পর্ক তৈরি হয়, আমি প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি।' এরপরই 'আমার জলি এল এল বি' বলে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি একে এপরকে জড়িয়ে ধরেন।


অ্যাকশনধর্মী ছবিতে আদিত্য রয় কপূর-


'ওম দ্য ব্যাটল উইদিন' ছবির ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করে অভিনেতা আদিত্য রয় কপূর লিখেছেন, 'আগামী ১ জুলাই বিশ্বজুড়ে সিনেমা স্ক্রিনে ঝড় তুলতে আসছে ওম।' একই পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী সঞ্জনা সাংঘিও। তিনি লেখেন, 'পোস্টার শেয়ার করা মাত্রই আমার হৃদস্পন্দন বেড়ে গেল।' 'ওম দ্য ব্যাটল উইদিন' ছবিতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে আদিত্য রয় কপূরকে। এর আগে বহু ছবিতে তাঁকে চকোলেট বয়ের ইমেজে দেখা গিয়েছে। কিন্তু অ্যাকশন নির্ভর এই ছবিতে তাঁকে দেখে চমক লেগেছে নেট দুনিয়ার। ছবিতে তাঁর ফার্স্ট লুক শেয়ার হওয়ার পর থেকে সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা কমেন্টে অভিনেতার প্রশংসা করেছেন।


আরও পড়ুন - Fighter new Release Date: বদলে গেল হৃত্বিক রোশনের 'ফাইটার' ছবির মুক্তির দিন, নতুন দিন ঘোষণা


ক্ষমা চাইলেন 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর-


কিছুদিন আগেই 'কাঁচা বাদাম' গানের স্রষ্টা ভুবন বাদ্যকর বলেছিলেন যে তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন। এবার তিনি বাদাম বিক্রি করা বন্ধ করে গানে মনোনিবেশ করবেন। তাঁর সেই বক্তব্য নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল নেট দুনিয়া। গত ৪ মার্চ বলেছিলেন নতুন গান যদি মানুষের পছন্দ না হয়, তাহলে ফের বাদাম বিক্রি করবেন। নিজেকে সেলিব্রিটি বলার বক্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ভুবন বাদ্যকর। তিনি বলেন, 'আমি অনুভব করেছি যে আমার এই কথা বলা ঠিক হয়নি। ওটা ভুল করে বলে ফেলেছিলাম। মানুষ আমাকে সেলিব্রিটি বানিয়েছেন। যে ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ মানুষের কাছে। চামড়ার মুখ তো, কখন কি বলি ঠিক নেই। যদি কিছু ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন।'


ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার-


পাঞ্জাবে সরকার গড়ছে আপ। দিল্লির পর এই প্রথম দেশের অন্য কোনও রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে আপ। মুখ্যমন্ত্রী হতে চলেছেন কমেডিয়ান ভগবন্ত সিংহ মান। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন কপিল শর্মা। নিজের বিয়ের রিসেপশনে ভগবন্ত সিংহ মানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে কপিল ইনস্টাগ্রামে লেখেন, ''ইতিহাস তাঁদেরই মনে রাখে, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে। ভগবন্ত সিংহ মান পাজিকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি শুধু ভোট জেতেননি, আপনি গোটা পাঞ্জাবের হৃদয় জিতে নিয়েছেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে আপনার নেতৃত্বে পাঞ্জাব এক নতুন উচ্চতায় পৌঁছোতে পারবে।''


বেজিকাণ্ডে সোমবার বিধাননগর আদালতে গোপন জবানবন্দির জন্য তলব শ্রাবন্তীকে-


বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) আগামী সোমবার বিধাননগর আদালতে তলব করা হল। এদিন আদালতে গোপন জবানবন্দি হওয়ার কথা টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর। অন্যদিকে বেজিকাণ্ডে ধৃত শ্রাবন্তীর গাড়িচালকের মঙ্গলবার পর্যন্ত জেল হেফাজতের ঘোষণা করা হয়েছে। বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল (Wild Life Crime Control) গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 


প্রকাশ্যে 'কৌন প্রবীণ তাম্বে' ছবির ট্রেলার-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কৌন প্রবীণ তাম্বে' ছবির ট্রেলার পোস্ট করেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। তিনি লেখেন, 'শুধুমাত্র আর একটা ওভার। এটা বলতে বলতেই সবথেকে বড় ক্রিকেট লিগে খেলে ফেললেন। বাহঃ প্রবীণ তাম্বে।কী গল্প আপনার জীবনের। শুরু করার জন্য কখনওই কোনও সময় দেরি হয়ে যায় না। শুধু ইচ্ছেটা থাকতে হয়। আমরা আসছি সবথেকে অভিজ্ঞতম ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া এক ক্রিকেটারের গল্প নিয়ে। অজানা গল্প। কে প্রবীণ তাম্বে।'


বদলে গেল হৃত্বিক রোশনের 'ফাইটার' ছবির মুক্তির দিন-


এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ফাইটার' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। ভিডিওটি প্রধাণত এই ছবির টিজার। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'সেপ্টেম্বর ২৮, ২০২৩'। হৃত্বিক রোশনের পোস্ট দেখে বোঝাই যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের পরিবর্তে 'ফাইটার' মুক্তি পেতে চলেছে আগামী বছর ২৮ সেপ্টেম্বর।