মুম্বই: আগে জানা গিয়েছিল, আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বহু প্রতীক্ষিত ছবি 'ফাইটার' (Fighter)। শোনা গিয়েছিল, একইদিনে মুক্তি পেতে চলেছে জন আব্রাহাম ও হৃত্বিক রোশনের ছবি। কিন্তু আজ 'ফাইটার' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হল। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ফাইটার' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। ভিডিওটি প্রধাণত এই ছবির টিজার। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'সেপ্টেম্বর ২৮, ২০২৩'। হৃত্বিক রোশনের পোস্ট দেখে বোঝাই যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের পরিবর্তে 'ফাইটার' মুক্তি পেতে চলেছে আগামী বছর ২৮ সেপ্টেম্বর।
হৃত্বিক রোশনের পোস্ট করা ভিডিও থেকেই জানা যাচ্ছে, 'ফাইটার' ছবিটি দেশের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি হতে চলেছে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কপূরকে। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন 'কহো না পেয়ার হ্যায়' অভিনেতা। 'ব্যাং ব্যাং', 'ওয়ার'-এর পর ফের সিদ্ধার্থ-হৃত্বিক জুটির ছবি দেখতে পাবেন দর্শক।<
>
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর জুন মাস থেকেই শুরু হয়ে যাবে 'ফাইটার' ছবির শ্যুটিং। করোনা পরিস্থিতিতে এই ছবির শ্যুটিং শুরু হতে দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে 'ফাইটার' ছবি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে দেখা যেতে চলেছে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছএন সেফ আলি খান।